লাঠির মারের কাঁপুনিতে লাল দাগে কাতর ঝাউ বাগানে গিয়ে গাছকে দোষারূপ করি না¡
কোন বলিউডি ম্যাগাজিনের হান্ডসম হাঙ্ক গিলে মন ভরাই না¡
সদ্য নতুন যুবক কবির কামাতুর ছটফটানি কবিতাতেও শান্ত হই না!
কোন আইটেম গার্লের বুক কোমর আওয়াজের ঝঁাকুনিতেও মন ভেজে না¡
কারন ,
আমি কবিতাকে ভালোবাসি!
বাড়ির উঠোনের পাতাগুলো যখন উনুনে জ্বলে,
সাগরের বুকে ছোট্ট গোলাপ প্রেমে হীরা খোঁজে
তখন আমি সন্ধ্যের শাঁকে,
জোনাকির আদরে ,কবিতাকে জড়িয়ে ধরি!
ওটা শুধুই পছন্দের কবিতা,চিরন্তন সাথী ,আজন্ম ভালোবাসার নায়ক!
#
কবিতাকে ভালোবাসি কারণ কবিতা ছলনায় ছুরি ধরতে পারে না ,
মন ভাঙতে পারে না, চড় মারতেও পারেনা ,গালিতে বুকে অত্যাচার ও করে না !
কবিতা শুধুই,
নিরব আলিঙ্গন !
বছরের পর বছর হারানো স্মৃতি!
একা কথা বলে ,হাসে খেলে ,
মধ্য দুপুরের পাগলামিতে আইসক্রীম বৃষ্টি!
ফ্রীজের কষা মাংস বিরিয়ানি কোল ড্রিংকস জমজমাট সিনেমা হল আড্ডা!
নার্গিস -রনবীর জুটি ,সলমন- ঐশ্বর্য জুটিতে শিহরিত ফাটাফাটি রোমান্স!
ছায়া হয়ে টানে ঘরে, বাইরে ,পরীক্ষাতে ,ঘুমোতে গেলে ,রাত্রিতে, অসহায় চাউনিতে ,একাকীত্বে ,বিরহে, যন্ত্রণাতে, মধ্যরাত্রির উপাসনাতে, উপুড়করা বুকের মধ্যে ,পড়ার টেবিলের কাটাকুটি পান্ডুলিপিতে ,পা ফাঁক করা হেনস্থাতে¡
কবিতাকে তাই ভালোবাসি¡
#

অরুণিমা মন্ডল দাস
কলকাতা
৫ মে ২০১৬

৪৩৯জন ৪৩৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ