একটা শীতলপাটির কাছে কথা দেয়া আছে
ছাদে বিছানোর, চন্দ্ররাতে
কয়েকটা তারার কাছে কথা দেয়া আছে
কাজলচোখে নামিয়ে আনার,
একটা দিঘীর কাছে, একটা রাস্তার কাছে,
একটা জারুল গাছের কাছে
কথা দেয়া আছে, কথা দেয়া আছে।
কথা দেয়া আছে কালনী নদীরে
কথা দেয়া আছে ঝুম বরষার বুকভরা বাওড়ে,
কথা দেয়া আছে শান্তাহার জংশন
কুসুম কুসুম আলোর ঘুমঘুম রেলের শহরে
কথা দেয়া আছে, কথা দেয়া আছে।
কথা দেয়া আছে সোমেশ্বরী নদীর পাহাড়ি ঢলেরে
কথা দেয়া আছে গারো পাহাড়ের উতল হাওয়ারে
কথা দেয়া আদিগন্ত মাঠের সর্বগ্রাসী বৃষ্টিরে
একদিন ভিজে যাবো সদর, অন্দরে।
একদিন এইসব ছুঁয়ে দিতে ফিরবে যাযাবর
একলা হলোইবা, কি আসে যায়
একদিন ফিরবেই শেকড়ে।
৩৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
সব কথার বাস্তবায়ন চাই —
আসলেই চাই ।
সুন্দর।
সাইদ মিলটন
গান শোনেন জিসানদা 🙂
খসড়া
আমাদেরও আনেকের কাছে অনেক কথা দেয়া আছে।
সাইদ মিলটন
কথা দিলে কথা রাখতে হয়
রিমি রুম্মান
একদিন ফিরবেই শেকড়ে… ফিরুক তবে।
সাইদ মিলটন
একদিন না একদিন তো ফিরতেই হবে 🙂
ছাইরাছ হেলাল
এত্তগুলো কথা দেয়া ঠিক না, তবে ফিরে আসা ঠিক আছে শেকড়ে। নিরব নিঃসঙ্গতায় একাই।
সাইদ মিলটন
খুব বেশী কিন্ত না , সোমেশ্বরীর পারে দাড়ালেই গারো পাহারের উতল হাওয়ারা ছুঁয়ে যায় আর তখনই যদি বৃষ্টি নামে ………
একাই শেষ পর্যন্ত
মিথুন
সবারই কিছু কিছু কথা দেয়া থাকে, তবে সবাই আপনার মত গুছিয়ে বলতে পারেনা।
সাইদ মিলটন
এমন মন্তব্যের উত্তরে কি বলব বুঝতে পারছিনা
প্রজন্ম ৭১
এত কিছুতে কথা দেয়া আছে ?
সাইদ মিলটন
হু আছে তো, এক মিলিয়িন আলোকবর্ষ একসাথে হাটার কথা আছে 🙂
ব্লগার সজীব
আমিও কথা কিভাবে দেয় শিখবো 🙂
সাইদ মিলটন
na
সাইদ মিলটন
না শেখাই ভালো , এ এক কিনারাহীন আগুনের নদী
নুসরাত মৌরিন
এই যে এত এত কথা দেয়া…কথা গুলো থাকুক। ৩৩ বছর পর হলেও কেউ কথা রাখুক…। 🙂
সাইদ মিলটন
🙂
কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন,
শোন পার্থ আমি যদি অস্ত্রধারন করতাম কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ একদিনে শেষ হয়ে যেত। কিন্ত তাতে কর্মফল মিটত না।
ব্যাপারটা এরকমই, কেউ কেউ কথা দেয় না রাখার জন্যই । সবাই কথা রাখলে কর্মফল মিটবে না
মোঃ মজিবর রহমান
কথা কি আমরা দিয়েছি আমাদের পরের প্রজন্মকে।।
সাইদ মিলটন
🙂
লীলাবতী
আমাকে কেউ কথা দেয় না 🙁 ভালো লেগেছে ভাইয়া।
সাইদ মিলটন
এগুলান তো নিজের কাছে দেয়া কথা লিলাবতী আমিও কাউকে কথা দেইনি তো, নিজেকেই কথা দিয়েছি 🙂
স্বপ্ন
আমারও কথা দেয়া আছে একজনকে ভাইয়া। আপনার মত এত ভালো ভাবে বলতে পারবো না আমি।
সাইদ মিলটন
বলতে না পারলে নাই , কিন্ত কথা দেয়া থাকলে রাইখেন। অন্তত রাখার চেষ্টা কইরেন …… নয়তো বড় যন্ত্রনা হয়
স্বপ্ন
কথা রাখবো ভাইয়া 🙂
সাইদ মিলটন
শুভ কামনা
শুন্য শুন্যালয়
শান্তাহার জংশন শুনে বুক ধক করে উঠেছে। এ আমার স্টেশন। সবাই অপেক্ষা করে আছে, ফিরবে যাযাবর, ছুঁয়ে দেবে সবার একাকিত্ব, রইলোই বা একা তাতে কি?
সাইদ মিলটন
তাইতো কি আসে যায় রইলোই না হয় একা 🙂
স্বপ্ন নীলা
কথা দেয়া আছে –এখন শুধু বাস্তবায়নের পালা —– সুন্দর কবিতায় +++++++++
সাইদ মিলটন
থ্যাঙ্কু থ্যাঙ্কু
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কথা দেয়া
এ এক কঠিন শর্তপূরণের ইচ্ছে। ভাল কবিতা লিখেনতো আপনি আরো লেখা চাই।
সাইদ মিলটন
বিপন্ন বেহাগে মৃত ছায়ার সাথে শুয়ে থাকি
রাত দিন…
এখানে অজস্র ধোঁয়ায় ঘুম পুড়ে যায়! বৃত্তবন্দী 🙂
কৃন্তনিকা
কথা দেয়া… অনেক সহজ, রাখা কঠিন…
কবিতাটা বিষণ্ণরকমের সুন্দর…
সাইদ মিলটন
মন্তব্যটা অদ্ভুতরকম ভালো 🙂