উপপতির গর্ব

প্রলয় সাহা ১৭ নভেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৪:৩৫:৩৮পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

Fotor
সময় হলে এসে দেখে যেও
মাদকযুক্ত বুকের ভূঁইতে অবলীলায়-
বাড়ন্ত সেই বকুল ফুলের বৃক্ষটি।
যা ছিলো সমাপ্তির উপহার বিশেষ।
সময় হবে তো!
নাকি সময় এখন ভীতিপ্রদ ব্যস্ত-
পরিস্থিতির ঘরে, অনিচ্ছাকৃত সঙ্গমে!
হয়তো আসবে।

অপেক্ষমাণ অনির্দিষ্টকাল
পৃক্ত স্মৃতির ক্যালেন্ডার দেখি-
আর নিয়তাত্মায় দাগনি দিই প্রতিদিন।
সে বলে এগুলো কী, ওইগুলো কী!
বলি সব ভবিষ্যতের অগ্রীম চিঠি।
চলে এসো কোন একদিন হঠকারিতায়
ভ্রমাত্মক ভিজিটর হিসেবে-
দেখলেই বুঝবে সে কতখানি পিহিত!
আপাঙ্গ নয় কলুষিত, নেই জারজাত চিহ্ন,
সে ভালোবাসার নব্য সভ্যতার-
প্রাণবন্ত এক পৃচ্ছার উপহার।।

৪৬৯জন ৪৬৯জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ