শান বাঁধানো ঘাট, কাঠাল গাছের ছায়া ~
শান্ত দীঘির জল, ঢেউ খেলে যায় মায়া ~
শাখে ডাকে দোয়েল, মাঠে ফসলের হাসি ~
কলসী কাঁধে গায়ের বঁধুর দল, তেলে ভেজা এলোকেশি ~
পড়ন্ত বিকেল, নিরবতা ভাঙে দুষ্ট ছেলের দল ~
নীলিমায় উড়ে সাদা বক, গন্তব্য অবিচল ~
নিবিড় টানে কাব্য বাণে প্রকৃতি পড়ে নেমে ~
ছায়ায় ঘেরা মায়ায় ভরা, জাগি নতুন প্রেমে ~
কাব্য খেয়ালে মনের আড়ালে, তোমায় যেন ডাকি ~
ভালবাসার দুয়ার খোলে, হাজার রঙের জোনাকি ~
সময় পেলে একবার এসো, এক প্রহরের নিমন্ত্রণ ~
ছায়ার মায়ায়, ভালবাসায়, প্রকৃতি করিবে বরণ ।।
~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০১/০৪/২০২০
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
কি সুন্দর করে নিমন্ত্রণ জানানো হলো। প্রকৃতির কি অপরূপ বর্ণনা। ভালো থাকবেন শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
এস.জেড বাবু
সময় পেলে একবার এসো, এক প্রহরের নিমন্ত্রণ ~
ছায়ার মায়ায়, ভালবাসায়, প্রকৃতি করিবে বরণ ।।
প্রকৃতির ও হৃদয় আছে বুঝলাম।
চমৎকার লিখেছেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
নৃ মাসুদ রানা
কাব্য খেয়ালে মনের আড়ালে, তোমায় যেন ডাকি।
ছবির মেয়েটিও দেখতে বেশ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
জিসান শা ইকরাম
খুব ভালো লেগেছে কবিতা।
শুভ কামনা।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
ফয়জুল মহী
দারুণ লেখা ,বেশ ভালো লাগলো
কামরুল ইসলাম
ধন্যবাদ ও শুভ কামনা
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন
এমন নিমন্ত্রণ পেলে না এসে থাকা যায় নাকি
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
হালিম নজরুল
নিবিড় টানে কাব্য বাণে প্রকৃতি পড়ে নেমে ~
ছায়ায় ঘেরা মায়ায় ভরা, জাগি নতুন প্রেমে ~
————-বাহ
কামরুল ইসলাম
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা