অনুভূতি যখন থেঁতো হয়ে যায়, কাব্যরা তখন
পায়চারা করে।
নিখুঁত আলপনায় জড়ো হয় কাশফুলে, উড়ে যায়
বেদনাতুর কোন স্পর্শের আড়ালে।
কাবিনের জমিনে করে জীবনের চাষাবাদ, ফুলের
অনাবিল সুবাস, অজস্র কলরব।
শেষ ট্রেনের যাত্রী অনন্তের পথে, তখনও নির্মলা
সৌজন্য।
দু’একটি কাঠ-ঠোকরা অনুপম কারুকার্যে আপন
নিবাস সাজায়, হুতুম প্যাঁচা অবিচল আঁধারে।
নক্ষত্রের নিপুণ চিত্রে ঊর্মিমালী, বেলাভূমিতে জাপটে
পড়ে সীমাহীন হুংকারে।
থেমে নেই কেহ আজো উচ্ছ্বাস আমোদ সৃষ্টি
প্রণোদনায়।
হেমন্তের ঝরাপাতার মরমর কুহেলিকার সাইরেন,
একটি অনুভূতি যন্ত্রনা অথবা যৌবনের।
১৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অনুভব অনুভূতিহীন হলে গেলে তখন আর কোন কিছুই উপলব্ধ করার ক্ষমতা থাকে না।
সোনেলা ব্লগে আপনাকে স্বাগতম।
নিয়মিত লিখুন, অন্যদের লেখাও পড়ুন।
শুভ কামনা 🌹🌹
* প্রোফাইলে আপনার একটি ছবি এ্যাড করুন।
শান্ত চৌধুরী
ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
“অনুভূতি যখন থেঁতো হয়ে যায়,
কাব্যরা তখন পায়চারা করে।”
বলেছেন ভাল
শুভ কামনা নিরন্তর।
শান্ত চৌধুরী
ধন্যবাদ।
সতত শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
নিখুঁত আলপনায় জড়ো হয় কাশফুলে, উড়ে যায়
বেদনাতুর কোন স্পর্শের আড়ালে। অসাধারণ। অনুভূতিহীন জীবন নয় তো জীবন। শুভ কামনা রইলো
শান্ত চৌধুরী
ধন্যবাদ
সতত শুভ কামনা…..
সুরাইয়া পারভীন
নিখুঁত আলপনায় জড়ো হয় কাশফুলে, উড়ে যায়
বেদনাতুর কোন স্পর্শের আড়ালে।
চমৎকার শব্দ চয়ন। দারুণ উপস্থাপন
শান্ত চৌধুরী
ধন্যবাদ।
নিরন্তর শুভ কামনা।
ফয়জুল মহী
সৃজনশীল সৃষ্টি ।
শান্ত চৌধুরী
ধন্যবাদ প্রিয় ….
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলার উঠোনে,
নিয়মিত লেখুন, অন্যের লেখা পড়ুন।
একটি নতুন লেখা নিয়ে এলে বেশি ভাল লাগত।
অন্য ব্লগে প্রকাশিত লেখা কেমন বাসি খাবার মনে হয়।
শুভ কামনা।
শান্ত চৌধুরী
পরামর্শের জন্য ধন্যবাদ।
যান্ত্রিক জীবন, নতুন লিখা নিয়ে আশা সময়ের ব্যাপার।
কামাল উদ্দিন
ভ্রমণের মানুষ কবিতা তো ভালোই লিখেন। সোনেলায় সু- সাগতম।
কামাল উদ্দিন
স্বাগতম হবে
শান্ত চৌধুরী
ধন্যবাদ
সতত শুভকামনা….