ভূমিষ্ঠ হওয়ার পর মূহুর্তে কেঁদে হলাম সারা
আকুল কেঁদে উপলব্ধি করি আজ আমি স্বর্গ হারা
কেঁদে কেঁদে দুহাত তুলে প্রশ্ন করতে চাই
খোদা তুমি কোন দোষে ছুড়ে দিলে আমায়
মুচকি হেসে অবোধ শিশুকে প্রবোধ দেন দয়াময়
এক টুকরো স্বর্গ তোমার রয়েছে যে বিশ্বময়
দাত্রী আমায় তুলে দিলেন যখন মায়াময়ী মার কোলে
দুধের নহর বয়ে দিয়ে মুখে মা আমার ইশারায় বলে
দেখো দেখো বাবা এই যে আমি তোমারই স্বর্গ, নিয়েছি তোমায় বুকে
হাসি হাসি মুখে উপভোগ করি আমার এক টুকরো স্বর্গ
মা তুমি আমার, বুকে চেপে রেখো তোমার ভালোবাসার অর্ঘ।
১৪টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জন্মদাত্রীর সাথে কারো তুলনা হয় না।মা মাই।সুন্দর অনুভুতি। -{@
ইঞ্জা
আসলেই ভাই, মার তুলনা নাই।
মোঃ মজিবর রহমান
মা শুধুই মা
তাঁর তুলনা যে নায়।
ইঞ্জা
উনিই তো স্বর্গ সন্তানদের জন্য।
শুন্য শুন্যালয়
পৃথিবীর বাইরে আর কোন স্বর্গ আছে কী? আর মাতো স্বর্গেরই দেবী।
ভালো লিখেছেন ইঞ্জা ভাইয়া। মায়ের ছায়ার তলে মায়ায় জড়িয়ে থাকুন সবসময়।
ইঞ্জা
দোয়া রাখবেন আপু, আম্মা খুবই অসুস্থ।
জিসান শা ইকরাম
মা ই একমাত্র স্বর্গ এই ভুবনে,
শ্রদ্ধা মায়ের প্রতি।
ভাল লেগেছে ভাইসাব।
ইঞ্জা
ধন্যবাদ ভাইজান, মা আমার অসুস্থ খুব, মাকে নিয়ে ভাবছিলাম আর তাই আমার লেখনীতে এলো, মার জন্য দোয়া রাখবেন।
নীলাঞ্জনা নীলা
খালাম্মা সুস্থ হয়ে উঠবেন ভাইয়া। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।
মা হবার পরে বুঝেছি মায়ের মন। মায়ের মতো আদর এ পৃথিবীর কোথাও পাওয়া যায়না।
ভালো থাকুন ভাইয়া। -{@
ইঞ্জা
দোয়া রাখবেন আপু, মনটা কষ্টে ভারী হয়ে আছে।
নীলাঞ্জনা নীলা
খালাম্মা এখন কেমন আছেন ভাইয়া?
ইঞ্জা
এখনো অসুস্থ আম্মা, দোয়া রাখবেন আপু।
নীলাঞ্জনা নীলা
সুস্থ হয়ে যাবেন। আমার প্রার্থনায় আছেন।
ইঞ্জা
ইনশা আল্লাহ্