কিছু পুরোনো অভ্যাস এখনো টানে …
গভীর রাতে যেমন সবচেয়ে আপন লাগে
আমার পনের বছরের পুরোনো চায়ের কাপ,
কিনারে কিনারে তার এখনো কত চাপা হাসি,
স্বপ্ন, টানাপোড়েন ।
কত নিরব দীর্ঘশ্বাসের কাহিনী বুকে চেপে
দিব্যি উষ্ণতা ধরে রাখে ঠোঁটে !
স্বপ্নের অলিগলি খুব ঘিঞ্জি লাগে আজকাল,
পাশকাটিয়ে চলে যাই ।
নিঃশব্দে …
শুধু জেগে থাকে একা নির্ঘুম রাত ।
১৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নির্ঘুম যন্ত্রণা প্রকাশের সুন্দর সাবলীল রেখাচিত্র ।
ওয়ালিনা চৌধুরী অভি
জি 🙂 ধন্যবাদ আপনাকে ।
জিসান শা ইকরাম
ছোট কবিতায় অনেক ভালোলাগা ।
পাশ কাটানো উচিত না —
তবুও স্বপ্নেরা আমাদের আপন ।
শুভ কামনা ।
ওয়ালিনা চৌধুরী অভি
তবুও স্বপ্নেরা আমার আপন (y) ধন্যবাদ ।
প্রহেলিকা
onek valo. Pash katiye jete parlei sukhi houya jay..tay bujhi??? Apni sukhito?? Jak baba tahole sukhi manusher dekha pelam…eto sundor sundor kobitagulo amader porte dile amrao onek sukhe thakbo.shuveccha janben.
ওয়ালিনা চৌধুরী অভি
জি ভাইয়া , খুশি আমি । ধন্যবাদ আপনাকে । আপনি খুব ভালো লিখেন । আপনার কাছে আমার লেখা কিছুই না ।
আদিব আদ্নান
স্বপ্নচারিণীকে অভিনন্দন , হোক যতই গলি ঘিঞ্জির ।
লীলাবতী
খুব সুন্দর। অনেক দিন পরে লিখলেন।
আফ্রি আয়েশা
সুন্দর প্রকাশ ।
হতভাগ্য কবি
সুন্দর করে সাজিয়েছেন আবেগগুলো, দারুন হইসে । 🙂 -{@
স্বপ্ন
ভালো লাগলো একান্ত ভাবনা।
শুন্য শুন্যালয়
কত নিরব দীর্ঘশ্বাসের কাহিনী বুকে চেপে
দিব্যি উষ্ণতা ধরে রাখে ঠোঁটে !…সুন্দর ভাবনা
অনেক দিন পর পেলাম আপনাকে, তবু তো পেলাম.
শুভ কামনা -{@
বনলতা সেন
আপনি সব সময় লেখেন না কেন ?
এত্ত এত্ত সুন্দর করে লেখেন ।