৬) এই কিছুদিন আগেই লংগদুতে এক ছাত্র নেতাকে খুন করার জের ধরে পাহাড়ি এই জনপদে হাজার খানেক দুর্বৃত্ত মিছিল করে গিয়ে পাহাড়ি বসতি লুটপাট ও লুটপাট শেষে আগুন লাগিয়ে দিলো, আজ শতশত মানুষ বসতিহীন, ঘর নাই, বাড়ী নেই, মানুষ সহায় সম্বলহীন হয়ে আজ পথে বসেছে, একজন মানুষ খুনের দোষ কি এতোগুলো নিরাপরাধ মানুষের ছিলো, ছিলোনা নিশ্চয়?
ব্রাক্ষ্মনবাড়ীয়ার নাসিরনগরের কথায় দরুণ, এক হিন্দু ব্যাক্তির নাম দিয়ে ইসলাম ধর্মের অবমাননার দায়ে পুরা একটা হিন্দু পাড়া মেরে কেটে সাফ।
আসলে দোষ কি হিন্দুদের ছিলো?
ঘটনাক্রমে এক সময় জানা গেল, স্থানীয় এমপি, চেয়ারম্যান মিলে এই দোষে দোষী হয়েছে, বুঝুন ঠ্যালা।
আবার আরেকদিকে এক মুসলিম হাতেনাতে ধরা খেলো দাউদকান্দির এক এলাকায়, সে এক হিন্দু বাড়ীর উঠোনে কোরাআন শরীফ ছিড়ে, মল লাগিয়ে ফেলে পালাচ্ছিলো, কারণ ঐ হিন্দু পরিবারকে ঘিরে রাজনীতি।
আমার কথা হলো, কেন এমন হচ্ছে, কি কারণে হচ্ছে, অহরহ কেন হচ্ছে, এই বিষয় গুলো নিয়ে সরকারের সিরিয়াসলি নেওয়া উচিত, যদি এই সরকার ভবিষ্যতে এই দেশ শাসন করতে চায়, তাহলে অবশ্যই এইসব অনাচার দ্রুত দমন করা উচিত না হলে এইদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার।
যে দেশে আইন শৃংকলার অবস্থা দিনদিন নিম্নমানের দিকে যায়, যে দেশে ধর্ষণ দ্রুত বাড়তে থাকে, যে দেশে খুন নিত্যনৈমিত্তিক, সেইদেশে নিশ্চয় মানুষ বাসের উপযোগী থাকেনা।
সাধু সাবধান।
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
আগের পর্ব পড়িনি, পড়ে নেই আগে 🙂
ইঞ্জা
ভাইজান, আপনি কেমন আছেন এখন?
জিসান শা ইকরাম
অনাচার কমার কোন সম্ভাবনা আপাতত নেই,
কখনো কমবে বলে স্বপ্নেও আর এসব আসেনা,
দিন দিন আরো বৃদ্ধি পাবেই বলে আমার ধারনা।
সোনার বাংলা আমাদের
সোনা পুড়িয়ে খাঁটি করা হয়
আমাদের সোনার দেশ পুড়ে ক্রমাগত ভেজালই হচ্ছে।
ভাল আছি ভাইজান।
ইঞ্জা
ভাইজানের সাথে শতভাগ সহমত, যে দলের জন্য আমরা এতো কিছু করার চেষ্টা করি, সেই দলের কাছে যখন জনগণ কিছুই না হয়, তখন দেশ আর কি ঠিক থাকবে 🙁
আলহামদুলিল্লাহ্ ভাইজান, আপনি সবসময় সুস্থ থাকুন এই কামনায় সবসময় থাকবে।
শুন্য শুন্যালয়
ফেয়ার ইলেকশান হলে এদেশের মানুষ পাঁচ বছর পর পর সরকার চেঞ্জ করবে ভাইয়া। কারন সবগুলো একই গোয়ালের গরু। সংখ্যালঘু নিয়ে কিসের মাথাব্যাথা? ব্যথা হবে ইলেকশান আসুক তখন। এই দেশ পঁচে গেছে পুরোপুরিই। আশার কমেন্ট করতে পারলাম না। 🙁
ইঞ্জা
সহমত আপু, শুধু দেশ নয় আমাদেরকেও পঁচিয়ে ফেলছে।
নীহারিকা
বলে বলে কিস্যু হবে না। তাঁদের ইচ্ছেমত দেশ চলবে।
ইঞ্জা
প্রত্যেকটা রাজনীতিবিদ পঁচে গেছে দাদী
ছাইরাছ হেলাল
নিরাশ হতে পারব না, চাই-ও না।
ইঞ্জা
মুক্তিযুদ্ধ স্বপক্ষের সরকারের কাছে অনেক আশা ছিলো ভাইজান 🙁
মৌনতা রিতু
যে দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকে না সে দেশে এমন হওয়াও স্বাভাবিক।
দেখছি তো অনেক কিছুই ভাইজু। দেখতে হবে আরো।
দেখতেই থাকব শুধু। কেমন আছেন ভাইজু। আপনাদের দোয়ায় আমি এখন বেশ ভাল আছি।
ইঞ্জা
আপু এই দেশ এখন রাবণদের, আর কিছুই বলে লাভ নেই।
আলহামদুলিল্লাহ্, শুনে খুশি হলাম আপনি ভালো আছেন, আমি তেমন ভালো নেই, আম্মা অসুস্থ, তাই দেশে এসেছি আম্মার কাছে, দোয়া করবেন আম্মার জন্য।