একঃ ভয়ঙ্কর প্রেম
ভালোবাসা উপচে এসে বলে,
“তোমার কাছে যাবো।
ফুচকা আর বাদাম ভাজা একসঙ্গে খাবো।”
এমন দশা ভালোবাসায় জানতাম যদি আগে
কিছুতেই অমন লাড্ডু খেয়ে
মাথার বারোটা বাজিয়ে
ছুটতাম না, ভাগতাম না, পালিয়ে যেতাম আগে।
দুইঃ নবজাতক
ইঁচড়েপাকা যায় কি দেখা এই জমানায়!
জন্ম নিয়েই সেলফি তোলে, ঠোঁট দুটো ব্যাঁকায়
বড়ো বড়ো চোখ মেলে পোজ দিয়ে তাকায়
ইঁচড়েপাকা যায় না পাওয়া এই জমানায়।
তিনঃ আদর্শলিপি
“বড়ো যদি হতে চাও, ছোট হও তবে’
এ লাইন শুনেছি সাড়ে তিনযুগ আগে
একগালে চড় দিলে আরেকগাল দিতে
বলেছিলো কে জানি, ভুলে যাইনি মোটে
“কথায় না বড়ো হয়ে কাজে বড়ো” হতে,
সেসব কথা এখন চলেনা যে মোটে।
চারঃ এই জমানায়
লায়লী-মজনু যুগ গ্যাছে সেই যে সেই কবে!
এখন আগেই ছোঁয়াছুঁয়ি, পরিচয়টা পরে
চিঠি চালাচালি হতো বইয়ের ই ভাঁজে
এখন কী আর সে দিন আছে
ভিডিও কলের যুগে!!!
পাঁচঃ বাঙালিয়ানা
এতোকিছুর বদল হলো
কেবল,
রবিবাবুর বাঙালীরা বদলায়নি আজোও
বাঙালিয়ানা ছেড়ে বলে,
“চলো লেটস গো!”
হ্যামিল্টন, কানাডা
৭ এপ্রিল, ২০১৯ ইং।
৪৮টি মন্তব্য
তৌহিদ
প্রথম হাজিরা দিলাম, আসছি।
নীলাঞ্জনা নীলা
অভিনন্দন প্রথম হবার জন্য। আপনাকেই চাইছে এই জমানা।
তৌহিদ
ধন্যবাদ আপু, জমানা কিন্তু বড্ড নিষ্ঠুর আজকাল।
নীলাঞ্জনা নীলা
সে আর বলতে! বড়োই নিঠুর এই দুনিয়া।
প্রহেলিকা
চাইলেই কি আর পালানো যায় ভালবাসা ফেলে
গরু মহিষ পাগলা বাছুর, সবাই আজ এক দলে!
শুন্য শুন্যালয়
আপনি কোনটা? 🙂
নীলাঞ্জনা নীলা
আমিও জানতে চাই শুন্য আপুর মতো।
প্রহেলিকা
নীলা আপু আপনি অন্তত শুন্য আপুর কথায় কান দিয়েন না। সবাই এক্ সময় টুকটাক এই দলে ভিড়ে। তাই বলে জিজ্ঞাসা করতে নেই কে কোনটা! 😐
নীলাঞ্জনা নীলা
তা অবশ্য ঠিকই বলেছেন। তবে অনেক আগে থেকেই আর ওই পথে হাঁটিনি। @লেখক প্রহেলিকা
নীলাঞ্জনা নীলা
তাইতো আমি ওই পথে নেই
যে পথে প্রেম আছে
গরু-মহিষ, পাগলা বাছুর
হাটুক ওই পথে।
প্রহেলিকা
গরু ছাগল ছুটে পিছে
পায় কেবল ঘাস,
এ জমানার প্রেম সে’তো
নিজ গলায় ফাঁস!
এ পিড়িতি কোন পিড়িতি
রোজ খেতে হয় ছ্যাকা,
তারচে ভালো, ঢের ভালো
দূরে দূরে থাকা।
নীলাঞ্জনা নীলা
আমি বাপু প্রেম করেছি
কোনো এক কালে
মাছের মতো ধরা খেলাম
জেলেদের জালে।
তাইতো বলি,
প্রেমের নামে ছাগল পোষা
সেটাই তবে ভালো
বিক্রি করে টাকা পেয়ে
ঘরে আনা যায় আলো।
প্রহেলিকা
জেলের জালে ধরা শুনি
ক’জন খেতে পারে
প্রেমের ভারে বহুজনে
ঘাড় ব্যাথাতেই মরে।
বাহ বাহ বাহ, বেশ বলেছেন
এই জমানার প্রেমিকযুগল
নীলাপুর কথা শুনো
প্রেমের ফাদে পড়ে বাপু
খেয়ো না তুলাধুনো।
নীলাঞ্জনা নীলা
এই সেরেছে, কী যে বলি
মাথা এলোমেলো
পাগল ছিলাম, পেত্নী হোলাম
হায়রে, এ আমার কী হলো!
প্রহেলিকা
থাক, থাক ওসব কথা
আজকে না’হয় থামি,
ছড়াকাব্যের চেয়েও বেশি
আপনার মাথা দামী।
নীলাঞ্জনা নীলা
এখন তবে শেষ হোক
ছন্দে ছন্দে কথা
আনন্দিত হোলাম আমি
নেই আর মাথায় ব্যথা।
প্রহেলিকা
সবচেয়ে সুন্দর শেষেরটা, বক্রোক্তি না আসলে, শ্লেষের অপূর্ব ব্যবহার পাঠকমন তৃপ্ত করে। শ্লেষাত্মক লেখা আমাকে টানে বেশি।
এই জামানায়টাও সুন্দর হয়েছে। সবগুলোই সুন্দর আসলে। খোঁচা দিয়া দিয়া ছন্দ মেলালেন হা হা।
লেখা একটু বেশি বেশি লিখেন।
নীলাঞ্জনা নীলা
খোঁচা দেবার মতো সুঁই কিংবা আলপিন খুঁজে পেলাম না। তাই তো এমন পথ ধরেছি।
লেখা লিখতে শিক্ষক দরকার। আপনাকে শিক্ষকের আসনে পেলে বেশি বেশি ই লিখতে পারবো।
প্রহেলিকা
লেখায় ছন্দে ছন্দে খোঁচা দিলেও এখন দেখি ডাইরেক্ট। কবিরা যে কেন কম লিখে বুঝি না।
নীলাঞ্জনা নীলা
হায় হায় এ কি বললেন!!! আমি আমার শিক্ষককে খোঁচা দেবো, ইম্পসিবল ফর মি।
জিসান শা ইকরাম
একদম সত্যি লিখেছো,
এক আর দুই ভাল্লাগছে বেশি।
নীলাঞ্জনা নীলা
নানা প্রেমের কবিতা লিখতে গিয়ে এমন ধাক্কা খেলাম, এই পথেই তাই নেমে গেলাম।
তৌহিদ
প্রত্যেকটাই সুন্দর এবং সত্য। আমার সবগুলিই ভালো লেগেছে।
নীলাঞ্জনা নীলা
ভালো লেগেছে জেনে খুশী হোলাম।
এভাবেই প্রেরণা পেয়ে যাই।
তৌহিদ
জ্বী আপু, আপনিও আমার প্রেরণা কিন্তু☺
নীলাঞ্জনা নীলা
এভাবে বলবেন না। আপনি অনেক ভালো লেখেন। শেখার আছে আমার। ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
ছবিটা কিন্তু পারফেক্ট হয়েছে, পরিচিত কারও আঁকা নাকি আপু?
নীলাঞ্জনা নীলা
না ভাইয়া ছবিটা গুগল মামুর থেকে নিয়েছি।
তৌহিদ
আচ্ছা 🌹
নীলাঞ্জনা নীলা
হুম!
সেডরিক
১) লুতু-পুতু প্রেম আমার পছন্দ না। আমি প্রেম বিদ্বেষী 💔
২) কিউট কোবতে👍
৩) সত্যকথন😐
৪) লজ্জা পাইছি😱
৫) নাইস 👏
নীলাঞ্জনা নীলা
আপনি প্রেম বিদ্বেষী আর আমি বিরিয়ানি। হয়ে গেলো কাটাকুটি।
শুন্য শুন্যালয়
মাইরালাইছো নীলাপু। আমিতো একটা পেরেম করবো ভাবতাছিলাম, লাড্ডুও খাবো চিন্তা নিতাছিলাম, তুমি বাঁচায় দিলা। দুইন্যা পাল্টায় যাবে, ফুঁচকা, বাদাম ভাজা বার্গার হবে, লাইলী-মজনুরাও ভিডিও কল করবে তবে আমরা বাংগালী, তা কুনদিন ভুলুম না। ভুলতে দেবোও না। তুমি এলে, সাথে বুড়োকে আনবে না তা কি হয়?
সবগুলাই জমে ক্ষীর হয়ে গেছে। সাব্বাশ।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু প্রেম না করতে কে বলেছে! “জীবে প্রেম করে যেই জন…” ওই পথে হাঁটো।
বুড়োকে ছাড়া আমি তো একেবারেই শূন্য।
ক্ষীর পছন্দ করো খেতে? তাহলে এসো আমরা দুজন একসাথেই মুটি হই।
ছাইরাছ হেলাল
বাহ্ অভিধান খুলে বসেছেন দেখছি!!
আপনেরে ভিডু কল দেতে চাই!!
নীলাঞ্জনা নীলা
ভিডু কল দিবেন ক্যাম্নে? রাস্তা তো সব বন্ধ করে রেখেছি।
অভিধানের দেখলেন কি?
কঞ্জুসের মতো মন্তব্য করলে আর লিখমুই না কইলাম।
ছাইরাছ হেলাল
না, মানে যেটুকু দেখাবেন সেটুকুতেই থাকিতো।
আমারে কঞ্জুস কন!! ঠাকুরে সইবে না।
নিন পড়ুন।
নীলাঞ্জনা নীলা
ঠাকুরে কী আর বলবে! উনি সব ই দেখেন।
রিতু জাহান
বাঙ্গালী কি আসলেই আর বাঙ্গালীত্ব ধরে রেখেছে??
ছোটো হতে শিখিছেলাম কবে যেনো। তাই তো ছোটো হতে হতে একেবারে নুয়ে পড়ছি যেনো এ জামানায়।
তুমি লেখায় ফিরেছো দেখে বেশ লাগছে আপু।
নীলনদ তার স্বমহিমায় জেগে থাকে।
নীলাঞ্জনা নীলা
শান্তসুন্দরী আপু আমার কোথাও যাইনি। চেষ্টা করছি নিজেকে ফিরে পেতে। কিন্তু কাউকে বোঝাবার মতো অবস্থা নেই আমার। এই শূন্যতা কিছুতেই কাটছেনা।
অনেক ভালো থেকো আপু।
মাহমুদ আল মেহেদী
কলি-কাইল্যা পোলাপান
মায়রে কয় আগুন আন,
খামু আমি সিগারেট
বেজায় ভরা পেট।
দুই: বেশী ভালো লাগছে। চমৎকার লিখছেন আপু।
নীলাঞ্জনা নীলা
কী দারুণ কইলেন, মুগ্ধ হইলাম আমি!
কেউ না বুঝুক, সবই জানেন ওই অন্তর্যামী!
মনির হোসেন মমি
লেখায় কত বিষয় তুলে ধরেছেন সবগুলো বিষয় বাস্তব জীবনের প্রতিচ্ছবি।সেলফি,আদর্শলিপি,লাইলি মজনু চমৎকার সব উদাহরণ।
নীলাঞ্জনা নীলা
মনির ভাই যা মাথায় আসে, তাই ই লিখে ফেলি। কিছু না ভেবে। আর এসব আপনাদের ভালো লেগে যায়। খুশী যে হইনা, তা কিন্তু নয়!
অনেক ভালো থাকবেন।
অপার্থিব
চমৎকার অণু কাব্য, অনেকদিন পর পড়লাম। এনিওয়ে সামনে পহেলা বৈশাখ আসছে, লেটস ইনজয় সাম ম্যাসমেরাইজিং বাঙ্গালিয়ানা!!!!!
নীলাঞ্জনা নীলা
পহেলা বৈশাখ নিয়ে লিখতে পারবো কিনা জানিনা। দেখি চেষ্টা করবো।
এতো প্রেরণা পাই যে কী বলে ধন্যবাদ জানাবো, ভাষা নেই।
কৃতজ্ঞতা! এভাবেই পাশে থাকুন।
অশেষ ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
চার নম্বরটা সে-ই রকম হয়েছে, ভিডিও কল !! আহা, আম ছালা দুটোই এক সাথে পাওয়া যায় 😜😜
নীলাঞ্জনা নীলা
ভিডিও কল থেকে বিরত থাকি। আমার প্রতিদিনকার একমাত্র ভিডিও কল আমার মামনির সাথে। আর বাকী সব নমঃ নমস্য।
ফোন থেকে সততই সাবধান।
আপু কেমন আছেন?