একজন আত্মঘাতীর চিরকুট

সাদিক মোহাম্মদ ২২ জুন ২০১৪, রবিবার, ১২:১৭:৪৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

তোমার ব্যাকুল মৌনতা
কাব্যিক শরীর লুকাতে পারেনি ব্যাঞ্জনা
উত্তাল চোখে বাঁধ ভাঙা ঢেউ
নিমগ্ন নদীর আহ্বান

প্রতিদিন ছোট হয়ে আসে প্রার্থনা
বিশদ পৃথিবী-জীবন
নিভৃতে বেড়ে উঠেছে বিষাদ
বুকের গহীনে আত্মহননের প্রগাঢ় প্রবণতা

৪৩১জন ৪৩১জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ