একটুখানি ইচ্ছে পোষণ

সুরাইয়া পারভীন ২১ মে ২০২০, বৃহস্পতিবার, ০৪:৫৯:০৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

 

তুমি কি আমার ভোর হবে,
শুনসান নিরব শান্ত ভোর?
রাত্রি জাগা নির্ঘুম জ্বালাময়ী-
দু’চোখে ঠোঁট ছুঁয়ে সু-শীতল করবে,
এনে দেবে শান্তির ঘুম?

তুমি কি আমার দুপুর হবে,
তপ্ত খাঁ খাঁ উদাসী অলস দুপুর?
মন কেমন নিয়ে জানালার গ্রিলে হাত রাখা-
খেয়ালি আমিকে আচমকা জড়িয়ে ধরবে,
অধরে অধর রেখে প্রাণবন্ত করবে?

তুমি কি আমার বিকেল হবে,
বিষণ্ণ বিষাদময় পড়ন্ত বিকেল?
আধ-ভাঙ্গা ঘুম ঘোরে মোড়ানো আমিকে
কল্প-কথায় বিভোর করবে,
স্বপ্নে ভাসাবে শুভ্র মেঘের ভেলায়?

তুমি কি আমার রাত হবে,
নির্জন নিস্তব্ধ ঘুটঘুটে আঁধার রাত?
এক পৃথিবী দুঃশ্চিন্তা মাথায় নিয়ে-
দখিনা বারান্দায় দাঁড়ানো আমির কাঁধে
আলতো করে ভরসার হাত রাখবে,
বলবে জানু আমি আছি তো!

৫২৪জন ৪২০জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ