তাকে দেখেই কেমন যেন চেনা চেনা লাগছিল … ভীর থেকে কিছুটা দূরে একাকী নিঃসঙ্গ অবস্থায় বসে আছেন। বটগাছের সিমেন্টের বেদীতে, দু’পায়ের উপর হাত, দু’হাত মুষ্টিবদ্ধ। উস্কখুস্ক চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। চার পাঁচ দিন সেভ করেননি। দেখে মনে হয় ঝিমুচ্ছে।
কাছে যেতেই চিনে ফেললাম, আরে এতো আমাদের সোনেলার মডু ড্যাস ড্যাস ভাই 🙂
উম্মমহুউউ উম্মহুউউ গলায় শব্দ করতেই চোখ তুলে তাকালেন, আমাকে দেখে মুখে ম্লান হাসি।
আমিঃ ভাই কেমন আছেন? কি অবস্থা?
মডু ভাইঃ এইতো আছি, অবস্থা CDMKB
আমিঃ মানে? কম্পিউটারের কোন নতুন কোর্স নাকি ?
মডু ভাইঃ আরে না ছেড়ে দে মা কেঁদে বাঁচি (CDMKB)
আমিঃ এইডা কি কইলেন ভাই? ভালোই তো আছেন, ব্লগের মডু,আমরা সবাই ভয় পাই।
মডু ভাইঃ জিসান ভাই, প্লিগ লাগে আপনি আমার এই মডু গিরি নিয়া যান।
আমিঃ কেন ভাই কী ঘটনা বলেন তো?
মডু ভাইঃ কেন যে মডু হইলাম, নাওয়া খাওয়া সব শেষ, নিদ্রা কুসুম তেল মাথায় দেই ঘুমের জন্য, মাগার কাম করেনা।
আমিঃ আমাদের মাথার উপরে ছড়ি ঘুড়ান আপনারা কত মজা/আনন্দ।
মডু ভাইঃ ভাই, কেমনে এইডা ছাইর্যা দিমু, হেই চিন্তা কর্তাছি।
আমিঃ খুইল্যা বলেন তো ভাই।
মডু ভাইঃ হাসতে হাসতে রাজী হয়েছিলাম মডু হতে, এখন আর বেড় ও হতে পারিনা :(আমিঃ বেতন-টেতন কেমন পান?
মডু ভাইঃ কিসের বেতন? ব্লগই তো চলে কয়েকজনার টাকায়, আয় আছে নাকি ব্লগে?
আমিঃ বলেন কি? বিনা বেতনে মডু গিরি?
মডু ভাইঃ হ, NKBMT 🙁
আমিঃ ভাই বুঝি নাই
মডু ভাইঃ উফ আপনাদের নিয়ে সমস্যা,NKBMT নিজের খাইয়া বনের মোষ তাড়াই
আমিঃ আহারে 🙁
কিছুক্ষণ চুপচাপ এরপর আবার জিগাই
আমিঃ আজকাল তেমন ব্লগে দেখি না আপনাকে,পোস্টও দেননা আগের মত,কমেন্ট করেন না।
মডু ভাইঃ কামলা মানুষ ভাই আমি। কামলারা নিজের জন্য কিছু করার টাইম পায়? দিন রাত পরিশ্রম করে পরিবারের সবার চাহিদা মেটায়, আনন্দে রাখে। আমার আনন্দের সময় কই?
আমিঃ পরিবারের দু একজন যে বিলিক ছিলিক করে, কষ্ট হয়না আপনার?
মডু ভাইঃ নারে ভাই, তাদের হাসিতেই আমার আনন্দ। আল্লাহ নির্দিষ্ট করে দেন সবার দায়িত্ব। একদল আনন্দহীন থাকবে, একদল আনন্দ করবে। (বিশাল এক ভাব নিয়ে কথা)
আমিঃ ভাই কি সব কন, মাথার উপরে দিয়া যাইতাছে। ব্লগে আসলে আপনাদের তেমন কাজ কাম নাই, সারাদিন দেখেন শুধু কেউ নীতিমালা ভঙ্গ করছে কিনা?
মডু ভাইঃ কাজ নাই? দেখেন তাইলে গতকাল কি করেছি।
* পাসোয়ার্ড ভুলে গেছে ১১ জনে, নতুন পাসওয়ার্ড দিছি সবাইরে।
* ছবি আপলোড কেমনে করে, শিখাইছি ৩ জনেরে
* লগইন হইতে পারে না ৫ জনে, বইল্যা দিছি এমন এমন করেন।
* ছবি ৭০ কেবির সাইজের মধ্যে কেন রাখছি, এইটা বুঝাইছি ১ জনেরে
* শিরোনাম বাদে পোষ্ট আসছিলো ২ টা, তা মুছে ফেলছি।
* রাতে হঠাৎ সাইট মোবাইল ভিউ হয়ে গেছিলো, সেইটা ঠিক করেছি
* নতুন আইডি করবে পারেনা, এমন ৬ জনকে সিষ্টেম বলে দিছি।
এরপর বলেন, কোন সময় নিজে লেখি? কোন সময় অন্যের লেখা পড়ে কমেন্ট দেই? 🙁
আমিঃ এত কাজ করতে হয় একজন মডুকে? আহারে
মডু ভাইঃ হ ভাই, আচ্ছা আমি এখন যাইগা, ভালো থাইক্যেন।
আমিঃ আপনি ভালো থাইক্যেন ড্যাস ড্যাস ভাই। শুভ কামনা -{@
মডু কামলা হইয়া আমাদের সোনেলা ঠিক রাখুক, আল্লাহ তার কাজ নির্দিষ্ট কইর্যা দিছেন। আমরা মনের আনন্দে ব্লগিং করতে থাকি, আল্লাহ আমাদের কাজও নির্দিষ্ট কইর্যা দিছেন। আসুন আনন্দ করি, মডুর কষ্ট দেখার টাইম আমাদের নাই 🙂
৫৫টি মন্তব্য
অরুনি মায়া
মডু ভাইয়ের জন্য কষ্টইই লাগছে। আহারে কামলা খাটতে খাটতে বেচারা আনন্দ করতে পারেনা। জিসান ভাইয়া আমি কিন্তু আপনার মাঝেও একজন ভবিষ্যৎ কামলার ছায়া দেখতে পাচ্ছি।
জিসান শা ইকরাম
সেটাই,কামলারও মন আছে, আনন্দ আছে এটা আমরা ভুলে যাই।
আমরা কত নিষ্ঠুর—
না,কামলা হমু না,আনন্দ ফুর্তির দরকার আছে জীবনে।
অরুনি মায়া
চলুন আনন্দ করি 🙂 :D) \|/
ছাইরাছ হেলাল
মডু নিপাত যাক, মডুদের এ সব ভুংভাং কথা বার্তা বিশ্বাস করি না।
এক দেড় গণ্ডা মানুষের ব্লগ তা নিয়ে এত্তো গল্পের কিছু নাই।
তেলাপোকা ও পাখি, সোনেলাও আবার ব্লগ।
আজগুবি কথা বার্তা বাদ দিন। মডুডারে আবার পাইলে খবর দিয়েন, ভাব ধরা ছাড়িয়ে দেব।
তয় ল্যাহা কিন্তু মন্দ অয় নাই।
জিসান শা ইকরাম
ঠিক ঠিক,
কোথায় জুতার তলা আর কোথায় বকুল তলা।
আবার পাইলে গান শুনাইয়া দিমু… মডু মডু ডাক পাড়ি……… মডু যাবে শ্বশুর বাড়ি
শুন্য শুন্যালয়
সোনেলা ব্লগ নিয়ে আউলফাউল কেউ কিছু বললে রামধোলাই দেয়া হবে, সাবধান।
ছাইরাছ হেলাল
উরি বাব্বা, আপনি মডু নাকি।
কুর্নিশ বা নতজানু প্রণাম নিন, এ যাত্রা মাফ করে দিন।
যেখানে বাঘের ভয় সেখানে কতকিছু হয়……
জিসান শা ইকরাম
আমিও আছি আফা আপনার পিছে,
রামধোলাই কারে কয় এইবার শিখতে হইবোই।
শুন্য শুন্যালয়
ব্যাপারনা, হাতেকলমে শিখায়ে দিমুনে 🙂
জিসান শা ইকরাম
প্রাকটিকাল শিক্ষাই সর্বোত্তম শিক্ষা।
অরণ্য
“আসুন আনন্দ করি”। 🙂
মডুদের যে এত কাজ কাম তা আজ জানলাম।
জিসান শা ইকরাম
আসুন আনন্দ করি।এর চেয়েও নাকি দু একদিন বেশী কামলা খাটতে হয় 🙂
ব্লগার সজীব
ড্যাশ ড্যাশ মডু ভাই দুস্ক কইরেন না ‘আল্লাহ তার কাজ নির্দিষ্ট কইর্যা দিছেন’।কি আর করবেন মাইন্যা নেন।আপনি কামলা খাটেন,আমরা মুড়ি খাই :D)
জিসান শা ইকরাম
একমত আপনার সাথে।
মডু হইতে বলছে কে? এখন দুঃখ কইর্যা লাভ কি?
খেয়ালী মেয়ে
সোনেলার মডুর নাম ড্যাস ড্যাস 😮
ড্যাস ড্যাস ভাইয়া কত্তো কষ্ট করে, আহারে!!!!!!!!!!!!!
ভাগ্যিস জিসান ভাইয়া মডু দলে নাই 🙂
আর একটা কথা এই বটগাছ তলায় একদিন আমিও বসবো,খঞ্জন পাখির মতো আমার নামটা জানতে চাইবো তার কাছে 🙂
জিসান শা ইকরাম
হ্যাঁ ড্যাস ড্যাস নাম।
এর কষ্ট আর বঞ্চনার ইতিহাস শুনে আমি মডু হবার ইচ্ছে সাথে সাথে ত্যাগ করেছি 🙂
বট গাছ তলায় একটা দিন সবাই আড্ডা দিতে পারলে খুবই ভালো লাগতো।
খেয়ালী মেয়ে
খুব ভালো করেছেন ইচ্ছেটা ত্যাগ করে–ভুলেও কখনো মডু হইতে যাবেন না 🙂
হুমমম খুব ভালো হতো ঐবটতলায় একটা আড্ডা দিতে পারলে..
জিসান শা ইকরাম
মাথা খারাপ হইছে নাকি আমার?মডু হইলে সব আনন্দ থেকে বঞ্চিত থাকা লাগে।আনন্দ করতে চাই,মডু হতে চাই না।
খেয়ালী মেয়ে
হুমমম মডু হতে যাবেন না 🙂
আর একটা কথা, এই ড্যাস ড্যাস ভাইয়াকে কিন্তু আমিও ভীষণ বিরক্ত করি 😀
জিসান শা ইকরাম
বিরক্ত করো? বলো কি, তমিও এই ড্যাস ড্যাস ভাইকে চেনো? ব্লগে তাইলে কোন সমস্যায় পরলে তোমাকে বললেই সমাধান হবে,বুঝতে পেরেছি 🙂
শুন্য শুন্যালয়
আল্লাহ্ আমাদের কাজ ও নির্দিষ্ট কইরা দিছেন, মডু গো এতো কষ্ট দেখার টাইম নাইক্কা \|/
ড্যাস ড্যাস ভাইয়ের জন্য কষ্টে মনটা আঁকুপাঁকু করতেছে কিন্তু জিসান ভাই আপনি তার নামখানা উহ্য রাখিলেন কেনে ? আমিতো এতদিন আপনারে মডু ভাবতাম, একটু ডর ডরও লাগতো, এইবার পাইছি।
কি সব যে লেখেন না জিসান ভাই, এইটা কোন লেখা হইলো? আর ঠিক করে বলেন আপনি কি আপনি নাকি আপনি সে?
অন্যের দুঃখ দেখে হাসতে ভালোই লাগে। আমিও হাসলাম পোস্ট টা পইড়া। বেচারা ড্যাস ড্যাস ভাই 😀
জিসান শা ইকরাম
বাতাসে খবর আছে,আপনিও নাকি মডু?
ঐ দিন আপনারেও খুজেছি,একজনরে দেখছিলাম চোখে সানগ্লাস নিয়া ভাব ধইরা বইসা আছে
কাছে গিয়া দেখি আপনে না।
আমি আমি না,আমি সেও না আসলে।কে যে কি লিখতাছি বুঝতাছি না।
হ,আমাগো আনন্দের জন্যই তো ড্যাস ড্যাস ভাই আছেন, আনন্দে আনন্দাইত হই 🙂
শুন্য শুন্যালয়
সোনেলার মডুরা কি ভাবের লোক নাকি সবাই, কেউ ভাব ধইরা বসে থাকলেই মডু ভাবেন ক্যানে ;? আপনি কিঞ্চিত ভুল শুনেছেন বাতাসের কথায় প্ররোচিত হয়ে, আমি আসলে মডুর মডু। মডু যদি ছড়ি ঘোরায় আমি ঘুরাই বাঁশ। আর নীতিমালা ভঙ্গের শাস্তির কথা পরে কইমুনে।
ছাইরাছ হেলাল
হুজুর বাঁশ ডরাই খুপ।
জিসান শা ইকরাম
ওরে বাপ্রে, মডুর মডু!! বাঁশ এর ভয় দেখায় প্রকাশ্যে, কি দিন কাল আইলো।
কলি কাল ঘোর কলি কাল।
শুন্য শুন্যালয়
শুধু বাঁশের ভয় দেখাতেই এই অবস্থা? নীতিমালা ভঙ্গের শাস্তির কথাতো এখনো বলিনাই। তখন ফুলকালও ইয়াদ এসে যাবে।
জিসান শা ইকরাম
ফুলকাল এর কথা শুনিনি কোনদিন
এটি মনে হচ্ছে তিন কালকে বুঝিয়েছেন।
নীলাঞ্জনা নীলা
যাক ভাগ্য ভালো নানা তুমি মডু না। বেটারে পাইলে ভালো কইরা ধুনা দিতাম। ছবি রাখসে ৭০ কেবি সাইজে। এডিট করা একটা ঝামেলা।
নানা ব্যাপক আনন্দ পাইলাম। বাসে বসে জোরে হাসতে পারিনি, এখন আবার পড়লাম হাসছি :D)
জিসান শা ইকরাম
ধুনা দেয়া চলবেই।
৭০ কেবি সাইজের মধ্যে ছবি আনতে কত খুইজ্যা VSO Image resizer ডাউনলোড করেছি।নইলে তো ফটোই দিতে পারতাম না। এই কষ্ট তো ড্যাস ড্যাস ভাইরাই করাইল 🙂
নীলাঞ্জনা নীলা
সে আর কইতে? ধুনা দিতে যা মজা।
ড্যাস ড্যাস ভাইগো আপনারে ধুনা খাওয়াবো।
সঞ্জয় কুমার
মডু সাহেব কে কেমন চেনা চেনা লাগল ।
ড্যাস ড্যাস মডু ভাই ভাল থাকবেন
জিসান শা ইকরাম
দিনের আলোতে চিনেছি, নইলে তো চিনতে পারতাম না 🙂
তানজির খান
চরম মহা মজা পেলাম পড়ে।
ড্যাস ড্যাস মডু ভাই ভাল থাকবেন -{@ -{@
জিসান শা ইকরাম
আজকের শেষ খবর পাওয়া পর্যন্ত ভালো আছে সে -{@
মেহেরী তাজ
আহারে বেচারা মডু। না জানি কত কিছু লেখতে ইচ্ছা করে,মন্তব্যে কইতে ইচ্ছা করে কিন্তু সময়ের অভাবে পারে না। 🙁
ও হো ঠিকই আছে মডু গোর এমনই হওয়া উচিৎ আমার আবেদন মঞ্জুর করে নাই। :@
তাদের যা হয় হোক আসেন আমরা মজা করি। \|/
জিসান শা ইকরাম
মডু আমরা তো তাকে হতে বলিনি
এখন কান্না কাটি দেখার টাইম নাই আমাদের।
এরপর আবার তোমার আবেদন মনজুর করে নাই
আসো মজা লই 🙂
মেহেরী তাজ
হ্যা মজা মজা মজা…
জিসান শা ইকরাম
🙂
অনিকেত নন্দিনী
ড্যাস ড্যাস মডু ভাই যে বটগাছের সিমেন্ট বাঁধানো বেদীতে বইসা দুঃখ করতাছে ওই বটগাছটা আমি চিনি। 😀
সোনেলা ব্লগের মডু হইয়াও তার নাম কেন ড্যাস ড্যাস হইলো এইটা তদন্তের দাবী রাখে। জিসান ভাই ব্যবস্থা নিয়েন, আমরা লগেই আছি।
ড্যাস ড্যাস বেচারার জন্য কয়েক গন্ডা দীর্ঘশ্বাস। আহারে বেচারা! তারও কতকিছুই না জানি লেখতে ইচ্ছা করে, কতই না মন্তব্যে আড্ডা দিতে ইচ্ছা করে! বেচারা কিছুই করতে না পাইরা আক্ষেপ করে। ^:^
যাই হোক, আল্লাহ্ পাক সবার কাজ নির্দিষ্ট করে দিয়ে ভালোই করছে। ড্যাস ড্যাস মডুগিরি করুক আর ভাব ধরুক, আমরা মজা করি। \|/
জিসান শা ইকরাম
এক সদস্যের তদন্ত টীম গঠনের জন্য দাবী জানাইলাম
আপনি যে তদন্ত কাজে সেরা এ বিষয়ে প্রমান পাইছি 🙂
মডুগো কষ্ট দেখার টাইম নাই আমাগো
আমরা আনন্দ করুম
মনের সুখে লিখুম,মন্তব্য দিমু 🙂
স্বপ্ন
মডু ভাই এর জন্য মায়া হয়।আহারে 🙁
জিসান শা ইকরাম
আল্লাহ্ পাক সবার কাজ নির্দিষ্ট করে দিয়েছেন, কিছু করার নেই।
নীতেশ বড়ুয়া
উচিত হইসে, মডু হইয়া আমাদের সাথে কথা কয় না…
এক্কেরে উচিত সাজা :c :D)
জিসান শা ইকরাম
হা হা হ হা , উচিৎ সাজা হইছে।
নীতেশ বড়ুয়া
USH মানে কি??? নেক্সট টাইম মডুরে পাইলে DBSLLD সাথে রাইখ্যা দিমু :@
জিসান শা ইকরাম
আচ্ছা রাইখ্যেন 🙂
নীতেশ বড়ুয়া
:D)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
যখন পোষ্ট করেছেন সেই রাতেই বাসায় লেপটপে পড়ে ব্যাপক হেসেছি এবং সে রাতে ঘুমও হয়েছিল এ যাবৎকালের সেরা
এমন পোষ্ট আপনার দ্বারাই হয়
\|/ \|/ \|/ \|/ \|/ \|/ -{@ -{@
জিসান শা ইকরাম
মডুদের কষ্ট দেখার টাইম নাই আমাদের 🙂
মোঃ মজিবর রহমান
ভাইসাব এত স্বার্থপর কখন থেকে?
মডুরা কি বেরসের ঝাক্কি।
তবে এক্কান ঠিক হইছে ছড়ি ঘুরানো কম্বে তাতে।
জিসান শা ইকরাম
আল্লাহ্ সবার কাজ নির্দিষ্ট করে দিছেন ভাই 🙂
নুসরাত মৌরিন
হুম। সত্যিই মডু ভাই এর অনেক কষ্ট। তার কথাবার্তা কাজকর্মে মনে হচ্ছে তারে চিনি।যাহোক,আপনি আমার হয়ে তারে সালাম দিয়ে দিয়েন জিসান ভাই।আমারেও মডু ভাই অনেক কিছু শিখাইছিল,যখন আমি ব্লগে লেখা শুরু করছিলাম…। 😀 :p
জিসান শা ইকরাম
আচ্ছা আপনার ছালাম তাকে পৌঁছে দেবো।
শিখাইবে না কেন?
আল্লাহ্ সবার কাজ নির্দিষ্ট করে দিছেন 😀
লীলাবতী
ভালো হয়েছে,আমাদের আনন্দের ব্যবস্থা মডু ভাই করবেন,তার আনন্দের কি দরকার? 😀
জিসান শা ইকরাম
হুম ঠিক, মডুর আবার আনন্দ কিসের?