কৈশোরকাল হতে তুমি আছো হৃদিপটে
বলি নাই কোনোকথা কোনোদিনও মুখ ফুটে
বিরহের সৈকতে হেঁটেছি গভীর রাতে
শোণিতে স্নাত মন বিরহের তটিনীতে |
শৈশবের কোনকালে বিধি কি লেখেন ভালে
বুঝিতে গো সেই লেখা বয়সটা গেছে চলে |
আজ কেন সব ছেড়ে এলে তুমি মোর দ্বারে,
বাসিফুলে দেব-পূজা করি বলো ছলে ?
ওগো, তুমি ফিরে যাও, ফিরে যাও ঘরে,
তাকে তুমি বেসোভালো “কথা” মনে করে
তুমি মোর প্রিয়সখা, তুমি মোর প্রাণ,
তোমারে যে দিতে নারি তোমা যোগ্যমান
দয়া করে ক্ষম তুমি এই অভাগিরে
কাটুক জীবন মোর কূলভাঙ্গা তীরে,
পরজন্ম বলে যদি কোথা কিছু হয়,
সেই জন্মে তোমা হবো জেনো তা নিশ্চয় |
১৫টি মন্তব্য
আদিব আদ্নান
শব্দ ব্যবহারের নৈপুণ্য চোখে পড়ার মত ।
ধুর অতটা অপেক্ষা করা ঠিক হবে না ।
ক'রেখেলা_কাটেবেলা
পুরুষ সবসময়ে অধৈর্য্য, কিন্তু নারী ? এখানে তো নারীর কথা বলেছি |
সরস মন্তব্যের জন্য আদিব আদ্নান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি |
বনলতা সেন
এ জন্মেই পেতে চাই পেতে হবে যা চাই
এবং তা নেবই ।
ক'রেখেলা_কাটেবেলা
চান তো সবাই কিন্তু কয় জন তা পান? তবে চেষ্টা থাকা ভালো | কথায় বলে না …Failures are the pillars of success 🙂
ভালো থাকবেন |
খসড়া
কবি এবং কবিতা
ক'রেখেলা_কাটেবেলা
খসড়া ঠিক কি বলতে চাচ্ছেন বুঝলাম না ।
কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ জানবেন |
জিসান শা ইকরাম
ইচ্ছে যখন আছে —
এক সময়ে মিলন হলেই হয়
জন্ম থেকে জন্মান্তর থাকুক এই আবেগ বহমান ।
ক'রেখেলা_কাটেবেলা
মিলনে আবেগের সমাপ্তি …থাকুক মধুর বিরহ |
ভলো থাকবেন |
ছাইরাছ হেলাল
পরজন্মে যা পেতে চান ,তা যেন পান । তবে এ জন্মে যখন এসেই পরেছে
ফিরিয়ে না দিলেও মন্দ হত না ।
ক'রেখেলা_কাটেবেলা
আমি তো চইনি, চেয়েছে তো অভাগিনী | তার চাওয়া-পাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই 🙂 |
যে সেই অভাগিনীর কাছে গিয়েছিল তার জন্যই আমার বেদনা …. সে নিশ্চয়ই একটা অভাগা ….নইলে শুষ্ক আশ্বাস ছাড়া তার ভাগ্যে আর কিছুই জোটে না ? বলে না ….. অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায় 🙂 |
ছাইরাছ হেলাল ভালো থাকবেন |
লীলাবতী
আপনি অভাগিনী ? আমি ভেবেছি অভাগা :p , কবিতা ভালো লেগেছে ।
ক'রেখেলা_কাটেবেলা
আমি কোন্ দুঃখে অভাগিনী হতে যাব, শুনি ? আমি তো অদেখা, অচেনা কোনো অভাগার শুভাকাঙ্খী |
প্রত্যাখ্যাত হতে কোনো পুরুষেরই ভালোলাগে না …. ভলোবাসায় অনিচ্ছুক কোনো নারী নম্রভাবে মধুরতার সঙ্গে কি ভাষায় প্রত্যাখান করতে পারেন যাতে পুরুষটির ব্যথা কিছু কম লাগে সেই ভাবনা থেকেই এই লেখা 😀 |
মন্তব্যের জন্য লীলাবতী আপনাকে ধন্যবদ জানাচ্ছি |
নিশিথের নিশাচর
এই জন্মে তো তোকে পেলাম না। আমার দ্বারে তোর পায়ের চিহ্ন পড়েনি।
তারপর ও তোকে ভুলিনি।
ভালো লাগলো কবিতা টা।
ক'রেখেলা_কাটেবেলা
সুন্দর মন্তব্য নিশিথের নিশাচর সুন্দর |
আপনাকে অজস্র সাধুবাদ জানাচ্ছি |
নিশিথের নিশাচর
ধন্যবাদ ভ্রাতা , আপনাকে ও অজস্র সাধুবাদ এবং শুভ কামনা।
ভালো থাকবেন। আরও পড়তে চাই মন তো ভরে নাই।