কথা দিলাম

অনন্য অর্ণব ৩১ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০৭:৫৮:৩৭পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

হয়তো একদিন ফিরে যাবো-
তোর বুকের গভীরে প্রজ্জ্বলিত উন্মত্ত আগ্নেয়গিরির –
দরজাটা খুলেই রাখিস,
আমি তোর মুখপানে নিমগ্ন দৃষ্টি রেখে –
হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়বো ঐ অগ্নিগর্ভে।।

তুই শুধু তোর পাঁজরে জ্বলা লেলিহান অগ্নিকুন্ডের-
দোপাট্টার দেরাজটা খুলে রাখিস ।।

শুনেছি আজকাল নভেম্বরের বৃষ্টিতে ও নাকি-
বিমগ্ন উঠতি বয়সের কাপলরা ভিজতে ভালোবাসে,
আর জ্যৈষ্ঠের ভরা বাদলেও তুই-
নিজেকে আগলে রেখেছিলি ছাই-চাপা কয়লার উনুনে।।

আমি তৃষ্ণাকাতর হয়ে ছুটে গিয়েছিলাম ঐ
ভরা যৌবনা যমুনার উত্তর বাহুপাশে,
আর সলিল সমরে দেখি উদ্গিরীত লাভা’য়
সাঁতার কাটা কঙ্কালগুলো হাবুডুবু খেয়ে ফিরে যায় ।।

আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি তৃষ্ণার্ত হৃদয়ে –
যদি কখনও সুমিষ্ট নহর প্রবাহ বয়ে আসে সেই প্রতীক্ষায়।।

তবু আমি আসবো ফিরে- কথা দিলাম ,
আসছে বসন্তে ডালিয়ার পাপড়ি বেশে তোর আঙিনায় ,
তুই জ্বেলে রাখিস তোর সমস্ত অগ্নিশিখার কুন্ডলী –
আমি হাসতে হাসতে নিজেকে বিসর্জন দেবো
তোর সে বুকের অনলে।।

রচনা কাল ৩১/১০/২০১৭

Photo- collected from internet.

 

৬৮০জন ৫৫৬জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ