বোহেমিয়ান ইচ্ছেগুলো ছুঁয়ে ছুঁয়ে
নজরবন্দী করে ঢুকাই ভ্রমনব্যাগে
এর ফাঁকে ঢুকে যায় তোমায় দেয়া
এক মুঠো প্রেম ….
জোছনাধোঁয়া রাতে তোমার চোখে স্বাপ্নিক আহ্বান …
অমাবস্যা পূর্ণিমায় তুমি লব্ধুক আমার
স্বপ্ন উজাড় করা মোজার্ট এর বিথোভেন ।
এক মুঠো প্রেম , এক মুঠো স্বপ্ন
নিতে চাতক হয়ে উড়ে যাই তোমার
কাছে এখনো নাজিফাহ ….
কে দেয় তোমাকে মেঘের আঁচল ?
বসন্তের সমীরণ কেন তোমার চুলে দোলে ?
শিউলি কেন ফুটে তোমার হাসিতে ?
প্রিন্স মাহমুদ
৬টি মন্তব্য
তন্দ্রা
ভাই, সুন্দর
এই মেঘ এই রোদ্দুর
সুন্দর লেখা । কিন্তু এত ফাকা হয় কেন?
মা মাটি দেশ
(y) (y) (y) ভাল লাগল রোমান্টিকের বর্ণনা।
নাজনীন খলিল
ভাল লাগলো।
খসড়া
ভাল লাগলো।
নীলকন্ঠ জয়
বেশ লাগলো। রোমান্টিক।