একটি অদ্ভুত ভৌতিক ঘটনা ১
ঘটনাটা আজ থেকে প্রায় একযুগ আগের
আমি কখনোই ভুত প্রেত এ বিশ্বাস করতাম না এখনও করি না । তবে ঐ ঘটনার যুক্তি সঙ্গত ব্যাখ্যা আজও পাইনি । হয়তো কোনদিনও পাব না ।
এবার মূল ঘটনায় আসি ।
আমরা আগে যে বাড়িটাতে ভাড়া থাকতাম ওটা ছিল অনেক পুরোনো আমলের । এমনকি ঐ বাড়ি টা বর্তমানে সরকার ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে ।
আমাদের পাশে আরও একজন প্রতিবেশী ছিলেন । তাঁরাই প্রথম ব্যাপারটা বুঝতে পারে ।
ওরা প্রায়ই মাকে এই ব্যাপারে বলত ।
যেহেতু আমি এগুলো বিশ্বাস করতাম না তাই গুরুত্ব দিতাম না ।
কিন্তু হঠাৎ একদিন রাত বারটার দিকে
চলবে………………….
৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
অপেক্ষায় থাকলাম —
সঞ্জয় কুমার
আমিও অপেক্ষায় আছি কখন পরের অংশ দেব
শুন্য শুন্যালয়
আরে আপনি শুরুই করতে পারলেন না, বললেন চলবে?
তারাতারি দিন পরের টা..
সঞ্জয় কুমার
বড় লেখা একবারে দেয়া নিষেধ
মশাই
মানি না এই নিষেধ। ব্লগ সঞ্চালক সাহেব এখন ঘুমাচ্ছেন দিয়ে দিতে পারেন।
মশাই
শুরুইতো করলেন না তাই অপেক্ষা ছাড়া আর কি ?
সঞ্জয় কুমার
আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম