তোমার জন্য নয়, আমার জন্যই আমি ভালো আছি। ভেবেছিলাম তোমাকে ছাড়া হয়ত বাঁচতেই পারব না। খুব ভয় পেয়েছিলাম যখন আমাকে একা ফেলে খুব বেশী দূরে চলে গেলে। দীর্ঘ নয় বছরের ভালবাসা এক মিনিটেই তুমি সব কিছু এলোমেলো করে দিলে। আমি ভূল করেছিলাম তোমাকে বিশ্বাস করে, আমি ভূল করেছিলাম তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, কেননা তোমার স্বপ্নে আমি কোনদিনই ছিলাম না। তুমি আমাকে ভালবেসেছিলে!! নাকি সময় কাটানোর প্রহসনে মেতেছিলে সেই হিসাব আমি আজও করে বেরাই। আমার হিসেবের খাতা কোনদিন বুঝি আর শেষ হবে না।
বিখ্যাত একটি কথা আছে এমন “ চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়ে যায়” কথাটার মর্ম একসময় বুঝতাম না, আজ বুঝি!! অন্তরের অন্তস্থল থেকে বুঝতে পারি লং ডিসটেন্স রিলেশনশিপ আসলেই কতটা কাছের মানুষকে কতটা দুরে ঠেলে দেয়। দোষ কি ছিল আমার বলতে পারো?? আমি পেরেছিলাম আমাকে তোমার সীমারেখায় নিজেকে আবদ্ধ রাখতে তাহলে তুমি কেন পারনি বলতে পারো???
আমি তোমার জীবনে প্রথম কাব্য হতে পারিনি তাই বলে ভেবনা আমি হেরে গেছি, আমি হারিনি কেননা আমি ভালবাসতে পেরেছিলাম, তুমি পারনি। তোমার নতুন জীবন সুখের হোক, আমার জন্য তোমাকে ভাবতে হবে না কোনদিন, আমি ভাল আছি, হয়ত ভালোই থাকব। তুমি ভাল থেকো।
এখন আর কাউকে বলা হবে না-কোন একদিন তুমি আমি চৈত্রের পূর্ণিমা রাতে খেয়া ঘাটে নৌকায় রাত্রি যাপন করব, শ্রাবণের কোন এক দুপুরে তোমাকে নিয়ে আর বৃষ্টিতে ভীজা হবে না, তোমার শাড়ির আচলে টান দিয়ে দেখা হবে না সেই মায়াবী হাসি, অন্ধকার রাতে তোমার কোলে মাথা রেখে আর কোনদিন দেখা হবে না আকাশের তারা, সমুদ্রের বালিতে নগ্ন পায়ে তোমার হাত ধরে হাটা হবে না কোনদিন। শীতের কুয়াশা ভেজা ভোরে ঝরে যাওয়া হাসনাহেনা কুড়াতে হবে না তোমাকে দেবার জন্য।
তুমি হারিয়ে গেলে, হারানো সময়ের মত খুব বেশী দূরে হারিয়ে গেলে। হারিয়ে যাওয়া মানুষ কেন এত কষ্টের স্মৃতি রেখে যায়!!!
২১টি মন্তব্য
লীলাবতী
চিঠির মত করে লেখাটি হৃদয় ছুঁয়ে গেলো ভাইয়া। আমরা যাকে সবচেয়ে বেশি চাই, সে আমাদের আর থাকেনা, চলে যায় দূরে বহু দূরে।
এই অংশটুকু সবচেয়ে বেশি হৃদয়গ্রাহীঃ ‘ এখন আর কাউকে বলা হবে না-কোন একদিন তুমি আমি চৈত্রের পূর্ণিমা রাতে খেয়া ঘাটে নৌকায় রাত্রি যাপন করব, শ্রাবণের কোন এক দুপুরে তোমাকে নিয়ে আর বৃষ্টিতে ভীজা হবে না, তোমার শাড়ির আচলে টান দিয়ে দেখা হবে না সেই মায়াবী হাসি, অন্ধকার রাতে তোমার কোলে মাথা রেখে আর কোনদিন দেখা হবে না আকাশের তারা, সমুদ্রের বালিতে নগ্ন পায়ে তোমার হাত ধরে হাটা হবে না কোনদিন। শীতের কুয়াশা ভেজা ভোরে ঝরে যাওয়া হাসনাহেনা কুড়াতে হবে না তোমাকে দেবার জন্য। ”
পরিচ্ছন্ন লেখা (y)
ইকবাল কবীর
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, লিখার এই অংশটাই আমার জীবনের আহত স্বপ্ন।
ব্লগার সজীব
ছোট একটি লেখায় অনেক কিছু বলে গেলেন। মনের বেদনা হাহাকার দৃশ্যমান আপনার লেখায়। এটি যেন শুধু লেখাই হয়, সত্যি না হয়।
খুব গুছিয়ে লেখেন আপনি।
ইকবাল কবীর
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। জীবনের আহত সবপ্নগুলি আসলেই হাহাকার করে ভাই।
ব্লগার সজীব
আহত স্বপ্নগুলো অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া জীবনের ধর্ম কবীর ভাই।
সঞ্জয় কুমার
হারিয়ে যাওয়া মানুষ কেন এত কষ্টের স্মৃতি রেখে যায়!!!
আসলেই তাই । হারানো মানুকে খুঁজে পাওয়া হয়তো কঠিন । কিন্তু তার স্মৃতি ভোলা অসম্ভব ।
ইকবাল কবীর
স্মৃতি এমন এক কঠিন কষ্টের চাঁদর, যতই ফেলে দিতে চাইবেন ততই আপনাকে আগলে রাখবে।
জিসান শা ইকরাম
আপনার উপস্থাপনা সুন্দর। লেখুন নিয়মিত।
ইকবাল কবীর
ধন্যবাদ ইকরাম ভাই।
ইলিয়াস মাসুদ
দুরুত্বের দোহাই দিয়ে যারা ভালবাসা ভুলে যায়
তার সাথে কাজলের মতো মতো কাছের হলেও দেখতে পেতো না সে চোখ ……..
যার চোখ তার চোখের কাজল কি আর সে দেখে ?
ইকবাল কবীর
ঠিক বলেছেন ভাই।
দীপংকর চন্দ
বিষাদ!!!
মন ছুঁয়ে গেলো একান্ত অনুভূতির প্রকাশে!!
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
ইকবাল কবীর
ধন্যবাদ দীপংকর ভাই। শুভ কামনা আপনার জন্যও।
খসড়া
আকাশের ঠিকানায় লেখা চিঠি। খুব সাবলীল ভাবে হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেছেন।
ইকবাল কবীর
ধন্যবাদ আপনাকে।
নীলাঞ্জনা নীলা
জীবন চলতেই থাকে। তাই স্মৃতি স্মরণে আসে, জীবনের দৈনন্দিন চলমানতায় সঙ্গী হয়না।
ইকবাল কবীর
ঠিক বলেছেন আপনি। জীবন আর নদীর স্রোত চলতেই থাকে তাদের নিজস্ব গতিতে।
মৌনতা রিতু
না, অনেক ক্ষেত্রে চোখের আড়াল হলেই মনের আড়াল হয় না। মনের এক কোণে সে ঠিকই থাকে, কখনো বেদনার স্মৃতি হয় কখনো সুখের স্মৃতি হয়ে।
এতো চমৎকার ভাবে অনুভূতিগুলো প্রকাশ করলেন। সে ঠিকই মনের কোনায় রেখে দিয়েছে। খোঁজ নিয়ে দেখুন, কোনো এক জোছনা ভেজক সকালে ঠিকই আপনার হাতে শিউলির অপেক্ষায় আছে।
ভালো থাকুন।
ইকবাল কবীর
সুখের স্মৃতি সবাই মনে রাখে দুঃখের স্মৃতি কজন মনে রাখে বলুন? ওর মনের কোনার এত শেষ প্রান্তে ছিলাম যে আমার উপস্থিতিই তার মনে নেই। ভাল থাকবেন আপনিও, মন্তব্যের জন্য ধন্যবাদ।
মুহাম্মদ আরিফ হোসেইন
আহা!
এ দেখি বেদনায় ভরা লেখা।
দূরত্ব কি আসলেই সম্পর্কের নির্মম পরিণতি ঘটায়! নাকি নাম হীন সম্পর্কই দূরত্বের কারন নষ্ট হয়ে যায়!
ইকবাল কবীর
আমার অভিজ্ঞতায় দূরত্ব সম্পরকের ইতি টানে।ধন্যবাদ মন্তব্যের জন্য।