এলোমেলো কিছু কথা………**এক**

নীলাঞ্জনা নীলা ২১ সেপ্টেম্বর ২০১৪, রবিবার, ১১:২১:০৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য


বেশ কিছু অসাধারণ সৌন্দর্য এই দুটি চোখ দেখে নিলো । আর প্রাণ খুলে যে নিঃশ্বাস নিচ্ছি প্রতিদিন , কতো যে নাম-না-জানা ফুলের গন্ধ পেয়ে যাচ্ছে এই শ্বাস অক্সিজেনের পাশাপাশি । মনটা তখন ফুরফুরে হয়ে যায় । এতো সুন্দর কেন এই পৃথিবী ? কেন এতো ইচ্ছে করে বাঁচতে ? অনেক কষ্ট তৈরী হয়ে যায় বিভিন্ন ভাবে , ভিন্ন ভিন্নতায় । তাও ওসবকে মাড়িয়ে কি করে যে এতো স্বপ্ন দেখে এই চোখ , মন কতো কতো ইচ্ছেকে রোজ জন্ম দিয়ে যায় । না-পাওয়া আটকে রাখতে পারেনা কিছুতেই আরেকটি নতূন ইচ্ছের জন্মকে ।

যাক সৌন্দর্যের কথায় আসি । কাজের জন্যে বিভিন্ন জায়গায় যেতে হয় । অজানা-অচেনা হ্যামিল্টন শহরটা এখন অনেক আপন হয়ে গেছে । যেনো এখানেই আমার পরিপূর্ণ সত্ত্বা । এতো সবুজ , পথে-ঘাটে ফুলের বাহার । ইচ্ছে করে দাঁড়িয়ে দেখি । এক শনিবার বাসের জন্য দাঁড়িয়ে আছি । রাস্তা-ঘাট প্রায় ফাঁকা বললেই চলে । এতো নিশ্চুপ ছিলো চারদিক যে আমি ডুবে গেলাম দূরের সবুজে । আর এমন সবুজ-নীল আমায় বড্ড টানে । কারণ সেই একই শমশেরনগর চা’ বাগান । আমি ছবি তুলতে গিয়ে আর তুলিনি । মনে হলো চোখের ভেতরেই থাকুক আঁকা ঠিক এমনি ভাবেই । তবে অনেক বছর আগে ফটোগ্রাফি সম্পর্কে একটা লেখা পড়েছিলাম , সেখানে লেখক বলেছিলো , “সৌন্দর্য আঁকা থাকে মনের গহীনে আর চোখের চাহনিতে , পলক পড়লে এক রকম আবার চোখ বন্ধ করলে অন্যরকম । তাই প্রকৃতিকে এক ক্লিকে নেগেটিভে পরিণত করা যায়না ।” এতো ভালো লেগেছিলো কথাটা । আর কথাটি চরম সত্যি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য ক্যামেরায় আটকে রাখা যায়না ।

হয়তো চলবে
নয়তো না
কি যে হবে
সে জানিনা…

হ্যামিল্টন , কানাডা
২০ সেপ্টেম্বর , ২০১৪ ইং ।

৫২১জন ৫২১জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ