কতোটা যুগের যোগফলে হয় এক যুগ?
কতোটা রাস্তাভোলা ক্লান্তি বুকে টেনে বেড়ায় এক যুগ?
এক যুগে কতোবার চোখের পানি
পথ না পেয়ে হয়ে যায় গভীর কালো কূপ?
হোঁচট খেতে খেতে কতোবার পঙ্গু হয়
এক যুগের একটি একটি উন্মাদীয় স্বপ্ন?
কতোবার ভেংচি কাটে আধ ছেঁড়া দেয়াল ছবি?
প্রলেপ দেয়া নতুন রং কতোবার মুছিয়ে যায়
এক যুগের পুরনো হওয়া শ্যাওলা দেয়াল?
মিথ্যে মায়ায় জমতে জমতে
এক যুগে হয় কতোবার সীমান্তযাত্রা?
এক যুগে বয়স বাড়ে কতো যুগ?
কতো যুগের ইচ্ছেবাঁচা ছিনতাই করে একটি মাত্র যুগ???
২১টি মন্তব্য
স্বপ্ন নীলা
ভাললাগা রেখে গেলাম,,,,,,,,,,,,কিন্তু প্রশ্নের উত্তরগুলো আসলেও জানা নেই
শুন্য শুন্যালয়
জান হয়না এমন কতো প্রশ্নের উত্তর… ধন্যবাদ আপু…
জিসান শা ইকরাম
খুব কঠিন কিছু প্রশ্ন । উত্তর কি দেয়া যায় এমন প্রশ্নের ?
শুন্য শুন্যালয়
উত্তর না দেয়া গেলেও প্রশ্ন গুলো যে থেকেই যায় ভাইয়া …
মা মাটি দেশ
-{@ (y)
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ ভাইয়া… -{@
নীহারিকা
ভেবে ভেবে কোন উত্তর খুঁজে পেলাম না।
শুন্য শুন্যালয়
এই ভাবেই বেড়ে যায় আরো অনেক যুগ…
ছাইরাছ হেলাল
বেশ মৌলিক প্রশ্ন করে ফেলেছেন দেখছি ।
প্রতি মাসে একবার লেখেন বুঝি ?
শুন্য শুন্যালয়
আমি তো মাসে একবার, কেউ কেউ বছরে একবার, নাম বলবো না তার… :p
ছাইরাছ হেলাল
আপনার মত ভাল লিখতে পারলে রোজ লেখা প্রকাশ করা যায় ।
যারা লিখতে পারেনা তাদের কথা কেউ উ ভাবে না ।
পাঠকরাও কিন্তু অনেক প্রয়োজনীয় ।
আমারা পড়তে পারছি এজন্য অবশ্যই ধন্যবাদ ।
শুন্য শুন্যালয়
আমারও কিন্তু পড়তেই ভালো লাগে…
কি লিখবো মাথাতেই তো আসেনা … 🙂
আমীন পরবাসী
কতোটা যুগের যোগফলে হয় এক যুগ?
কতোটা রাস্তাভোলা ক্লান্তি বুকে টেনে বেড়ায় এক যুগ?
এক যুগে কতোবার চোখের পানি
পথ না পেয়ে হয়ে যায় গভীর কালো কূপ?
এই লাইনগুলোতেই কবিতার পূর্নস্বাদ পেলাম আর বাকিটুকু বোনাস।
শুন্য শুন্যালয়
পড়েছেন এতেই আমি খুশি, অনেক অনেক ধন্যবাদ…
লীলাবতী
এত কঠিন প্রশ্ন কেনো করেন আপু ? কিছু সময়ে একটু মুহুর্তকে মনে হয় এক যুগ । এত ভালো লিখেন আপনি , অথচ পোষ্ট দেন কম 🙁
শুন্য শুন্যালয়
আমি ভালো লিখি, আহা শুনতে তো ভালোই লাগে… ধন্যবাদ লীলাবতী দি…
যাযাবর
কতটা শুন্য যোগ হলে একটি শুন্যালয় হয় ? -{@ (y)
শুন্য শুন্যালয়
শুন্যালয় একটি মাত্র শুন্য… বাকিটা তার ভুবন…
অনেক দিন পরে এলেন…
শিশির কনা
আপনি খুব জাদরেল শিক্ষক , কঠিন প্রশ্ন করেন 🙂 (y) -{@
শুন্য শুন্যালয়
হুম শিক্ষকের উত্তর জানা নেই বলেই কঠিন কঠিন প্রশ্ন করি… :p
ব্যতিক্রমী
ব্লুইন ইন দ্য উইণ্ড!