চোখের জলে ভিজে গেল,
মনের যত আবেগ।
জোছনা রাশি ঢেকে দিলো,
ইশান কোনের মেঘ।
সেই মেঘ বরষাতে শুরু,
যত সর্বনাশ।
বজ্রের মাথায় আটকে গেল,
অস্থির দীর্ঘশ্বাস।
তখন থেকে শুরু হলো,
কষ্টে ভরা জীবন।
অসম প্রেমের পাঠশালাতে,
অরণ্যে রোদন।
অমানিশা এলো ধেয়ে,
প্রকৃতির খেয়ালে।
স্বপ্নগুলো আটকে গেলো,
আবদ্ধ দেয়ালে।
টুপটাপ খসে গেলো,
যত খুশির ক্ষণ।
তোমার চলে যাওয়াই হলো,
আমার একলা জীবন।
এখন আমি একলা থাকি ,
একলা থাকে মন।
অতীত স্মৃতি বুকে নিয়ে,
কাটছে এ জীবন।
১৬টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আহা
একলা জীবন, সুখের জীবন!
হৃদয়ে শুধুই থাকে
একটু ব্যথার চিন চিন;
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে ভালো লাগা, প্রিয় ছাইরাছ হেলাল ভাইয়া্ ।
শুভকামনা রইলো ।
সুপর্ণা ফাল্গুনী
স্বপ্নগুলো আটকে গেলো,
আবদ্ধ দেয়ালে।
টুপটাপ খসে গেলো,
যত খুশির ক্ষণ।
তোমার চলে যাওয়াই হলো,
আমার একলা জীবন। ব্যর্থ প্রেমে এমন করেই কাটে জীবন। শুভ কামনা রইলো। শুভ সকাল
ইসিয়াক
আপনার প্রতিও শুভকামনা রইলো প্রিয় দিদি।
ভালো থাকুন সবসময়।
ত্রিস্তান
অমানিশা এলো ধেয়ে,
প্রকৃতির খেয়ালে।
স্বপ্নগুলো আটকে গেলো,
আবদ্ধ দেয়ালে।
স্বপ্ন গুলো আটকে গেলে তো চলবে না দাদাভাই, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাতে হবে অগ্রজের অনুসরণ আর অনুজদের প্রেরণা দান এই দুটি কাজ যেন কখনো থেমে না যায়। ধন্যবাদ।
অন্বেষা চৌধুরী
দারুণ বলেছেন তো😱😱
ইসিয়াক
ধন্যবাদ।
ইসিয়াক
হা হা হা …….মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা।
ফয়জুল মহী
সুন্দর ও সাবলীল লেখনী।
ইসিয়াক
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
ভালো থাকুন সবসময়।
অন্বেষা চৌধুরী
চমৎকার লিখেছেন
মুগ্ধতা অনিমেষ
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ।
এস.জেড বাবু
///তোমার চলে যাওয়াই হলো,
আমার একলা জীবন।
বিরহে শিক্ত চমৎকার উপস্থাপন
দারুন
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
জিসান শা ইকরাম
একাকী জীবনে স্মৃতিই থাকে একমাত্র সম্পদ।
ভাল লেগেছে ছন্দের কবিতা।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো ভাইয়া।