জিসান শা ইকরাম নভেম্বর ৭, ২০১৩ at ৮:৩৮ অপরাহ্ন আকাশ দখল করতে চাইলে, আকাশ হারিয়ে যাবে নিশ্চিত। আকাশ হারালে রোদ্দুর থাকেনা, পৃথিবী থাকেনা, কিছুই থাকেনা।। —- দারুন লাগলো ভাই (y)
স্বপ্ন নভেম্বর ৭, ২০১৩ at ১০:৫৯ অপরাহ্ন বোকা মানুষ ভাই , আপনি নাম পাল্টান । এসব বোকা মানুষ লিখে না । -{@ (y)
বোকা মানুষ নভেম্বর ৮, ২০১৩ at ৪:০০ অপরাহ্ন বোকারাই কাউকে নিজের অন্তর্গত বেদনা বলতে না পেরে শুধু লিখেই যায় এসব ছাইপাঁশ। 🙂
আদিব আদ্নান নভেম্বর ৮, ২০১৩ at ৮:০১ পূর্বাহ্ন আপনি বোকা নন কোনভাবেই , জোড় করে দখল নিতে হবে না । এমনিতেই পেয়ে যাবেন ।
১৫টি মন্তব্য
নীহারিকা
আকাশকে হারাতে দেবো না।
বোকা মানুষ
🙂
জিসান শা ইকরাম
আকাশ দখল করতে চাইলে,
আকাশ হারিয়ে যাবে নিশ্চিত।
আকাশ হারালে রোদ্দুর থাকেনা,
পৃথিবী থাকেনা, কিছুই থাকেনা।। —- দারুন লাগলো ভাই (y)
বোকা মানুষ
থেঙ্কু ভাই
খসড়া
ভাল লাগল কবি।
বোকা মানুষ
ধন্যবাদ
স্বপ্ন
বোকা মানুষ ভাই , আপনি নাম পাল্টান । এসব বোকা মানুষ লিখে না । -{@ (y)
বোকা মানুষ
বোকারাই কাউকে নিজের অন্তর্গত বেদনা বলতে না পেরে শুধু লিখেই যায় এসব ছাইপাঁশ। 🙂
আদিব আদ্নান
আপনি বোকা নন কোনভাবেই ,
জোড় করে দখল নিতে হবে না । এমনিতেই পেয়ে যাবেন ।
বোকা মানুষ
আপনার মুখে ফুল চন্দন পড়ুক ভাই 🙂
শুন্য শুন্যালয়
সব কিছু অধিকারে আসেনা … আনতেও নেই… সুপার লাইক (y)
বোকা মানুষ
ভাল লেগেছে জেনে কৃতজ্ঞ বোধ করছি 🙂
মিথুন
কি সুন্দর কবিতা . আরো চাই. আরো চাই
বোকা মানুষ
দেখি পারি কিনা 🙂
ছাইরাছ হেলাল
কিছু না হারিয়েই দখল নিতে হবে ।
ভালো হচ্ছে লেখা ।