এক অদৃশ্য কারাগার

সীমা সারমিন ২৯ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ০১:০৪:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৮ মন্তব্য

এক অদৃশ্য কারাগার 

সীমা সারমিন 

বাস করছি খোলা মেলা এক
আলো বাতাস পূর্ণ,
জানালা দিয়ে দৃশ্যমান দৃশ্য,
আর সমাজের কাছে মনে না হওয়া
এক অদৃশ্য কারাগারে।

যেখানে নেই কোন কর্ম স্বাধীনতা
এমনকি বাক স্বাধীনতাও।

আমি শুধু প্রকৃতির দৃশ্য দেখতে চাই না
পেতে চাই সান্নিধ্য,
যেখানে থাকবে না কোন ভয় ভীতি
আর চুপসে থাকা ফুলের অনুভুতি।

সদ্য ফোঁটা ফুলের মত
সজীব থাকতে চাই চিরকাল,
থাকতে চাই প্রজাপতির ডানার মতো রঙিন
বাঁচতে চাই পাখির মতো স্বাধীন।

৭০৯জন ৭০৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ