এই সোনেলায়

বনলতা সেন ২ নভেম্বর ২০১৪, রবিবার, ০৭:৩৭:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

গুনগুনিয়ে মনের সুখে পথ চলি বৃষ্টিচাদরে মুখ ঢেকে
ফাঁকি দিয়ে আকাশকে,ভাবি পাবে না খুঁজে আমার ঠিকানা।
বৃষ্টি যে আকাশেরই খসে পড়া নীল পালক।

আবার আসিব ফিরে জলসিঁড়ির জল ছুঁয়ে,
শিশিরের সোনালি সকালে গুটিগুটি পা ফেলে
এই এই সোনেলায় আবারও,চোখজল মুছে
বিপুল কোন জ্যোৎস্নায়,জোনাকির আলো জ্বেলে।
========================================
বিরতি নিচ্ছি একটু —–পড়া ,লেখা ও মন্তব্যের উত্তর থেকেও।

১জন ১জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ