উপেক্ষিত প্রণয়ের সাধ

মোকসেদুল ইসলাম ১ ডিসেম্বর ২০১৪, সোমবার, ০৩:০৬:০১অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

চোখ তুলে তাকানোর সাহস হয়নি সেদিন
যদি আমার কান্না দেখে তোমার সাহসী প্রেম মুখ ফিরিয়ে নিয়ে
অন্য যুবকের বুকের শ্বাস নেয় এই ভয়ে।
বিশ্বাস মরে গেছে বলে আলোর দিকে মুখ ফিরে চাইনি
আলো যদি আমার সাথে অশ্রুর বন্যা নিয়ে কাঁদতে বসে।

তোমার ঐ আলোকিত মুখ ম্লান হয়ে যাবে বলে
যন্ত্রণার সমস্ত সুখ আমার যৌবনের কাঁধে ভর করে নিয়ে
আঁড় চোখে চেয়ে উল্টো পথে রথ টানি।

বুঝেছি ভালোবাসা নয় অস্তিত্বের সংকটে পড়ে এতোদিন
ধূর্ত চাঁদের জোছনা পকেটে নিয়ে ঘুরেছি।
নিরাপদ আশ্রয়ের আশায় ভুল নদীতে ঝাঁপ দিয়েছি
হতাশার মাঝে থেকেও তৃপ্তির ঢেঁকুর তুলে ভালোবাসা খুঁজেছি তোমার বন্ধ্যা বুকে।

১জন ১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ