আজ মন আমার উদাসী হয়ে
হাতছানি দিয়ে ডাকে তোমায়,
সাক্ষী আছে কালো আকাশ
নাম না জানা তাঁরা গুলো।
তুমি সাড়া দিলে না ?
জানি শত ডাকলেও সাড়া দেবে না।
কোন সে অপরাধে আমায় ছেড়ে চলে গেল??
জানি না আমি।
সব বাঁধন ছিড়ে চলে গেলে তোমার সুখের কাছে
আর আমাকে নিঃস্ব করে রেখে গেলে।
আমিতো চেয়ে ছিলাম হাঁটবো
তোমার হাত ধরে নির্জন কোন রাস্তায়
ভিজবো তোমার সাথে বৃষ্টিতে
কোন এক দুপুরে,
ঘুরবো রিক্সায়
দিন শেষে ফিরবো বাড়ী
তোমার কোমল হাতের বিদায় ছোঁয়া নিয়ে।
কিছুই হল না,কিচ্ছু পারলাম না
অবশেষে চার দেয়ালের মাঝে বন্দি হয়ে গেলাম
আর সঙ্গী হল আমার একাকীত্ব
আর তোমার সাথে কাটানো কিছু ভালো সময়
স্মৃতির পাতায় লিখে নিয়ে।
______নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে )
১৮টি মন্তব্য
আদিব আদ্নান
এ একাকিত্ব আপনার জন্য আর্শীবাদ হয়ে আসতে পারে ।
নিশিথের নিশাচর
আশীর্বাদ হয়ে তো আসলো না বরং অভিশাপ হয়ে আছে।
জিসান শা ইকরাম
আহারে
এত কষ্ট আর সহ্য হয়না 🙁
নিশিথের নিশাচর
আমার ও সহ্য হয় না ভ্রাতা আর হয় না বলে জীবন টা অর্থহীন মনে হয়।
তাই বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি।
খসড়া
কষ্টে কষ্টে জীনবটা গেল। কষ্টে কষ্টে হয়ে গেলেন কষ্ট কবি।
নিশিথের নিশাচর
জন্ম থেকে জ্বলছি একটা কথা আছে না। আমার অবস্থা সেই রকম।
আদিব আদ্নান
‘নষ্ট ছেলে ‘ এটি আমাকে আগে বুঝিয়ে বলুন ।
নিশিথের নিশাচর
আমি সমাজ স্বীকৃত নষ্ট ছেলে। আর সমাজ আমাকে ভালো হতে দেয় নাই।
বনলতা সেন
এখন রিক্সা কোন নিরাপদ বাহন নয় ।
নিশিথের নিশাচর
কে বলে রিক্সা নিরাপদ বাহন নয়। আমার তো রিক্সায় ঘুরতে ব্যাপুক মজা লাগে।
লীলাবতী
আমার ভাইয়াটা কত কস্ট পাচ্ছে
নিশিথের নিশাচর
আরে আপু খালি কষ্ট বললে ভুল হবে। ব্যাপুক প্যারায় আছি।
ক'রেখেলা_কাটেবেলা
ভীতুরা কখনই প্রেমের উপযুক্ত পাত্র নন | সাহস সঞ্চয় করুন ….. সব সময়ে মনে রাখবেন, “বীর ভোগ্যা বসুন্ধরা ” |
শুভ কামনা রইল |
নিশিথের নিশাচর
আমি ভীতু নয়। সাহসী ছিলাম কিন্তু সাহস দেখানোর সময় পেলাম না। তার আগে সব শেষ।
তারপর ও সাহস সঞ্চয় করে বেঁচে আছি।
ছাইরাছ হেলাল
বৃত্ত ভেঙ্গে বাইরে এসে আবার আকাশ দেখুন ।
নিশিথের নিশাচর
ভ্রাতা বৃত্ত ভাঙ্গার চেষ্টা করছি কিন্তু পারছি না ততই আটকে যাচ্ছি।
তবে চেষ্টার কোন ত্রুটি করছি না।
আফ্রি আয়েশা
কষ্টকে পিছনে ফেলে সামনে বাড়ুন । শুভ কামনা সব সময় 🙂
নিশিথের নিশাচর
চেষ্টা এবং চেষ্টা এবং চেষ্টা…………………।