কথা দেয়া আছে

আগুন রঙের শিমুল ৩০ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ১০:০৫:২১অপরাহ্ন কবিতা ৩৩ মন্তব্য

একটা শীতলপাটির কাছে কথা দেয়া আছে
ছাদে বিছানোর, চন্দ্ররাতে
কয়েকটা তারার কাছে কথা দেয়া আছে
কাজলচোখে নামিয়ে আনার,
একটা দিঘীর কাছে, একটা রাস্তার কাছে,
একটা জারুল গাছের কাছে
কথা দেয়া আছে, কথা দেয়া আছে।

কথা দেয়া আছে কালনী নদীরে
কথা দেয়া আছে ঝুম বরষার বুকভরা বাওড়ে,
কথা দেয়া আছে শান্তাহার জংশন
কুসুম কুসুম আলোর ঘুমঘুম রেলের শহরে
কথা দেয়া আছে, কথা দেয়া আছে।

কথা দেয়া আছে সোমেশ্বরী নদীর পাহাড়ি ঢলেরে
কথা দেয়া আছে গারো পাহাড়ের উতল হাওয়ারে
কথা দেয়া আদিগন্ত মাঠের সর্বগ্রাসী বৃষ্টিরে
একদিন ভিজে যাবো সদর, অন্দরে।

একদিন এইসব ছুঁয়ে দিতে ফিরবে যাযাবর
একলা হলোইবা, কি আসে যায়
একদিন ফিরবেই শেকড়ে।

 

 

৪৫৬জন ৪৫৬জন
0 Shares

৩৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ