যায় যদি তোর মায়ার কাজল
মুইছা চোখের জলে
নিস লুকাইয়া সংগোপনে
নীল শাড়ির আঁচলে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর ছুঁইতে পারে
দূর আসমানের চাঁন
একলা আমি অচিন পাখি
একলা আমার গান
মেঘ যদি তোর মনের কোণে
সজল হইয়া ওঠে
যত্ন কইরা হাসির রেখা
রাখিস তবু ঠোঁটে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর হইতে পারে
সমানে সমান
একলা আমি অচিন পাখি
একলা আমার গান
বৃষ্টি যদি তোর দরজায়
নাড়ায় কড়া জোরে
দিস না নজর তুই তাহাতে
থাকিস ঘুমের ঘোরে
আমার কথা ভাবিস নারে
সবাই কি আর বান্ধতে পারে
পরানে পরান
একলা আমি অচিন পাখি
একলা আমার গান
ছবি: সংগৃহীত
১০টি মন্তব্য
অরুনি মায়া অনু
অনেকদিন পর আপনার লেখা পড়লাম। সুন্দর গীতিকবিতা।
দীপংকর চন্দ
ধন্যবাদ অনেক।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
শুভকামনা জানবেন। অনেক।
ভালো থাকবেন। সবসময়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
একলা আমি অচিন পাখি
একলা আমার গান -{@
মাঝে মাঝে ভিন্ন স্বাধের কবিতা পড়তে পাড়ি। -{@
দীপংকর চন্দ
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন সবসময়।
মৌনতা রিতু
ছন্দময় কবিতা। সুন্দর।
দীপংকর চন্দ
কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
নীলাঞ্জনা নীলা
বাহ! গীতিময় ছন্দ দেখছি!
ভালো লাগলো।
দীপংকর চন্দ
অনেক অনেক ধন্যবাদ।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
নীলাঞ্জনা নীলা
আশা করি এখন থেকে নিয়মিত হবেন।
দীপংকর চন্দ
সম্ভব নয় মনে হয়!
মূলত ব্লগ যতটুকু মনযোগ দাবী করে, ঠিক সে ধরনের স্থিতি এ সময়ের জীবন যাপনে নেই আমার।
তবু চেষ্টা থাকবে যথাসাধ্য আপনাদের সান্নিধ্যে থাকার।
ভালো থাকবেন। অনেক।
শুভকামনা।