গুনগুনিয়ে মনের সুখে পথ চলি বৃষ্টিচাদরে মুখ ঢেকে
ফাঁকি দিয়ে আকাশকে,ভাবি পাবে না খুঁজে আমার ঠিকানা।
বৃষ্টি যে আকাশেরই খসে পড়া নীল পালক।
আবার আসিব ফিরে জলসিঁড়ির জল ছুঁয়ে,
শিশিরের সোনালি সকালে গুটিগুটি পা ফেলে
এই এই সোনেলায় আবারও,চোখজল মুছে
বিপুল কোন জ্যোৎস্নায়,জোনাকির আলো জ্বেলে।
========================================
বিরতি নিচ্ছি একটু —–পড়া ,লেখা ও মন্তব্যের উত্তর থেকেও।
৩৮টি মন্তব্য
ব্লগার সজীব
মানে কি ? কোথায় যাচ্ছেন আপনি? এটা কিন্তু ঠিক হচ্ছেনা দিদি।
বনলতা সেন
চাইলেই সব কিছু হয় না।
খেয়ালী মেয়ে
বিরতির সময়টুকু ভাল কাটুক–শুভকামনা রইলো..
বনলতা সেন
ভালই কেটেছে আপনাদের আশীর্বাদে।
ওয়ালিনা চৌধুরী অভি
খুব কম আসি আমি এই ব্লগে। আপনার লেখা নিয়মিত পড়ি। আজ এসে কেমন এক বিষাদের মাঝে পরে গেলাম। সোনেলার জন্য যার এত টান, সে কেন বিরতি নেবে ?
বনলতা সেন
আবারও লিখব এখানেই। পড়ব ও।
মেহেরী তাজ
কই কই কই যাবেন??? যে সোনেলা থেকে বিরতি নিচ্ছেন???
বনলতা সেন
সোনেলা থেকে বিরতী নেয়া যায় না।আপনাদের সাথেই আছি।
লীলাবতী
কি যে হয় আপনার মাঝে মাঝে 🙁 প্রথম থেকে আছেন, একটি অংশ হয়ে গিয়েছেন আপনি সোনেলার । জোনাকির আলো হয়ে ফিরে আসুন আবার। অপেক্ষায় থাকব আমি আমরা।
বনলতা সেন
আপনাদের জন্য ফিরতেই হয়। ফিরেই আসি।
মোঃ মজিবর রহমান
আপনার পথ চেয়ে বসে থাকব
দিদি
আমাদের ছেড়ে ভালো থাকুন
জানি কোন গুরু দায়িত্বে
পাড়ি জমাচ্ছেন।
শুভেচ্ছা রইল
সংগে রইল আপনার প্রতি শ্রধ্বা।
বনলতা সেন
আমিতো এসেছি কিন্তু আপনি তো নেই।আপনিও আসুন।
রিমি রুম্মান
বিরতিকাল ভাল কাটুক। ভালোয় ভালোয় ফিরে আসুন। শুভকামনা।
বনলতা সেন
এসেছি ফিরে ,আপনার জন্যও শুভ কামনা।
নুসরাত মৌরিন
জলদি করে চলে আসুন দিদি…।
বনলতা সেন
এসে পড়েছি, কিন্তু আপনি?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম যেতে নাহি দেবো তবুও যেতে দিতে হবে… প্রয়োজনে।ভালোয় ভাল ফিরে আসুন।
বনলতা সেন
ভালোয় ভালোয় ফিরতে পেরেছি আপনাদের মাঝে।
ছাইরাছ হেলাল
বিরতি! হতেই পারে। নাছরিনকে অবশ্যই মিস করব মনে প্রাণে।
বনলতা সেন
নো মিস।
জিসান শা ইকরাম
কি যে হয় আপনার মাঝে মাঝে।
ভালো থাকুন।
ফিরে আসার সময় আরো বেশি কিছু নিয়ে আসবেন।
শুভ কামনা।
বনলতা সেন
বেশি কিছু এনেছি এমন কথা দিচ্ছি না।তবে কিছু তো এনেছি ই।
শুন্য শুন্যালয়
বৃষ্টি চাদরে মুখ ঢেকে আকাশ কে ফাঁকি দেয়া যায়না। আমাদেরও ফাঁকি দেয়া যাবেনা। কোথায় চললেন আমাদেরও একটু বলে যান। গুনগুনিয়ে মনের সুখে চলুন। আমরা দুখের দিনে আছি। কস্ট পেলেই চলে আসবেন।জ্যোৎস্না, জোনাকি ছাড়া কি আমরা ভালো থাকি? তবুও আপনি ভালো থাকুন। মিস করবো।
বনলতা সেন
এলাম আবার ও। আসার কথা ছিল না। তাও।
শুন্য শুন্যালয়
বুঝলাম না কি এমন ট্রেজারের সন্ধান পেলেন যেটা আমাদের চেয়েও দামী?
বনলতা সেন
সোনেলা থেকে দামি কিছু নেই আপনি জানেন।
শুন্য শুন্যালয়
ভালো আছেন তো? আপনি ভালো থাকলেই আমরা খুশি। আমরা অপেক্ষা করতে জানি।
বনলতা সেন
আমি হেরেছি।আপনার অপেক্ষা জয়যুক্ত হয়েছে। জয়যুক্ত হয়েছে।
শুন্য শুন্যালয়
সুস্বাগতম দেবী-মা। আমার জয়ের মেডেলটা আপনাকেই দিচ্ছি।
বনলতা সেন
সত্যি আমাকে অপরাধী বানাচ্ছেন। লজ্জা ও দিচ্ছেন।
শিশির কনা
এমন বিরতি আপনি আগেও নিয়েছেন। সময়টা ভালো কাটুক দিদি। মিস করছি আপনাকে।
বনলতা সেন
এখন কিন্তু আপনাকেও মিস করছি ফিরে এসে।
মেহেরী তাজ
বিরতি কি শেষ হয়নি?
বনলতা সেন
অবশ্যই শেষ হয়েছে।
জিসান শা ইকরাম
লোকজন হাহুতাশ করছে
কবে যে ধ্যান ভাঙ্গবে আপনার!
বনলতা সেন
এসে পড়েছি আবার।
নীলাঞ্জনা নীলা
বিরতি একটু নিচ্ছেন কোথায়? এক মাস অনেক লম্বা বিরতি। ফুল নিয়ে অপেক্ষা করছি -{@
বনলতা সেন
আপনি আগে ফুল নিয়ে এলে আরও আগেই এসে পড়তাম।
আপনাকেও ফুলেল শুভেচ্ছা।