ওরা কারা
যারা একমুটো অন্নের জন্য মাথার ঘাম পায়ে ফেলে
জাতির জন্য কল্যাণ বয়ে আনে।
ওরা কারা
যারা শত অন্যায় অত্যাচার নীরবে সয়ে
গড়েছে অট্টালিকা
গড়েছে যারা দেশটাকে সোনার মতো করে
যারা অস্ত্রের ভয় তুচ্ছ করে সত্যের জন্য জীবন বাজি রাখে
যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দেশের তরে কল্যাণ বয়ে আনে।
ওরা কারা
যারা গোলামের মতো কর্ম করে পরিবারে আনে সুখ
যারা হাসতে হাসতে জীবন দিতে জানে।
ওরা কারা
ওরা অন্য কেউ যে নয়
ওরা’ই মোদের আপনজন
এসো তাদের নিয়ে বাঁধি সুখের ঘর।
৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
উপকারী সব সময় খেলনার পাত্র হয়।
সুন্দর বিষয় নিয়ে কবিতা খানি।
ধন্যবাদ।
মা মাটি দেশ
ওরা বড় আপন দেশের আপনজন
ওদের উপর ভর করে আমরা গড়ি বড় বড় অট্রালিকা (y)
নীলকন্ঠ জয়
দারুণ প্রশ্নে সঠিক উত্তর। -{@
জিসান শা ইকরাম
হ্যা এরাই আমাদের আপন জন ।
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগলো…
খসড়া
ওরা শ্রমজীবী প্রলেতারিয়েত।
লীলাবতী
আমরা (y)