ঘুমিয়ে ঐ কেগো নেশার পেয়ালা পিয়ে
লুপ্ত চেতনা স্পন্দনে লাশ যেন জিয়ে।
সত্যের ডেরায় গর্বিত পদচারণে
মিথ্যা একোন অশ্লীল নগ্ন রুপায়নে।
হিংস্রতায় সারাজাহান ছারখার
আঘাতে রক্তাক্ত মানবতা অনিবার ।
জাগো হুংকারে সিংহ সাবক দল
ক্লান্তি ভুলে ভাঙ্গো পাপের এ শৃংখল।
যুদ্ধের দামামা বাজে শুনো দিকে দিকে
জুলুম অবসানে মরন ঘুর্ণিপাকে।
যিহাদের ময়দানে ঝড়াবি কে খুন
ইনসাফি ঝান্ডায় হটাওরে শকুন।
বীর সৈনিক ওগো মুজাহিদ জনতা
ক্রন্দন অশ্রু মুছে ফেল, গড় একতা।
৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন। ঐক্যের ডাকে সাড়া দিয়ে এমন করে সব দূর করতে হবে। ভালো লাগলো আপনার কবিতা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ঐক্য বা একতা পরিবার সমাজ ঠিকে থাকতে পারবে না মোটেও। একতার কোনো বিকল্প নেই।
ফয়জুল মহী
উপভোগ্য লেখা। সুখময় হোক সাহিত্যে বিচরণ ।
ইঞ্জা
চমৎকার লিখেছেন ভাই, খুব ভালো লাগলো।
ইঞ্জা
ভাই লেখাটি পড়ার অনুরোধ রইলো।
https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0/
নিতাই বাবু
জাগিবার এখনই শ্রেষ্ঠ সময়। “সময় গেলে সাধন হবে না”।
ভালো লাগলো দাদা।
হালিম নজরুল
ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
“বীর সৈনিক ওগো মুজাহিদ জনতা
ক্রন্দন অশ্রু মুছে ফেল, গড় একতা। “
বড়ই দুর্ভাগা স্বদেশ আমার
মানুষ বিপদ পড়লে কেউ করে করুনা।
কেউ মোদের হাসায়
চিকিৎসা ব্যাপারীরা কানে তালা দিয়ে
চোখ বুঝে ঘুমায়
ভাল লাগলো। শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
ক্লান্তি ভুলে পাপের শৃঙ্খল ভাঙুক এটাই চাই।
ভালো লিখেছেন,ভাই।