একটি উন্নত মানের কবিতা

রাহুল উজ্জ্বল ৬ অক্টোবর ২০১৩, রবিবার, ১১:৩৫:৩৫অপরাহ্ন অন্যান্য, কবিতা ৪ মন্তব্য

ভালবাসি ভালবাসি ভালবাসি
কত বলব তোমায়,
ভালবাসা দিবে কিনা বল
নয়তো আমি ঘুমায়।

নয়তো শাহাজান
তবু নিয়ে যাবো সুন্দরবন,
বাঘ দেখাবো হরিণ দেখাবো
আরো দেখাবো ভারতীয় বিদুৎ এর উৎপাদন।

ভেবনা আমি শফি,
বলবো না তোমায় তেঁতুল,
তাই বলে ভেবনা আমি গয়েশ্বরের মত আবুল।

গাড়ি আছে বাড়ি আছে
এইসব বলে ভাড়ায়ও না দাম,
তুমিও মনে রেখো কিন্তু আমার নেতা তারেক রহমান।

৫৯৭জন ৫৯৭জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ