শুকিয়ে যাওয়া ঘুম ,
কুয়াশা ভোর ,,
দেয়ালের কানির্শে
বসা ধ্যানমগ্ন কাক,
পর্দা ছেড়া সুতো ।।
ছুটির দিনের আলসেমী,
মাসীমার সাত সকালের শাখ,
খোলা রাস্তায় রিকশায় টুংটাং,
দরজায় ফেরিওলার কড়া ।
কাঠবিড়ালীর লুকোচুরি ,
সাদা রঙ্গা চার দেয়াল ,
ভেজা সিমেন্টের
স্যাতস্যাতে বারান্দা ,
কোক বোতলে মানিপ্লেট ।
লাল সাদা ডোরকাটা ছাতা,
আষাঢ় মেঘের বৃষ্টিতে কাদা হয়ে বাসায় ফেরা,
মার চোখের কঠিন রাঙ্গানী,
বাবার পেছনে দৌড়ে লুকানো !
মেলা থেকে কেনা
খেলনা একাতারা,
গলা ছেড়ে বাউল গান,
ঘরের জানালা ঘেরা গোধুলী ,
আবার শেষ বিকেলের নিলির্প্ততা ।
কাজ শেষে আমার ঘরে ফেরা,
নিয়ম করে তোমার খবর নেয়া ,
অন্জনের রন্জনাও না,
নচিকেতার নীলান্জনাও না,
দিন শেষে তুমি সেই
এলোমেলো বৃষ্টি !!
২১টি মন্তব্য
অলিভার
ভিন্ন সময়ের ভিন্ন রঙ্গের ভিন্ন ভিন্ন অনুভূতি। আর সেই ভিন্ন ভিন্ন অনুভূতিকে একটা সুতোয় জুড়ে বলে দিলেন লাইনে লাইনে।
কাজ শেষে আমার ঘরে ফেরা
নিয়ম করে তোমার খবর নেয়া
এইসব ভালোবাসাতেই এগিয়ে যায় চমৎকার সব মুহূর্তগুলি -{@
কৃষ্ণমানব
ধন্যবাদ ।
রোজকার রুটিনের মত এগিয়ে চলে জীবন ।
তাই নিয়েই স্বপ্নের প্রতিপালন 🙂
শুন্য শুন্যালয়
বাহ চমৎকার কবিতা। ঘুম ভেঙ্গে এক কাপ চা এর অনুভূতি পেলাম যেন।
দিন শেষে তুমি সেই এলোমেলো বৃস্টি… এই লাইনটা নিয়ে নিলাম কিন্তু 🙂
কৃষ্ণমানব
কোথাও আর নিয়ে যাবেন ?
দুর হতে দুর দুরান্তরে ..
অতঃপর আবার আমার কাছেই ঘুরে ফিরে চলে আসবে !
পোষ মানানো বলে কথা 🙂 ।
বন্য
সুন্দর!
কৃষ্ণমানব
ধন্যবাদ । বন্য ভাইয়া
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অন্জনের রন্জনাও না,
নচিকেতার নীলান্জনাও না,
দিন শেষে তুমি সেই
এলোমেলো বৃষ্টি !!
হুম! কবি র ভাব না নারীকে কোথায় নিয়ে যায়।
সঞ্জয় কুমার
ভাল লাগল ।
কৃষ্ণমানব
ধন্যবাদ ! 🙂
যেখানেই যাক ,,
ফিরে ফিরে আসুক 🙂
ব্লগার সজীব
টুকরো টুকরো কথা মালা, অসাধারন।
কৃষ্ণমানব
হুম , অগোছালো সংলাপ 🙂 . . . . . ব্লগার সজীব
খেয়ালী মেয়ে
কাজ শেষে আমার ঘরে ফেরা,
নিয়ম করে তোমার খবর নেয়া ,
অন্জনের রন্জনাও না,
নচিকেতার নীলান্জনাও না,
দিন শেষে তুমি সেই
এলোমেলো বৃষ্টি !! (y)
উফফফফফ সাংঘাতিক লেখা…
মোঃ মজিবর রহমান
বেশ ভাল লাগলো প্রিয়।
কৃষ্ণমানব
উফফ !
সাংঘাতিক ওয়েলকাম :v :p
হৃদয়ের স্পন্দন
বাহ ভালো হয়েছে, সত্যি প্রচুর ভালো হয়েছে
হিলিয়াম এইচ ই
কবিতা পড়ে মনটা চনমনে হয়ে গেলু!!! 🙂
ছাইরাছ হেলাল
এখন কিন্তু বৃষ্টি নেই।
দিন শেষে অবস্থা কি হবে?
ভাল ভাল।
জিসান শা ইকরাম
তুলনাটা সুন্দর হয়েছে।
‘ দিন শেষে তুমি সেই এলোমেলো বৃষ্টি ‘ (y)
সাইদ মিলটন
আপনার শব্দ ভাণ্ডার বেশ সমৃদ্ধ, ঈর্ষান্বিত হইলাম 🙂
স্বপ্ন নীলা
কিছুদিন পর সনেলায় এসেই একটি মিষ্টি কবিতা পড়লাম ——-অসাধারণ
মেহেরী তাজ
খুবই ভালো লেগেছে ভাইয়া 🙂 বৃষ্টি বৃষ্টি বৃষ্টি কোন অপরুপ সৃষ্টি……… এই গানটি মনে পরলো।