>যদি মা কে ভালবাসতে চাও
>তবে একুশ কে ভালোবাসো আগে
>একুশ যে দিয়েছে তোমার মায়ের ভাষা
>তোমার কাছে ফিরিয়ে ।
>যদি দেশ কে ভালবাসতে চাও ?
>তবে একুশ কে ভালোবাসো আগে
>একুশ যে বিশ্ব বাসীর কাছে
>তোমার দেশ কে দিয়েছে পরিচয় করিয়ে ।
>বিশ্ব বাসী আজ তোমার সাথে
>গাইবে যে একুশের জয় গান
>একুশ যে শিখিয়েছে তাদের কেও করিতে
>মায়ের ভাষার সম্মান ।
>চল গাহি মোরা
>একুশের জয় গান
>একুশ যে আজ বিশ্ব বাসীর প্রান।
>একুশ না হলে আজও এক ভাষা হারাত
>অন্য ভাষার কাছে নিজের সম্মান ।
>শাহ আজিজ….. ১০….১…২০১১…১১….pm
৬টি মন্তব্য
ব্লগার সজীব
ভালো লাগলো কবিতা , একুশ আমাদের প্রেরনা , আমাদের চেতনা ।
জিসান শা ইকরাম
একুশ আমাদের বাঙ্গালী জাতীয়তা বোধকে দৃঢ় করেছে ।
কবিতায় ভালো লাগা
ছাইরাছ হেলাল
একুশ আমাদের ঐতিহ্য ।
প্রজন্ম ৭১
একুশের কবিতায় লাইক অগুনিত (y) (y) (y) (y) (y)
মিসু
খুব ভালো লেগেছে ।
যাযাবর
(y) (y)