আমার সারাটা দিন, সারাটাক্ষণ
পৃথিবীকে দিয়ে দেব।
নিয়ে যাও আমার সব আনন্দ,
সুখের ঝাঁপি পুরোটাই তোমাদের।
এমনকি আমার শৈশবের খেলনা,
প্রিয় গল্পের বই, পুকুরঘাটের গাছ
– সব, সবকিছুই বিনা প্রশ্নে দিয়ে দেব!
শুধু দোহাই লাগে,
আমার বেদনার রাতটুকু নিওনা!
তাতে আমি নিঃস্ব হয়ে যাবো।।
৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
বাহ দারুণ তো…আচ্ছা নেবোনা, এমনিতেই অনেক কিছু দিয়ে ফেলেছেন -{@
খসড়া
ভাল লাগলো।
আদিব আদ্নান
সবই যখন দিলেন রাতটুকু আর বাকি রেখে কী কাজ ।
‘বোকারা’ কিন্তু এমন ভাবতে পারে না ।
নামটি বদলে ফেলবেন কীনা ভাবুন ।
স্বপ্ন নীলা
বাহ্ ! সুন্দর লিখেছেন