তুমি কি আমার ভোর হবে,
শুনসান নিরব শান্ত ভোর?
রাত্রি জাগা নির্ঘুম জ্বালাময়ী-
দু’চোখে ঠোঁট ছুঁয়ে সু-শীতল করবে,
এনে দেবে শান্তির ঘুম?
তুমি কি আমার দুপুর হবে,
তপ্ত খাঁ খাঁ উদাসী অলস দুপুর?
মন কেমন নিয়ে জানালার গ্রিলে হাত রাখা-
খেয়ালি আমিকে আচমকা জড়িয়ে ধরবে,
অধরে অধর রেখে প্রাণবন্ত করবে?
তুমি কি আমার বিকেল হবে,
বিষণ্ণ বিষাদময় পড়ন্ত বিকেল?
আধ-ভাঙ্গা ঘুম ঘোরে মোড়ানো আমিকে
কল্প-কথায় বিভোর করবে,
স্বপ্নে ভাসাবে শুভ্র মেঘের ভেলায়?
তুমি কি আমার রাত হবে,
নির্জন নিস্তব্ধ ঘুটঘুটে আঁধার রাত?
এক পৃথিবী দুঃশ্চিন্তা মাথায় নিয়ে-
দখিনা বারান্দায় দাঁড়ানো আমির কাঁধে
আলতো করে ভরসার হাত রাখবে,
বলবে জানু আমি আছি তো!
২২টি মন্তব্য
মাহমুদুল হাসান
কাব্য যখন নেবে পিছু,
হতেই হবে কিছু না কিছু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
ভোর দুপুর বিকাল বেলা
থাকবে কাছে স্বজন
রাত পেরিয়ে সকাল বেলা
থাকুক সারাক্ষন।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
সর্বদা ভালোবাসার মানুষটির সাথে ভালোবাসা ও প্রেমে কাটুক। ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সন্ধ্যা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
দিদি,
জানু শব্দের অর্থ হাঁটু.. এখন কথা হলো, ভালবাসার মানুষটারে জানু বলে!!
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
আগে জানতাম না তো
অসংখ্য ধন্যবাদ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ফয়জুল মহী
অনন্য লেখা। অপরিসীম ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
জানুর কাছে প্রত্যাশার যা যা ফিরিস্তি
তাতে জানু পালিয়ে যাবার প্রবল সম্ভবনা।
বৃষ্টি উপেক্ষা করে কেউ যদি এসেই পড়ে
ভাল একটি কবিতা নিয়ে, তাতে অবশ্য না বলাত কিচ্ছু নেই।
চোখের কী অবস্থা?
সুরাইয়া পারভীন
ব্যথা কয় বন্ধ কর
জ্বলন কয় খুলে রাখ
চোখ কয় ওরে ছেড়ে দে রে
তোদের দুয়ের টানা-হেঁচড়ায়
প্রাণ যেনো আমার যায়
মন কয় আয়রে ঘুম আয়
ঘুম কয় না না আসবো না
মস্তিষ্ক কয় ওরে ছেড়ে দে রে
তোদের দুয়ের টানা-হেঁচড়ায়
মগজ ছিটকে বের হতে চায়
এই হলো অবস্থা। আজ আবার মাথা ঘুরে কয়েক চক্কর দিয়ে পড়তে পড়তে বেচে গেছি।
সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পড়তে পারছি না
কবে যে আবার সব ঠিক হবে
ভালো থাকুন সুস্থ থাকুন ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
এমন টানাহেঁচড়া হলেতো সমস্যা। আপনাকে বিশ্রামে থাকতে হবে। ডাক্তারের সাথে যোগাযোগ করতে পেরেছেন?
সুরাইয়া পারভীন
কতদ্দুর আর পালিয়ে যাবে
আসতে তো থাকে হবে
আমি যে খুঁজছি তাকে
ঠিক আসবে সুন্দর সুন্দর কবিতা নিয়ে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
শামীম চৌধুরী
আলতো করে ভরসার হাত রাখবে,
বলবে জানু আমি আছি তো!
সব জানুরাই আশা করে। দারুন হয়েছে।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
শান্তি কোথাও নেই। তবুও আমরা শান্তি খুজি।
ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
তবুও শান্তির জন্য
বৃথাই করি আস্ফালন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
সকাল দুপুর বিকেল রাত সবই তুমি একলা নিলে অন্য লোকে কি নেবে!
সুরাইয়া পারভীন
একটা তুমি থাকলে
অন্যকারো আর কি দরকার 😛😛
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
নিরব সাগর
অনেক গুলো ইচ্ছা পোষণ করেছেন তো
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
এ আর এমন কি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়