কবিতার খেরো খাতা আজ রেখেছি তুলে
মোটা লাল কাপড়ে বাঁধাই করা,
যেখানে লেখা আছে ছন্দপতনের গল্পগাঁথা
কাব্যে এবং ছন্দে, দ্বগ্ধ হৃদয়ের কথা
বিশুদ্ধ কিন্তু গোপন রহস্যে,
অপ্রকাশিত সত্যের সূক্ষ বুনন।।
কবিতাকে দিয়েছি আজ দীর্ঘ ছুটি
কালি আর কলমে আজ হবে না দেখা,
প্রজাপতির পাখায় বিলাবোনা আজ
ফুলের সুবাস, নদীতীরে আজ হবেনা যাওয়া
বইবে না আজ দখিনা বাতাস,
কবি আর কবিতার আজ হবেনা মিলন।।
আজকে আমার বদলে যাওয়ার দিন
বদলে যাবে অবুঝ মনের সবুজ কাব্য,
আজ হবেনা সত্যপ্রকাশ,আজকে শুধু
হিসাব নিকাশ, খেরো খাতার শুভ্র পাতায়
লিখবো না কিছুই আজ,
সত্যগ্রহে আসছে দিনে কাব্য হবে খনন।।
২৪টি মন্তব্য
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
কবিতাকে দিয়েছি আজ দীর্ঘ ছুটি
কালি আর কলমে আজ হবে না দেখা,
প্রজাপতির পাখায় বিলাবোনা আজ
ফুলের সুবাস, নদীতীরে আজ হবেনা যাওয়া
বইবে না আজ দখিনা বাতাস,
কবি আর কবিতার আজ হবেনা মিলন।।
দারূণ হয়েছে
+++++++++++++
নীলকন্ঠ জয়
ধন্যবাদ জানবেন।। -{@
ছন্নছাড়া
ছবি টা আমার খুবী পছন্দ হয়েছে ………… আমি ও একদিন চোলে যাবো এই ছবিটার মতন করে …………।
কবিতা তো তুমি ভালোই লেখো …………।।
কিন্তু আমারা চাইনা তুমি বদলে জাউ
নীলকন্ঠ জয়
হুম …।।
ছন্নছাড়াতো এমনটাই চাইবে তাই না??? (y)
ছন্নছাড়া
হুম ………… 🙁
নীলকন্ঠ জয়
:D)
রিমি রুম্মান
মনের গহীনে থাকুক না শব্দরা আজ সযতনে তোলা…
নীলকন্ঠ জয়
🙂 রেখেছি তুলে । সময়মতো আবার রূপান্তর করে দিবো। ধন্যবাদ আপুকে।।
মা মাটি দেশ
(y) ছন্নছাড়া বেশ গভীরের কথা ।ভাল লাগল (y)
নীলকন্ঠ জয়
ধন্যবাদ।।
জিসান শা ইকরাম
ছুটি দেয়া যাবে না ।
ভালো হয়েছে ।
নীলকন্ঠ জয়
একটা দিনের ছুটি, তাও পাবো না??? ;(
বৈশাখী ঝড়
চমৎকার কথামালা। ভাল লাগা জানাই
নীলকন্ঠ জয়
ধন্যবাদ ব্রাদার… -{@
এই মেঘ এই রোদ্দুর
অনেক ভাল লাগা আর মুগ্ধতা 🙂 🙂
নীলকন্ঠ জয়
ধন্যবাদ আপুটি।। 🙂
ছাইরাছ হেলাল
এত সহজে সহজ কাজটি করা ঠিক হবে বলে মনে হয় না ।
তা ছাড়া পাঠকদের থেকে অনুমতি নেয়ার ব্যাপারটি থেকেই যায় ।
ভাল হয়েছে তা বলতেই হচ্ছে ।
নীলকন্ঠ জয়
হুম আগে হিসাব নিকাশটা করে ফেলি কবিতার খাতার সঙ্গে। তারপর না হয় চূড়ান্ত সিধান্ত। আমি কিন্তু চাচার মতো সিদ্ধান্ত বদলাই। :D)
ধন্যবাদ।।
ছাইরাছ হেলাল
আমাদের জন্য ‘চাচা’ ই ফিট , যা ভেল্কি দেখাল ।
আরও কী বাকী রেখেছে কে জানে ?
নীলকন্ঠ জয়
বাকি আছে অনেক কিছুই। রমণি এবং চাচা উভয়েই নাকিই রঙ বদলায়। প্রথমটা বিশ্বাস না হলেও চাচাতে আস্থা রাখি। 😀
খসড়া
তাড়াতাড়ি ছুটি দেন কবিতাকে আমি একটু কম বুঝি কিনা আর দেশের যে অবস্থা এখন দরকার কঠোর কঠিন গদ্য।
নীলকন্ঠ জয়
ছুটি শেষ হয়ে গেছে, মিটে গেছে হিসাব নিকাশ।।
শুন্য শুন্যালয়
দীর্ঘ ছুটি দিয়ে কিসের এতো হিসাব নিকাশ?
আবার লিখুন .. কোন ছুটি নাই..
নীলকন্ঠ জয়
দীর্ঘ ছুটি কোথায়? মাত্র একদিনের। সবার ভালোবাসা ছেড়ে পালানোর উপায় নেই যে আপুটি। -{@