কথা দাও হে তারুন্য

আজিজুল ইসলাম ২১ এপ্রিল ২০১৪, সোমবার, ০৭:৫৪:২২অপরাহ্ন কবিতা, সাহিত্য ৪ মন্তব্য


 

 

তোমরা আজকের তরুন, সবই দেখতে পাও, সবই বুঝতে পারো

পারনা শুধু ঝঞ্জা-বিক্ষুব্ধ হয়ে উঠতে,

তোমাদের সাথে আজ দু’টো অতি প্রয়োজনীয় কথা বলতে চাই আমি

শোনার সময় হবেকি, চাই তা জানতে,

রক্তমাখা আমার লাশ ছুয়ে আজ যে তোমাদের শপথ করতে হবে

আন্দোলন-সংগ্রাম থামানো যাবেনা,

যত বাধা আসুক, যত বিপত্তিই আসুক, কখনও থামবেনা তোমরা

সুশাসন-শুদ্ধাচারের লড়াই বন্দ করবেনা,

অনেক বছর, অনেক সময় পেরিয়ে যাবে যখন আমি থাকবোনা

তবু, হে তরুন, কথা দাও চুপ থাকবেনা,

তখনই সার্থক হবে আমার মৃত্যু, সার্থক হবে আমার জীবনদান

হাসতে হাসতে যে জীবনদানের জন্য এগিয়ে যাব, থামবোনা আমি ।

৫৩২জন ৫৩২জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ