একটি সাদা গোলাপ

নাজমুল হুদা ২৯ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০৯:০৪:২৫অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

বসতি বাগানে রক্তের ক্রোমোসোমে ফুটে গোলাপ;

স্বপ্ন ছিলো মাংসের তুফানে হেলেদুলে
কাউকে নরম ফুলের আধাআধি ভাগ দিবে
পরিশ্রমের ঘ্রাণ চুষে নিবে এক লাল ওড়নায়
পাপড়ির ন্যায় ছড়িয়ে দিবে পরস্পরের সুখ।

কথা ছিলো স্বাবলম্বী নারীর মতো
বাবা, মা, ভাই আর রাষ্ট্র
সুনিপুণ কারুকার্যে হাতের সুতোয়
সেলাই করে আঁকবে মাতৃত্বের কঠিন ইতিহাস।

হঠাৎ কথা আর নিয়মের উল্টো পথে
দাঁড়ায়- ১:৪ কিংবা সমবয়সী দরবেশী খাদক
১৬ স্তরের সাজানো দাউদাউ আগুনে জ্বলে
রক্তের জোড়া ক্রোমোসোমে ফুটন্ত সেই গোলাপ।

এখন মৃত্যু পরবর্তী রাষ্ট্র থেকে জনসভার রাষ্ট্রে
রাষ্ট্র তুমি শিক্ষা নাও
সকল হত্যার শান্তিদূত কেবল একটি সাদা গোলাপে।

নেত্রকোনা, ময়মনসিংহ

৮৩৮জন ৬৮২জন

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ