উড়ান

বোকা মানুষ ৭ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৪:৪১:২৭অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৫ মন্তব্য

কে কবে অধিকারে
নিতে পারে আকাশটুকু!
আকাশে ওড়ো মেলে দিয়ে
আত্মার প্রশান্ত ডানা,
সোনালী মেঘের তুলতুলে গালে
ঘসে গাল, সুগন্ধ নাও মুক্তির।

আকাশ দখল করতে চাইলে,
আকাশ হারিয়ে যাবে নিশ্চিত।

আকাশ হারালে রোদ্দুর থাকেনা,
পৃথিবী থাকেনা, কিছুই থাকেনা।।

৫৯০জন ৫৯০জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ