একটু সময়

বোকা মানুষ ১০ নভেম্বর ২০১৩, রবিবার, ১২:০৩:১৯পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ৪ মন্তব্য

আমার সারাটা দিন, সারাটাক্ষণ

পৃথিবীকে দিয়ে দেব।

নিয়ে যাও আমার সব আনন্দ,

সুখের ঝাঁপি পুরোটাই তোমাদের।

এমনকি আমার শৈশবের খেলনা,

প্রিয় গল্পের বই, পুকুরঘাটের গাছ

– সব, সবকিছুই বিনা প্রশ্নে দিয়ে দেব!

 

শুধু দোহাই লাগে,

আমার বেদনার রাতটুকু নিওনা!

তাতে আমি নিঃস্ব হয়ে যাবো।।

৫৪৫জন ৫৪৫জন
0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ