এক অদৃশ্য কারাগার
সীমা সারমিন
বাস করছি খোলা মেলা এক
আলো বাতাস পূর্ণ,
জানালা দিয়ে দৃশ্যমান দৃশ্য,
আর সমাজের কাছে মনে না হওয়া
এক অদৃশ্য কারাগারে।
যেখানে নেই কোন কর্ম স্বাধীনতা
এমনকি বাক স্বাধীনতাও।
আমি শুধু প্রকৃতির দৃশ্য দেখতে চাই না
পেতে চাই সান্নিধ্য,
যেখানে থাকবে না কোন ভয় ভীতি
আর চুপসে থাকা ফুলের অনুভুতি।
সদ্য ফোঁটা ফুলের মত
সজীব থাকতে চাই চিরকাল,
থাকতে চাই প্রজাপতির ডানার মতো রঙিন
বাঁচতে চাই পাখির মতো স্বাধীন।
১৮টি মন্তব্য
আফ্রি আয়েশা
কারাগার থেকে নিজেকে বের করে আনুন , একটু সাহস প্রয়োজন 🙂
আমার স্বপ্ন ও মনের কথা
হ্যাঁ সাহস অনেক প্রয়োজন 😀
আদিব আদ্নান
আমাদের যাপিত জীবনে এমন স্বপ্ন-সুন্দর চাওয়া গুলো
না পাওয়ার খাতাতেই জমা হতে থাকে ।
তবুও আমারা স্বপ্ন-দেখা চাওয়াগুলোর দিকেই তাকিয়ে থাকি আশাবাদী হয়ে ।
আমার স্বপ্ন ও মনের কথা
সত্যি আসা ছাড়া জীবনে আর কিছুই নেই 🙁
নীলকন্ঠ জয়
মুক্তি চাই আমিও, চাই সত্যিকারের স্বাধীনতা।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আমার মত মুক্তি চাওয়ার জন্য। :v
স্বপ্ন
কারাগার থেকে নিজে মুক্ত হোন আপু ।
আমার স্বপ্ন ও মনের কথা
চেষ্টা করবো ভাইয়া/আপু 🙂
জি.মাওলা
ভাল লাগল।একমত সকলের সঙ্গে
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া ……কিন্তু আপনি সকলের সাথে আক্মত……কিন্তু আমার সাথে ;? ?
জি.মাওলা
এটি তোমার অধিকার
জম্ন জন্মের অধিকার
কেও পারবেনা তা শিকলে বাঁধতে।
বাঁধলে তুমি গর্জে উঠো
প্রতিবাদ প্রতিরোধের ঝড় তুলো,
সঙ্গী পাবে আমায় তুমি
সব ব্লগার সাথী হবে।
আমার স্বপ্ন ও মনের কথা
চেষ্টা করবো …কিন্তু আপনাদের তো ব্লগ এই সবসময় পাওয়া যায় না :D) তাহলে কিভাবে সঙ্গী হবেন …… ;? যদি আপনাদের খুঁজতে খুঁজতেই কিছু হয়ে যায় 🙁
মা মাটি দেশ
🙁 খুব ভাল।
আমার স্বপ্ন ও মনের কথা
ভাইয়া হতাশ হয়ে বললেন যে 🙁 …খারাপ হইছে তাই না ;(
খসড়া
আমার আছে মনাকাশ পাখা মেলবার জন্য, ভাল লাগল কবিতা।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ………
আপনার মন আকাশে তো উড়তে পারছি না \|/
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন সীমা ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া ……… 🙂