একান্ত আপন কিছু অনুভুতি

স্বপ্নচারী ৩ অক্টোবর ২০১৪, শুক্রবার, ০১:০৭:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

প্রায় একমাসের বেশি হয়ে গেল কলেজ … weekend বলতে এখন রবিবারটাই আছে … শনিবার কলেজ করে বাড়ি আস্তে আস্তে রাত ৯-১০ টা বেজে যায় … আবার সোমবার ভোরেই বেরতে হয় … বাড়ি থেকে ট্রেনে ৫ ঘণ্টার দুরত্বে কলেজ হওয়ায় তবুও সপ্তাহ শেষে একবার বাড়ি আসার সুজোগ পাই …
রবিবার দিনটা বেশ মজায় কাটে …                                                                                                                                                                                           সকালে দেরি করে ওঠা ঘুম থেকে, তারপর ধোঁয়া ওঠা গরম চায়ের চুমুকে ঘুমের আমেজটা কাটানোর চেষ্টা ,আর সংবাদপত্রের  sports section এ উঁকি …
Engineering Mechanics এর বইটা নিয়ে কিছুটা লড়াই , সাথে ফেসবুক এ আড্ডা …
দুপুরে স্নান সেরে ছাদে রোদের একটু মিঠে-কড়া অনুভূতি , শরীরে কেমন যেন শিহরন জাগায় … আস্তে আস্তে নেমে আসা নীচের তলায় … মায়ের কাছে বাটি করে গরম তরকারির আবদার …
তারপর ভুরিভোজ … নামেই ভুরিভোজ , খাই না তো কিছুই … অতঃপর মায়ের বকুনি …
খাওয়া সেরে খাটের এককোণে গুছিয়ে রাখা বালিশের হেলান দিয়ে একটু আড়মোড়া ভাঙ্গা , হাতে একটা গল্পের বই…
তারপর না জানি কখন মাথার বালিশ টা একটু টেনে নিয়ে পাড়ি দেওয়া রুপকথার দেশে …
বিকালের আমেজ কাটে পশ্চিমাকাশে রঙের খেলা দেখে … ছাদে পায়েচারি … দিনের আলো নিভে যেতে যেতে বলে যায় , ” কুহকীনি আসছে , হুঁশিয়ার ” …               দূরে কোথায় যেন সেদিনের প্রথম শাঁখটা বেজে ওঠে … কোনও মন্দির আলোকিত হয়ে ওঠে সেঁজুতির আলোয় …
একটু জলযোগ , মায়ের হাতে মাখানো মুড়ি , একটু ফেসবুক আর দিন শেষে একটু পড়তে বসার চেষ্টা …
এরই মাঝে লোডশেডিং , ভ্যপ্সা গরমের উস্কানিতে মাদুর নিয়ে ছাদে যাওয়া, ঝিলিমিলি আকাশ, মৃদু মন্দ বাতাস, যেন এক স্বর্গীয় বাতাবরণ , বাতাসের স্নিগ্ধতায় শরীরে অনুভব করি শিহরন …                                                                                                                                                                               অতঃপর ধীর পায়ে স্বপ্নদেশের পরীর জাদুতে দুচোখে নেমে আসে ঘুম …

 

৬০৭জন ৬০৭জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ