এক
আমি তোমাকে বলতে চাই,
শুধু তোমাকেই বলতে চাই।
আমার একলা একা দিন,
কীভাবে কেটে যায় অন্তহীন?
বিষণ্ণ বিরহী সন্ধ্যা তুমিহীন
কীভাবে চলে যায় প্রতিদিন?
আমি তোমাকে বলতে চাই,
শুধু তোমাকেই বলতে চাই!
তোমায় ভেবে ভেবে সারাদিন,
প্রতিটা মুহূর্ত কতোটা হই উদাসীন?
তোমায় ভালোবেসে এই জীবনের ঋণ,
এমনি করেই বুঝি শুধিতে হবে চিরদিন!
দুই
আমার স্নানের ঘর জানে,
লুকিয়ে লুকিয়ে কতোটা যন্ত্রণা-
পুষে রেখেছি সেখানে?
শুধু তোমার জন্যে; তোমারই জন্যে
আমার স্নানের জল জানে,
অঝোরে ঝরা কতোটা অশ্রু-
ধুয়ে মুছে গেছে স্নানের জলে?
শুধু তোমার জন্যে; তোমারই জন্যে
আমার স্নানের সাবান জানে,
না পাওয়ার হাহাকারে কতোটা-
আলিঙ্গনে জড়িয়েছি তারে?
শুধু তোমার জন্যে; তোমারই জন্যে
তিন
কী আর বলবো তোমায় –
কয়েকটি সাজানো গোছানো কল্প-কথায়?
যখন একাকীত্ব আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে,
নিঃসঙ্গতা খুবলে খুবলে খায় প্রতিনিয়ত আমায়।
যখন নির্জন নিস্তব্ধতা বিরাজ করে চতুর্দিক,
ঘুটঘুটে অন্ধকারের ভয়ে ছুটি দিগ্বিদিক;
তখন নিঃসঙ্গ আমি’র একজন সঙ্গী চাই!
যে আঁধারের বুক চিরে এনে দেবে একমুঠো আলো।
এ কি ভয়াবহ বিমর্ষ শূন্যতা তাড়া করছে আমায়!
যেন আজন্ম ক্ষুধার্ত হায়নার মত তীক্ষ্ণ দৃষ্টি রেখে, বিকট হুংকারে ক্ষীপ্ত গতিতে এগিয়ে আসছে আমার কাছে,
এই বুঝি খপ করে ধরে গপ করে গিলবে এক্ষুনি!
ভয়ঙ্কর বিভৎস তোলপাড় করা এই শূন্যতা,
বুকের বাম অলিন্দে সুঁচের মতো বিঁধে এঁফোড়- ওঁফোড় করে রক্তাক্ত ক্ষত বিক্ষত করছে হৃৎপিণ্ডটা!
আহ্! দগদগে এই শূন্যতার যন্ত্রণা কিছুতেই সহ্য করা যায় না না, কিছুতেই না
ছবি-নেট
২৮টি মন্তব্য
রেজওয়ানা কবির
এক দুই তিন,
তোমার কাছে আমার অনেক ঋন।
আমি তোমাকে বলতে চাই,
আর একাকীত্ব নয়, সারজনম তোমাকে এবার পাশে চাই।
অনেক সুন্দর হয়েছে আপু।শুভকামনা।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ তো
কৃতজ্ঞতা জানাই আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
মোঃ মজিবর রহমান
বিরহ আর বিরহ
ক্ষত বুকে তত
হাহাকার তারেই চাই।
হোক প্রাপ্তি
যাক ঘুচে না পাওয়া
আসুক শান্তি বুকে।
সুরাইয়া পারভীন
বাহ্ ভালো লিখেছেন
ধন্যবাদ অশেষ
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ আপু।
প্রদীপ চক্রবর্তী
শূন্যতা জীবনে এক আর্তনাদ তৈরি করে।
নদী তুমি নারী হয়ে দেখো বুঝবে জীবনের বয়ে চলার গতি!
একাকীত্ব আর শূন্যতা দুটিই যন্ত্রণার শিকড় ছোঁয়ে থাকে।
অন্তর্বেক্ষণ না করলে প্রেমিকও বুঝে উঠতে পারেনা।
তাই একাকীত্ব নিয়ে একের ভেতর দিন কাটাতে হয়।
.
যথার্থ অনুভব, দিদি।
সুরাইয়া পারভীন
নদীও নারী হবে না
প্রেমিকও বুঝবে না এই শূন্যতার যন্ত্রণা
তাই একাকীত্ব নিয়ে নিজের মধ্যেই সেঁধিয়ে থাকা উত্তম।
দুর্দান্ত মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
খাদিজাতুল কুবরা
প্রথম কবিতায়__ আমার মতে ভালোবাসা মানেই সোজা বাংলায় খাল কেটে কুমির আনা।
আজীবন কষ্টে পাঁজর ভাঙার পরও ঋণ শোধ হবেনা।
দ্বিতীয় কবিতায়__হাসির রসদে পূর্ণ। যদিও হৃদয়ে রক্তক্ষরণ ও বোঝা গিয়েছে।
তৃতীয় কবিতায়__শূন্যতার মর্মর ধ্বনি বাজলো হৃদয়ে
রণতরীর দামামার মতো।
ভীষণ সুন্দর কবিতা লিখেছেন।
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ মন্তব্য।
খাদিজাতুল কুবরা
অনেক ভালোবাসা রুকু আপু
সুরাইয়া পারভীন
আপনিও হেব্বি মন্তব্য করেছেন আপু
সুরাইয়া পারভীন
এই হলো আসল সুখী মানুষ। বিষাদ রসেও পাইছেন হাসির রসদ। হা হা হা হা হা হা
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
খাদিজাতুল কুবরা
কি করি বলুন,
হতচ্ছাড়া সাবান ও যদি বিরহের স্পর্শ পায় না হেসে আর যাই কই!
সুরাইয়া পারভীন
হতোচ্ছাড়া সাবান! হা হা হা হা হা
এবার তো আমারও হাসতে হাসতে পেটে খিল লাগার জোগাড়
ভালো থাকুন আপু এভাবে হাসতে থাকুন
আনন্দে থাকুন
ছাইরাছ হেলাল
নোনা জলের সমুদ্দুর বইয়ে দিয়েছেন দেখছি।
আহা হৃদয় ! এমন কান্না হৃদয় !!
সুরাইয়া পারভীন
ধুর! লোনা মিঠা জল টল কিচ্ছু না
শব্দ গুলো মস্তিষ্কে ঘুরঘুর করছি তাই
ধরে এনে বসে দিয়েছি সোনেলায়
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রোকসানা খন্দকার রুকু
বেলাশেষে সব আনন্দ মিছিল নেয় ছুটি!
আঁকড়ে ধরে নিজেকে একাকিত্বের অবগাহনে হই স্নাত,,
সব আছে কিন্তু কিছু নেই।
দগদগে শুন্যতা!!!!!
ভালো লাগলো কিন্তু বিরহ আর সইছেনা॥ চেয়ার টেবিলে ধাক্কা খাবার আগে রোমান্টিক কিছু চাই!!!
শুভ কামনা।।
সুরাইয়া পারভীন
আমি চাই,
তুমি আমার নিশীথ জাগার দোসর হও।
আমি চাই,
তুমি আমার নিদ্রালু চোখে-
ঘুম ভাঙ্গানো সোনালী রোদ্দুর হও।
আমি চাই
তুমি আমার ব্যস্ত দুপুরে ঘর্মাক্ত দেহে-
হিমঘরের শীতল স্পর্শ হও।
আমি চাই,
তুমি আমার উদাস বিকেলের-
মন ভালো করা লাল টকটকে সূর্য হও।
আমি চাই
তুমি আমার একাকী সন্ধ্যায়-
কফি আড্ডার সঙ্গী।
আমি চাই; আমি চাই
ঘুম ভাঙানো ভোর
ক্লান্ত ব্যস্ত দুপুর
উদাসী বিকেল
একাকী সন্ধ্যা
না ঘুমানো রাত্তির
এই সব, সবকিছু হয়ে
অষ্টপ্রহর থাকো আমার পাশে
এই নিন চেয়ার টেবিল ধাক্কা খাওয়ার আগে
লিখে ফেলেছি কিন্তু রোমান্টিক….
আশা করছি আর ধাক্কা-ধাক্কি হবে না
হা হা হা হা হা হা
আপু আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আমার জন্য কবিতা লেখায়।।কিন্তু শুধু কফি কেন? ফুচকার সঙ্গী হবে না। মানুষ ক্যামনে এক গামলা ফুচকা খায়!!!! একা একা,,,
সুরাইয়া পারভীন
আপু ওটাতো প্রতিযোগিতা ছিল
না খেলে নিম পাতা খেতে হতো
তাই জোর জবরদস্তি করে খেয়ে নিয়েছি
আরজু মুক্তা
তুমি জানো না কবি, ” শূন্যতারর বুকে অপার শূন্যতা! “
সুরাইয়া পারভীন
আর সেই শূন্যতাকেই আকড়ে বয়ে চলছে জীবন তরী
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রুদ্র আমিন
তিনটিই ভালো লাগছে বোন
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
২য় আর ৩য় টা খুব ভালো লেগেছে। বেস্ট হলো ২য় টা তিনটার মধ্যে।
তুমি হীনা কিভাবে কাটে সেটা যদি বোঝানো যেত তাহলে এমন কাব্যগাঁথা কি কভু বিফলে যেত?
স্নানের ঘর, সাবান, জল তারাও জানে তোমার জন্য কতটা দাবানল জ্বলছে অহর্নিশি।
দগদগে ক্ষত নিয়ে বেঁচে থাকা অবিরাম এইতো জীবন!
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
স্নানের ঘর, সাবান, জল তারাও জানে তোমার জন্য কতটা দাবানল জ্বলছে অহর্নিশি।
শুধু যার জানার কথা সেই জানে না কিছুই।
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
লেখা পড়লাম সেইসাথে সকলের মন্তব্য পড়লাম। প্রত্যেকেই চমৎকার বলেছেন। আমি শুধু বলবো-
বিরহ
বেদনা
বিমর্ষতা মিলিয়েই প্রেম। একের ভিতরে তিন। না হলে অভিমানী ভালোবাসা ঠিক জমেনা।
চমৎকার লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
একের ভিতরে তিন। না হলে অভিমানী ভালোবাসা ঠিক জমেনা- হা হা হা হা হা ঠিকই বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়