এবার তোমার অপেক্ষার পালা

রিমি রুম্মান ২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ০৭:৫১:০৪অপরাহ্ন কবিতা ৩৪ মন্তব্য
শেষ দিনটিতে চোখে চোখ রেখে
কপালে কপাল ছুঁয়ে, হাতখানি চেপে ধরে
বলেছিলে, অপেক্ষায় থেকো ফিরে না আসা অবধি।
 
 
আমি কথা রেখেছি এই ভেবে,
যদি ফিরে আসো, যদি খুঁজো  
অপেক্ষার প্রহর দেখি আকাশের চেয়েও দীর্ঘ। 
 
 
আজ ঘরময় স্বজনদের ফিস্‌ফাস  
শিয়রে কপালে তাঁদেরই বিদায়ী ছোঁয়া, 
অথচ, আমার কেবলই তোমায় খুঁজে ফেরা।  
 
 
অনন্ত একাকি অন্ধকারের পথে
আমার যে যাবার সময় হয়ে এলো
এবার তোমার অপেক্ষার পালা।
৭৭৭জন ৭৭৭জন

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ