মাঝে মাঝে হুট-হাট অনেক ব্যস্ত হয়ে যাই আমরা,
প্রিয় মানুষটিকে বোঝানোর প্রয়োজন মনে করি না কতটা ঝামেলায় আছি, ভাবি সে আমায় বুঝে নেবে…
তাই কি সব সময় হয়?
ভালোবাসা কি কোন যুক্তি বোঝে?
সেতো সবসময়ই অবুঝ!
ঘুম থেকে উঠার পর থেকেই আমার শঙ্খকে দেখতে ইচ্ছে করছে…
শঙ্খ তুমি কি করছ?
খুব বেশী কি ক্ষতি হবে একটু সময় অপচয় করলে, একটু আমার মনে করলে???????
১৪টি মন্তব্য
খসড়া
শঙ্খ নিশ্চই সময় দেবে 🙂
দিলরুবা মুন
🙂
আফ্রি আয়েশা
শঙ্খ সময় দিবে এই প্রত্যাশা করি 🙂
দিলরুবা মুন
ধন্যবাদ
জিসান শা ইকরাম
শঙ্খ আছে হয়ত কোন জরুরী কাজে
কাজ শেষ হলেই অবন্তিকে সময় দিবে
অবশ্যই দিবে – এমন আন্তরিক আহ্বান উপেক্ষা করার সাধ্য শঙ্খর নেই ।
লিখতে থাকুন — এমন টুকরো টুকরো ভালোবাসার কথা (y)
দিলরুবা মুন
🙁
আদিব আদ্নান
শঙ্খ সময় না দিলে বা ক্ষতি কী ?
অন্য কেউ দেবে , বা অন্য কারো সময়ের প্রয়োজনীয়তা নেই আমার ।
দিলরুবা মুন
😮 ;(
লীলাবতী
ভালো লেগেছে আপু ।
দিলরুবা মুন
ধন্যবাদ 🙂
কৃন্তনিকা
সুন্দর…
দিলরুবা মুন
চেষ্টা করেছি… 🙂
নিশিথের নিশাচর
শঙ্খ তুমি কি করছ?
খুব বেশী কি ক্ষতি হবে একটু সময় অপচয় করলে, একটু আমার মনে করলে???????
বলতে ইচ্ছে হয় জানতে ইচ্ছে হয় কিন্তু পারি না।
তবে এতটুকু জানি খুব সুখে আছে।
ভালো লাগলো। (y) ++++++++++++
দিলরুবা মুন
আপনাদের ভালো লাগলো জেনে আমারও খুব ভালো লাগলো