এ জীবনে শুধু ছেড়েই গেলাম…
আড়াই বছর বয়সে মায়ের দুধ ছাড়লাম, ক্লাস ফোরে উঠে ছাড়লাম পেন্সিল। এরপর, দশে ছাড়লাম হাফ প্যান্ট, ষোলতে স্কুল, সতেরোতে বাসার বাহির বের হওয়া, চুলের স্টাইল করা ছাড়লাম। ছেড়ে এলাম কৈশোর প্রেম, ডায়েরি লেখা, ভোরে ঘুম থেকে উঠে পড়ার দারুণ অভ্যেস! এসএসসিতে গণিতে ৪ নম্বর, কলেজে উঠে নিয়মমাফিক লেখাপড়াটাই ছেড়ে দিলাম।তোমার সাথে কথা বলার অজুহাতে রাতে ঘুমানো ছেড়েছি…তারপর কথা বলা। আর এইতো সেদিন ‘তোমাকে’ই ছেড়ে দিলাম…আর কিছুদিন পর এই দুনিয়াটাই ছেড়ে চলে যাব।
১৪টি মন্তব্য
হতভাগ্য কবি
আপনার আমার দীর্ঘশ্বাসে দেখি অনেক মিল, কি করবেন ভাই নিয়ম , সব নিয়ম । আসেন এক সাথে কাঁদি 🙁
ব্লগার রাজু
আসেন ভাই এক সাথে কাঁদি ;( 🙁
জিসান শা ইকরাম
আমারো তো একই অবস্থা 🙁
ব্লগার রাজু
সবারই ভাই 🙁
এটাই বাস্তবতা
ছাইরাছ হেলাল
‘তোমাকে’ ছেড়ে দিলেন তো বেঁচে গেলেন ।
জীবন খুব সস্তা বুঝি ?
বনলতা সেন
সব কিছু ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে বুঝি !
ব্লগার রাজু
না , বাংলালিংক দামে 😀
অপরাজিতা সারাহ
সবাই দেখি ছাড়তে ইচ্ছুক।ছাড়ার আগে আমাকে একটু খবর দিয়েন,আপনাদের ছেড়ে দেয়া সবকিছু আমি ধরে নিব। 😀 আমি ছাড়ায় বিশ্বাসী নই,যতক্ষন শ্বাস ততক্ষন আঁশ। :p
ব্লগার রাজু
বাহ ভালো বলেছে, ঠিক আছে, এর পর আমি আপনাকে খবর দিব 😉
ব্লগার সজীব
আমার ইতিহাস আবার নেয়ার । আড়াই বছরেই শক্ত খাবার নিয়েছি , ক্লাস ফোরে উঠে নিলাম কলম , ৯ বছরে নিয়েছি ফুল প্যান্ট , ইত্যাদি ইত্যাদি সব নেয়ার ইতিহাস । তবে কোন প্রেমিকা নিতে পারিনি আজ পর্যন্ত 🙁
প্রহেলিকা
কিরে ভাই আপনার জীবনের সাথে তো লিখার কোনো মিল পেলাম না। আপনি তো শুধু বলে গেলেন ছাড়ার কথা কিন্তু ওগুলো ছেড়ে কি ধরলেন সেটা তো বলে গেলেন না। আমি যেগুলোর কথা বলেছেন সবগুলোতেই তো দেখতে পেলাম ভালো কিছু পাওয়ার স্বার্থে পরে আমি ছাড়লেন পুরনোগুলো তাই নয় কি? মায়ের দুধ ছেড়ে মাংস, পেন্সিল ছেড়ে কলম হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট, স্কুল ছেড়ে কলেজ, কৈশোরের প্রেম ছেড়ে যৌবনের প্রেম, প্রেমিকা ছেড়ে বউ,কয়েকদিন পরে দুনিয়া ছেড়ে আখিরাত ধরবেন তারপর এতো উদাসীন কেন????? -{@
খসড়া
ছাড়ছেন ভাল করছেন, প্রাকটিস করা ভালু কারন একদিন এই মাটির পৃথিবী ও ছাড়তে হপে 🙁
রাসেল হাসান
ছাড়াছাড়ি জগতের একটা নিয়মের অংশ। সব কিছুই ছাড়া লাগে। একদিন এই জীবনটাও আপনার ছাড়া লাগবে!
শুন্য শুন্যালয়
আড়াই বছর বয়সে ডানো খাওয়া ধরলাম, ক্লাস ফোরে উঠে কলম ধরলাম। এরপর, দশে ধরলাম সালোয়ার কামিজ, ষোলতে কলেজ, সতেরোতে বাহিরের ভুবন ধরলাম, চুলের নতুন স্টাইল ধরলাম। ধরলাম নতুন প্রেম, ডায়েরি লেখা ভুলে কম্পিউটার ধরলাম, ভোরে দেরি করে উঠে পড়ার দারুণ অভ্যেস! এসএসসিতে গণিতে লেটার, কলেজে উঠে নিয়মমাফিক লেখাপড়ার রিমিক্স ধরে রাখলাম… সাথে কথা বলার অজুহাতে রাতে জাগা ধরেছি… আর এইতো এখন নতুন নতুন স্বপ্ন দেখা ধরেছি… কিছুদিন পর এই তোমাকে নিয়েই দুনিয়ায় লড়াই ধরে রাখবো…