এই যে জমানা

নীলাঞ্জনা নীলা ৭ এপ্রিল ২০১৯, রবিবার, ১০:৩৪:৩৪অপরাহ্ন অন্যান্য ৪৮ মন্তব্য

একঃ ভয়ঙ্কর প্রেম

ভালোবাসা উপচে এসে বলে,
“তোমার কাছে যাবো।
ফুচকা আর বাদাম ভাজা একসঙ্গে খাবো।”
এমন দশা ভালোবাসায় জানতাম যদি আগে
কিছুতেই অমন লাড্ডু খেয়ে
মাথার বারোটা বাজিয়ে
ছুটতাম না, ভাগতাম না, পালিয়ে যেতাম আগে।

দুইঃ নবজাতক

ইঁচড়েপাকা যায় কি দেখা এই জমানায়!
জন্ম নিয়েই সেলফি তোলে, ঠোঁট দুটো ব্যাঁকায়
বড়ো বড়ো চোখ মেলে পোজ দিয়ে তাকায়
ইঁচড়েপাকা যায় না পাওয়া এই জমানায়।

তিনঃ আদর্শলিপি

“বড়ো যদি হতে চাও, ছোট হও তবে’
এ লাইন শুনেছি সাড়ে তিনযুগ আগে
একগালে চড় দিলে আরেকগাল দিতে
বলেছিলো কে জানি, ভুলে যাইনি মোটে
“কথায় না বড়ো হয়ে কাজে বড়ো” হতে,
সেসব কথা এখন চলেনা যে মোটে।

চারঃ এই জমানায়

লায়লী-মজনু যুগ গ্যাছে সেই যে সেই কবে!
এখন আগেই ছোঁয়াছুঁয়ি, পরিচয়টা পরে
চিঠি চালাচালি হতো বইয়ের ই ভাঁজে
এখন কী আর সে দিন আছে
ভিডিও কলের যুগে!!!

পাঁচঃ বাঙালিয়ানা

এতোকিছুর বদল হলো
কেবল,
রবিবাবুর বাঙালীরা বদলায়নি আজোও
বাঙালিয়ানা ছেড়ে বলে,
“চলো লেটস গো!”

হ্যামিল্টন, কানাডা
৭ এপ্রিল, ২০১৯ ইং।

১জন ১জন
0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ