একটি ছায়া ও একটি পাখী

ভোরের শিশির ২৬ অক্টোবর ২০১৫, সোমবার, ০৯:২৯:১৪পূর্বাহ্ন কবিতা ৭২ মন্তব্য

কিছু মানুষ সারি সারি

কিছু সবাক ডাকাডাকি,

আগুনের ছায়া কাঁচ দেয়ালে।

কিছু ফানুস কাড়াকাড়ি

কিছু স্বপ্ন বাড়ি গাড়ি,

বিষাদের কালো ছায়ার আড়ালে…

 

গুবরে পোকা সারি সারি

মগজের জং ধরা মেঝেতে,

কিছু গাছে পাথর নুড়ি

পাহাড়ের ধ্বনি সবুজে,

মানুষ আমি চিলে ঘুড়ি

আকাশের নোনা ধরা মেঘেতে…

 

একটি ছায়া আর একটি পাখি

কিছু বিষাদ আর শব্দ ভঙ্গি,

এলোমেলো ভাবনার খেয়ালে…

একটি জীবন আর কিছু স্মৃতি

না বলা কথা এলোপাথারি,

জীবনের ছুটে চলার রাজপথে…

৫৭২জন ৫৭২জন
0 Shares

৭২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ