কবিতা তুমি আছো বলেই আজ আমি কবি
বেয়াড়া শব্দগুলো খুব সহজেই এখন আমার খাঁচায় বন্দি
সারা মস্তিষ্ক জুড়ে তাদের নিয়ে সাপলুডু খেলি।
বিষাদগ্রস্ত মলিন চোখে বিশ্বাসের আনাগোনা বাড়ে
প্রেয়সীর ভুলে ঘুনে ধরা হৃদয়ে আবার সজীবতা ফিরে আসে।
কবিতা তুমি আছো বলে মনের আকাশে ওড়াই স্বপ্নের ঘুড়ি
বায়োনারি পজিশনে দেখি আজব পৃথিবী।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভাগ্য ভালো কবিতা পালিয়ে যায়নি জীবন থেকে ।
ভালো লিখেছেন ।
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ
আবিদ রোজীনা
কবিদের জন্য কবিতা সব । আমার জন্য নয় 🙂
মোকসেদুল ইসলাম
আপনার জন্যই তো আমার সব কবিতা। নিন একটা গোলাপ রাঙ্গানো ভালোবাসা -{@ (3
ইকু
কবিতা তুমি আছো বলে মনের আকাশে ওড়াই স্বপ্নের ঘুড়ি
বায়োনারি পজিশনে দেখি আজব পৃথিবী। … অসাধারন 🙂
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ ভাই