সময় হলে এসে দেখে যেও
মাদকযুক্ত বুকের ভূঁইতে অবলীলায়-
বাড়ন্ত সেই বকুল ফুলের বৃক্ষটি।
যা ছিলো সমাপ্তির উপহার বিশেষ।
সময় হবে তো!
নাকি সময় এখন ভীতিপ্রদ ব্যস্ত-
পরিস্থিতির ঘরে, অনিচ্ছাকৃত সঙ্গমে!
হয়তো আসবে।
অপেক্ষমাণ অনির্দিষ্টকাল
পৃক্ত স্মৃতির ক্যালেন্ডার দেখি-
আর নিয়তাত্মায় দাগনি দিই প্রতিদিন।
সে বলে এগুলো কী, ওইগুলো কী!
বলি সব ভবিষ্যতের অগ্রীম চিঠি।
চলে এসো কোন একদিন হঠকারিতায়
ভ্রমাত্মক ভিজিটর হিসেবে-
দেখলেই বুঝবে সে কতখানি পিহিত!
আপাঙ্গ নয় কলুষিত, নেই জারজাত চিহ্ন,
সে ভালোবাসার নব্য সভ্যতার-
প্রাণবন্ত এক পৃচ্ছার উপহার।।
১৪টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
পৃথিবী স্থান দেয় অনাকাঙ্খিত স্মৃতি-স্পর্শ। আর যাদের মাধ্যমে এসবের জন্ম তারা খবরও রাখেনা।
আমরা মানুষেরা এমন কেন?
প্রলয় সাহা
এখন থেকে রাখতে হবে দিদি। আর আমরা মানুষরা বরাবর আগামীকে মেনে নিতে পারি না। পুরাতন যত সব রীতি নীতি নিয়ে ঘাটাঘাটি করি। কারণ আমরা আগামীকে ভয় পাই। আমরা মানুষ প্রজন্ম চাই না।
তানজির খান
অসাধারণ হয়েছে কবিতা।
নাকি সময় এখন ভীতিপ্রদ ব্যস্ত-
পরিস্থিতির ঘরে, অনিচ্ছাকৃত সঙ্গমে!
হয়তো আসবে।
এই লাইনগুলি যুগকে অতিক্রম করবে এ আমি বলে দিতে পারি।
প্রলয় সাহা
তাই দাদা? জেনে ভাল লাগল। অনেক ধন্যবাদ।
স্বপ্ন নীলা
বাহ্ ! সুখপাঠ্য, ভাল লেগেছে ভীষণ
প্রলয় সাহা
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আবু খায়ের আনিছ
মাদকযুক্ত বুকের ভূঁইতে অবলীলায়-
বাড়ন্ত সেই বকুল ফুলের বৃক্ষটি।
কি কেন? ব্যার্থ প্রেমের আরেকটি অধ্যায় রচনা করে?
প্রলয় সাহা
হ্যাঁ।
অরুনি মায়া
অনেক বেশি সুন্দর এই কবিতা টি (y)
প্রলয় সাহা
জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
কবিতাটির ভাবার্থ বুঝতে একটুও কষ্ট হয়নি, তবে কয়েকটি শব্দ আমার জন্য নতুন ছিল।
আপনি তো মারাত্মক লেখেন দেখছি, ভ্রমাত্মক ভিজিটর!!! শব্দের উপর আপনার দক্ষতা অপরিসীম বোঝাই যাচ্ছে। এমন লেখাগুলো পড়েও শান্তি। লিখুন আরো আরো।
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
অরুণিমা
অসাধারন।
প্রলয় সাহা
ধন্যবাদ