তোমরা আজকের তরুন, সবই দেখতে পাও, সবই বুঝতে পারো
পারনা শুধু ঝঞ্জা-বিক্ষুব্ধ হয়ে উঠতে,
তোমাদের সাথে আজ দু’টো অতি প্রয়োজনীয় কথা বলতে চাই আমি
শোনার সময় হবেকি, চাই তা জানতে,
রক্তমাখা আমার লাশ ছুয়ে আজ যে তোমাদের শপথ করতে হবে
আন্দোলন-সংগ্রাম থামানো যাবেনা,
যত বাধা আসুক, যত বিপত্তিই আসুক, কখনও থামবেনা তোমরা
সুশাসন-শুদ্ধাচারের লড়াই বন্দ করবেনা,
অনেক বছর, অনেক সময় পেরিয়ে যাবে যখন আমি থাকবোনা
তবু, হে তরুন, কথা দাও চুপ থাকবেনা,
তখনই সার্থক হবে আমার মৃত্যু, সার্থক হবে আমার জীবনদান
হাসতে হাসতে যে জীবনদানের জন্য এগিয়ে যাব, থামবোনা আমি ।
৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন ।
খসড়া
-{@
প্রহেলিকা
শ্রদ্ধেয় আজিজুল সাহেব আপনার ঐ লিখাতে আমার মন্তব্যের জবাব প্রাপ্তির স্বীকারোক্তি জানাচ্ছি। আমি আর কিছু লিখিনি শুধু তর্ক এড়ানোর ভয়ে। আপনি এই লিখতে কবিতার আড়ালে তারুণ্যকে আহ্বান করেছেন সেজন্য আপনাকে সাধুবাদ জানাই। পাশে আছি ভাববেন না। সালাম রইল।
আজিজুল ইসলাম
জনাব জিসান ভাই, খসড়া ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই মন্তব্য করার জন্য । আপনারা আমার লিখায় মন্তব্য করেন, ধন্যবাদ ।
আর জনাব প্রহেলিকা, আপনি বলেছেন, তর্ক এড়াবার জন্য আপনি কিছু বলেননি । তর্ক এড়াবার প্রয়োজন আছে কি ? আপনি আপনারটা বলবেন, আমি আমারটা । এভাবেইতো সঠিক জিনিস্টা বেরিয়ে আসবে ।
আর এই লেখাটা সম্পর্কে বলি, তরুনদেরকে আহবান করার মতো কেউ হয়ে উঠিনি এখনও আমি । সে ধৃষ্টতা আমার নেই । মনের ভাব প্রকাশ করি শুধু । জীবনের প্রথম কবিতা লিখলাম এটা, যদিও ছন্দ-লয় কিছুই ঠিক নেই ।
আপনাদের সকলের প্রতি রইলো সালাম ও অভিনন্দন ।