এক বন্ধন

সীমা সারমিন ২৪ অক্টোবর ২০১৩, বৃহস্পতিবার, ০৭:২৪:৪০পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৯ মন্তব্য

এক বন্ধন 

সীমা সারমিন 

হালকা বৃষ্টি, সাথে বাদলা হাওয়া
কড়া রদ্রুর আর তাপেতে পোড়া
কনকনে শীত সাথে কাশি থোরা থোরা
মনেতে আনন্দ সুর ছন্দে ভরা,
তুমি আমি দুইজন
এক বন্ধনে জোড়া।

৬০১জন ৬০০জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ