একটি অদ্ভুত ভৌতিক ঘটনা১

সঞ্জয় কুমার ১৫ জুন ২০১৪, রবিবার, ০৯:০৭:৪৫পূর্বাহ্ন গল্প, সাহিত্য ৭ মন্তব্য

একটি অদ্ভুত ভৌতিক ঘটনা ১

ঘটনাটা আজ থেকে প্রায় একযুগ আগের

আমি কখনোই ভুত প্রেত এ বিশ্বাস করতাম না এখনও করি না । তবে ঐ ঘটনার যুক্তি সঙ্গত ব্যাখ্যা আজও পাইনি । হয়তো কোনদিনও পাব না ।

এবার মূল ঘটনায় আসি ।

আমরা আগে যে বাড়িটাতে ভাড়া থাকতাম ওটা ছিল অনেক পুরোনো আমলের । এমনকি ঐ বাড়ি টা বর্তমানে সরকার ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে ।

আমাদের পাশে আরও একজন প্রতিবেশী ছিলেন । তাঁরাই প্রথম ব্যাপারটা বুঝতে পারে ।

ওরা প্রায়ই মাকে এই ব্যাপারে বলত ।
যেহেতু আমি এগুলো বিশ্বাস করতাম না তাই গুরুত্ব দিতাম না ।

কিন্তু হঠাৎ একদিন রাত বারটার দিকে

চলবে………………….

৫২৮জন ৫২৮জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ