হয়তো একদিন ফিরে যাবো-
তোর বুকের গভীরে প্রজ্জ্বলিত উন্মত্ত আগ্নেয়গিরির –
দরজাটা খুলেই রাখিস,
আমি তোর মুখপানে নিমগ্ন দৃষ্টি রেখে –
হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়বো ঐ অগ্নিগর্ভে।।
তুই শুধু তোর পাঁজরে জ্বলা লেলিহান অগ্নিকুন্ডের-
দোপাট্টার দেরাজটা খুলে রাখিস ।।
শুনেছি আজকাল নভেম্বরের বৃষ্টিতে ও নাকি-
বিমগ্ন উঠতি বয়সের কাপলরা ভিজতে ভালোবাসে,
আর জ্যৈষ্ঠের ভরা বাদলেও তুই-
নিজেকে আগলে রেখেছিলি ছাই-চাপা কয়লার উনুনে।।
আমি তৃষ্ণাকাতর হয়ে ছুটে গিয়েছিলাম ঐ
ভরা যৌবনা যমুনার উত্তর বাহুপাশে,
আর সলিল সমরে দেখি উদ্গিরীত লাভা’য়
সাঁতার কাটা কঙ্কালগুলো হাবুডুবু খেয়ে ফিরে যায় ।।
আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি তৃষ্ণার্ত হৃদয়ে –
যদি কখনও সুমিষ্ট নহর প্রবাহ বয়ে আসে সেই প্রতীক্ষায়।।
তবু আমি আসবো ফিরে- কথা দিলাম ,
আসছে বসন্তে ডালিয়ার পাপড়ি বেশে তোর আঙিনায় ,
তুই জ্বেলে রাখিস তোর সমস্ত অগ্নিশিখার কুন্ডলী –
আমি হাসতে হাসতে নিজেকে বিসর্জন দেবো
তোর সে বুকের অনলে।।
রচনা কাল ৩১/১০/২০১৭
Photo- collected from internet.
২২টি মন্তব্য
কামাল উদ্দিন
সুন্দর প্রেমের কবিতা, সেই সাথে চমৎকার একটা ছবি……..ভালোলাগা জানিয়ে গেলাম কবি।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই। ছবিটা ইন্টারনেট থেকে নেয়া।
কামাল উদ্দিন
[ছবি মুছে ফেলা হয়েছে]
এস.জেড বাবু
দরজাটা খুলেই রাখিস,
আমি তোর মুখপানে নিমগ্ন দৃষ্টি রেখে –
হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়বো ঐ অগ্নিগর্ভে।।
ওরে ভাই – কি দুর্দান্ত
কথা দিলাম
অভিনব দুর্দান্ত সৃষ্টি । হাসতে হাসতে অনলে বিসর্জন।
মুগ্ধ ভাই
অনন্য অর্ণব
আমি যারপর নাই আনন্দিত আপনার মন্তব্যে। অনেক অনেক ভালোলাগা দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
সুরাইয়া পারভিন
আজন্ম উত্তপ্ত আমি
তৃষিত হৃদয়ে প্রেমের বীজ বুনে
প্রতিনিয়ত প্রলয়ের প্রতীক্ষায় আছি
তুই আসবি সুশীল শান্তির বারিধারা নিয়ে
তৃপ্ত করবি আমার উত্তপ্ত তৃষিত হৃদয়
অথচ তুই অন্য কারো পাঁজরে জ্বলা লেলিহান অগ্নিকুন্ডের-
দোপাট্টার দেরাজটা খুলে রাখতে বলেছিস
আরে বাহ,,,,কি দুর্দান্ত লিখেছেন 👏👏
কবিতার মায়াজালে জড়িয়ে লিখে ফেলেছি কথা গুলো
ধৃষ্টতা মার্জনীয়
অনন্য অর্ণব
পাগলী❤️
সুরাইয়া পারভিন
সুশীতল শান্তির বারিধারা
অনন্য অর্ণব
ভালোবাসা অনিমেষ ❤️
নিতাই বাবু
সকালে ঘুম থেকে উঠে আপনার লেখা কবিতা পড়ে মনটা ভালো হয়ে গেল। তাই শুভসকালে শুভেচ্ছা জানালাম। আশা করি ভালো থাকবেন।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই। আপনিও ভালো থাকবেন। শুভ কামনা রইলো ❤️
ছাইরাছ হেলাল
কবির সাহসের তারিফ করছি!
তা অগ্নিকুণ্ডে ঝাঁপানোর আগে অগ্নি নিরোধক জ্যাকেটের কথা ভুলবেন না যেন!
আর ঝাঁপ শেষে আমাদের একটু জানিয়েন, কেমনে কতটুকু ঝাঁপালেন/কাঁপালেন ঐ দেরাজে!
চালু রাখুন, সাহসের কবি।
অনন্য অর্ণব
বাহ বাহ এই মন্তব্য দেখে সত্যিই আর পেছনে ফিরে যেতে ইচ্ছে করছে না। দাদাভাই অশেষ কৃতজ্ঞতা।
তৌহিদ
লেখকের মনের ইচ্ছে পূরণ হোক। সকল জরা মুছে গিয়ে প্রেমের উন্মাদনা ছড়িয়ে পরুক দিকে দিকে।
দারুণ লিখেছেন ভাই।
তৌহিদ
দুঃখিত পড়ুক হবে।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই। ভালো থাকবেন সবসময় 😍
নৃ মাসুদ রানা
এতোদিন আগের কবিতা..মন জুড়িয়ে গেলো…
অনন্য অর্ণব
ধন্যবাদ দাদাভাই। শুভ কামনা নিরন্তর 😍
সঞ্জয় মালাকার
আজন্ম উত্তপ্ত আমি
তৃষিত হৃদয়ে প্রেমের বীজ বুনে,
চমৎকার রচনাশৈলী কবিতা দাদা মন মুগ্ধ।
অনন্য অর্ণব
কৃতজ্ঞতা অনিমেষ 😍
আরজু মুক্তা
মনোমুগ্ধকর লেখনি।
শুভকামনা।
অনন্য অর্ণব
কৃতজ্ঞতা জানবেন ❤️