কোনো একদিন হয়তো কেউ না কেউ খুঁজে পাবে আমাচয়; হয়তো ফসিল;
নয়তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্বরূপ গবেষণার সূতিকাগারে।
মায়া সভ্যতাকে খুঁজে নিয়েও কতো নিষ্ঠুর হয়েছে মানুষ(এভাবেই বিলীন হয় সভ্যতা) !
হারিয়ে যাওয়া শহরের জন্য খুঁড়ে খুঁড়ে বের করে জল,
জলের নীচে ভাঙ্গাচোরা আটলান্টিস।
এল ডোরাডোর সন্ধানে আজও কেউ না কেউ—
হয়তো একদিন আমিও কোনো এক হারিয়ে যাওয়া সভ্যতার অংশ হয়ে ফিরে আসবো ইতিহাসের ভেতর অথবা আর ফিরবোই না এন্টিক সমাজে।
হ্যামিল্টন, কানাডা
১৯ জুলাই, ২০১৮ ইং।
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হারিয়ে যাব না
সোনেলা পাথরে লিখে রেখেছি সহস্রের ভালোবাসার কথা,
ব্যাথা/যন্ত্রণা হাসাহাসি কানাকানি ভালোলাগা ভালোবাসা;
জন্মজন্মান্তরে জাতিস্মর হয়ে এখানেই থেকে যাব,
ঘাড় মটকে ভালোবাসার রক্ত চুষে নেব;
আর পারমু না~~~~~~!!
নীলাঞ্জনা নীলা
একেকটি জন্ম উঠে এসেছে তীব্র চিৎকারে জানান দিয়ে
মায়ের গর্ভ ছিঁড়ে
রক্তমাংসের মানুষ নাকি জানে ভালোবাসতে!
কই!!
কোথায়!!!
ভুল!
কেবলই ভুল!!
এ পৃথিবীতে আজ ভালোবাসার বড্ড প্রয়োজন!—-
আপনাকে পারতে হবেই। ইস আপনি যদি বলেন লিখতে পারছেন না, তাহলে তো নিজের মাথার চুল ছিঁড়তে হবে।
^:^
ছাইরাছ হেলাল
আহা করেন কী করেন কী!!
টেকো মাথা টেকোই থাকুক
এনে দিচ্ছি ভালবাসার নিদ্রাকুসুম!!
খালি ঘুম আর ঘুম!
নীলাঞ্জনা নীলা
নিদ্রাকুসুমের আসলেও দরকার। নিদ্রাদেবী আমাকে একেবারেই পছন্দ করেন না। ;(
নিতাই বাবু
বাস্তব সত্যি কথা বলেছেন শ্রদ্ধেয় দিদি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
অমূল্য মন্তব্য দিয়ে লেখাটিকে উচ্চতর আসনে স্থান দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
শুন্য শুন্যালয়
দারুন, দারুন একটা লেখা। সত্যি বলতে অনেকদিন পরেই এমন করে লিখলে। এন্টিক সমাজ হোক বা না হোক, লেখাটা নিলামে তোলার মতো।
নীলাঞ্জনা নীলা
তুমি বলছো! খুশীতে তো আজ পাগল হয়ে যাবো(যদিও সুস্থ ছিলাম কবে! 😀)। নিলামে তোলো, দেখি কতোটা দাম ওঠে। 🙂
অনেক ভালো রেখো নিজেকে আপু।
জিসান শা ইকরাম
অদ্ভুত সুন্দর এক লেখা, লেখার সময় তুই কি ঘুরে এসেছিলি কোনো হারানো সভ্যতা থেকে?
এ যেন আমার মনের কথা,
নীলাঞ্জনা নীলা
নানা কিভাবে বুঝলে লেখার সময় ঘুরে এসেছি হারানো সভ্যতা থেকে!!!
এতো বুদ্ধি থাকা তো ভালো না! 😀
আমার আর তোমার মন তো সুপার গ্লু দিয়ে জোড়া লাগানো। জানোনা? 😁
মোঃ মজিবর রহমান
জিবনে কেন সভ্যতা আসে, কেনই বা আকর্ষণীয়, হয় নয়ন জুড়ানো। সেই সভ্যতা আমরা নিজের স্বার্থে খয় করি স্বার্থের টানে, জানিনা। কিন্তু এই সভ্যতা গঠন বা তৈরী করা খমতা মানুষের নেহি। আমরা মানুষ প্রয়োজনে খুব আদর, আবার অপ্রয়োজনে নর্দমায় ছুড়ে ফেলি। কি নিস্টহুর আমরা দারুন একটি লেখা দিদি।
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই দারুণ একটা মন্তব্য করেছেন। আমি পুরোপুরিভাবে সহমত প্রকাশ করছি।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ দিদি।
নীলাঞ্জনা নীলা
ভালো থাকবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কেউ হারায় না কেউ হারিয়ে যায় না চিরতরে তাইতো আমাদের মা চাচীদের তাদের নাতী পুতীদের বলতে শুনি তুই না সেই ওমুকের মত হইছোস।মানুষ মরে না মরে তার দেহ আত্মারা আবারো পৃথবীতে আগমন করে অন্য কোন রূপে অন্য কোন চেহারায়।এটা আমি বিশ্বাস করি।আপনিও বা আপনাদের মতন জ্ঞানীরা মৃত্যুর পর ফিরে না এলে পৃথিবী জ্ঞানশুণ্যই থেকে যেত।কবিতাটি মনে ধরল। -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই কতোশত প্রতিভার মৃত্যু হয়েছে! যাদের খবরও জানিনা আমরা। কারণ সকল প্রতিভা পত্রিকায় প্রকাশ হয়না। আবার টেলিভিশনে দেখাও যায়না। আমরা ক’জন জানি আমাদের দাদার দাদার নাম? কিংবা দাদীর মায়ের নাম?
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মৌনতা রিতু
সেই এ্যান্টিক প্রত্নতাত্তিক শব্দটা! দারুন লিখেছো দেখেছো। আমি জানতাম এমনই কিছু লিখবে তুমি।
ফাটিয়ে দিয়েছো আপু। দারুন হয়েছে।
-{@ (3
নীলাঞ্জনা নীলা
আপু হুম সেই প্রত্নতাত্ত্বিক শব্দটা থেকে লেখাটা। চলে এলো, লিখে ফেললাম। এবারে তোমার পালা কিন্তু! বলেছিলে লিখবে, কোথায়? চাইইইইইইইইই 🌺♥
তৌহিদ ইসলাম
এভাবেই আমরা হাড়িয়ে যাই কালের গর্ভে, থেকে যায় কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সুন্দর লেখা আপু।
নীলাঞ্জনা নীলা
আমরা একেকটি সময়ের সাথে সাথে বিলীন হই কালের গর্ভে।
সুন্দর বলেছেন।
অসংখ্য ধন্যবাদ।