কবিতা এখন

অরুণিমা মন্ডল দাস ৩১ মার্চ ২০১৮, শনিবার, ১০:৩৯:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

আ মি ফেস বুক ছেড়ে দেব !
কি হবে লিখে ? সখেই লিখব ,মনের টানে লিখব ,
কিছু জায়গায় সারাজীবন লিখব ব্যস
কি দরকার
কেউ চায় না বিশেষ করে আপনজনেরা—
কবিতা লেখা সবথেকে বেকার কাজ
বিশেষ করে পশ্চিমবঙ্গে–?
১) কবিতা কে প্যাশান বা বেশী গুরুত্বের জিনিস মনে করে থাকলে /রবীন্দ্রনাথকে ভালোবেসে থাকলে আবৃত্তি নামক ভঁাওতাবাজি বা কবিতা পাঠ নামক সভার সদপ্রয়োগ সহ সদ্ব্যবহার করুন !
এ তো আর মোড়ের মাথায় বসে থাকা নয় — যে একটু আবেগ শুনিয়ে মন ভুলিয়ে চোখ মুছিয়ে হাত তালি নিয়ে —- বাহার সাজাবেন–আরে ভেবে দেখুন না —কার কবিতা? সে কেন পারবে না চোখের জল মোছাতে–? তঁার দিকে একটু তাকান–? সো করে আর সঙ্গ দোষে ব্যবসার রমরমা করবেন আর সাহিত্যের মূল শিকড়ে জল দেবেন না –তা কি হয়?-
আমি আবৃত্তিশিল্পীদের খুবই ভালোবাসি তঁার মানে এই নয় যে প্রতিভাদের আড়াল রেখে ব্যবসা খুলে বসে থাকবে–?
২) আবৃত্তি শিখতে যাওয়া ভালো কিন্ত সবাই তো শিখতে পারবে না ? তঁারা তাহলে কি করবে ? লুকিয়ে থাকবে ? যার কবিতা যার প্রতিভা তঁাকে মানুষ চিনছে না প্রোমোট হচ্ছে না মার্কেটিং হচ্ছে না ! কিন্তু প্যাকেজিং পাওয়ার খুব ভালো — সে এক প্রকৃত কবি–?“কোবি” শুনতে শুনতেই হয়েছেন –? সে যাইহোক আর একজন গলা বিক্রি করে নাম পাচ্ছেন–?
৩) টিভিতে শো করে , আলোচনায় মুখ দেখিয়ে ছবি তুলে তুলে প্রতিষ্ঠিতদের বাড়িতে গিয়ে চা বিস্কুট খেয়ে সন্দেশ খাইয়ে যশ কিনছেন–?
এখানে পশ্চিমবঙ্গে এটাই হচ্ছে সবাই মার্কেটিং করছে? প্যাকেজের বাইরটা ঠিকঠাক ঝ্যাকাস— ভিতরের প্রোডাকproduct্ একদম বেকার হয়ে যাচ্ছে—-? তাহলে কি দঁাড়ালো আমরা ভালো প্রোডাক্ট তৈরি করছি না—?
৫) কিন্তু আসলে সেটা নয় —-ব্যাপারটা হচ্ছে ভালো প্রোডাক্ট ঠিকঠাক মার্কেটিং প্যাকেজিং না হওয়ার কারনে মানুষের কাছে যাচ্ছে না ?

ফোকাস হচ্ছে বাংলা সিনেমা এইরকম সেইরকম —-নকল বাদে যেসব ভালো সিনেমা সেগুলো মানুষ বেশীরভাগটাই জানছে না –কিন্তু যেখানে পুরস্কার পাওয়ার সেখানে ঠিক পুরস্কার পাচ্ছে –? সে হিন্দী বলিউডের নায়িকা ধরে এনে হোক আর মুম্বাইয়ের আর্টিষ্টদের টেনে এনে—?

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ