পাঁচ- অহমের প্রতি
তোকে বলবোই না । এটা কেমন চিঠি হলো ? মাঝে-মধ্যে কি একটু সুন্দর করে লেখা যায়না ? প্রেম পত্র তো আর চাইনি যে অনেক কষ্ট করে ভেবে-চিন্তে এবং ইনিয়ে-বানিয়ে লিখতে হবে । তুই আর মানুষ হলি না । এজন্যই উপমা তোকে বিয়ে করেনি । এখন বেশ আছে ওর সংসার নিয়ে । দেখা হয়েছিলো বইমেলায় । আমাকে দেখে তোর কথা জানতে চাইবার চেষ্টা করলো । জানে তো , তুই ছাগলের সাথে আমার এখনও যোগাযোগ আছে । কিন্তু ওর বরও যে ছিলো সাথে । তাই কোনোভাবে বরকে নিয়ে চলে গেলো । বুঝলি রে ছাগল দারুণ খবরটা পেতে হলে সুন্দর একটা চিঠি চাই-ই চাই ।
তোর তিরি
ছয়- তিরির প্রতি
আজ তোর চিঠি পেলাম । প্রবাসী জীবনে মেইলবক্স থাকে বটে , কিন্তু বিল ছাড়া আর কোনো কিছু জমা হয়না । তা নইলে থাকে বিজ্ঞাপনের কিছু কাগজ । ভাগ্য ভালো আমার , তুই আছিস বলেই মেইল বক্সটা এখনও যান্ত্রিক হয়ে যায়নি ।
আজ অনেক রাতে বাসায় ফিরলাম । রান্না ছিলোনা , খাবারও কিনে আনিনি । ভুলে গিয়েছিলাম । রাগ করিস না । জল আর বিস্কুট খেয়ে তোর চিঠিটা খুললাম । তোকে লিখতে গিয়ে বুঝলাম প্রেমের চিঠি অনেক সহজ লেখা । তবে তোর সাথে প্রেম , এটা আমি কল্পনাও করিনা । আমি জানিনা তোর বর কেমন করে তোকে সহ্য করে !
উপমার কথা বলে অনেক কিছু মনে করিয়ে দিলি । আসলে ভালোবাসাটা তো এক পক্ষের ছিলো । ওর তো কোনো দোষ ছিলোনা । আমাকে যদি ও ভালোবাসতে না পারে , আমি কেন বাসবো না ? ভালোবাসলেই যে ভালোবাসা দিতে হবে এমন তো কোনোও কথা নেই , তুই-ই তো বলতি ।
যাক যে কথা বলছিলাম উপমাকে লিখতে এতোটা ভাবতে হয়নি । তোর মনকে নাড়া দেবে এমন চিঠি লিখতে গেলে আরেকটা জন্ম নিতে হবে । কিন্তু আমি তো এই জন্মেই আছি , এরপর হয়ে যাবো হাওয়া । দয়া করে তখন আমার পিছু নিসনা । তাই এবারকার মতো শেষ করি । অনেক তেল দিয়েছি , আর সম্ভব না । তোর সাথে ছাগল ছাড়া কে আর সম্পর্ক রাখে বল ? এখন যদি খবরটা না দিস তাহলে মন খারাপটা আস্ত আমাকে গিলে খাবে , যদি তাই চাস জানাস না ।
তোর অহম
সাত- অহমের প্রতি
এটা ঠিক না । এভাবে তোকে লিখতে বলেছি ? কেন এতো এলোমেলো তুই ? ছুটির দিন অনেক বেশী করে রান্না করে রাখিস কয়েকটা পদ । আর বাসায় প্যাকেট খাবার রাখিস রে । কতো করে বলেছি বিয়ে করে ফেল , তা না এভাবেই জীবন কাটাবে । তোকে যতোটুকু বুঝি তুই উপমার জন্যে বিয়ে করছিস না , এটা মনে হয়না । আবার কখনো কখনো মনে হয় তুই আটকে গেছিস । আচ্ছা বলবি কেন এভাবে জীবন কাটাচ্ছিস ? খুব কান্না পাচ্ছে আমার । জানিস আমি কাঁদিনা , আর তুই আমায় ভেতরে ভেতরে কাঁদাস ।
না রে আমি আর মা হবোনা । দারুণ খবরটা হচ্ছে আমি একটা চাকরী পেয়েছি । নিজের পায়ের নীচের মাটিটাকে আজ বড়ো আপন লাগছে । কি স্বপ্ন ছিলো ! তোকে কি বলবো নতূন করে ? তবে শোন আমাকে এভাবে কষ্ট দিসনা । তোর কাছে একটা জিনিস চাইবো , দিবি ? না করিস না ।
তোর তিরি
আট- তিরির প্রতি
এই পাগলী উফ খুশীতে আমি কি যে করি । ইচ্ছে করছে প্যারাস্যুটে করে তোকে নিয়ে ঘুরে আসি । নাহ ওটায় আবার বিপদের সম্ভাবনা । কখন মেরে দিস আর আমি এই অবিবাহিত জীবনটা নিয়ে অক্কা পাবো , তা হয়না । বল কি চাস তুই ? আমার পছন্দ তো তোর অপছন্দ । শুধু জানিয়ে দিস কি চাস তুই ।
মন খারাপ হয়ে গেলো আমার খবর শুনে ? সব মিথ্যে লিখেছি । আমি কখনো না খেয়ে ঘুমিয়েছি জীবনে ? সব ছেড়ে দিতে পারবো , না খেয়ে পারবোনা । এ কথাটা ভুলে গেলি ! হাহাহাহা । কেমন লাগলো শুনে ? আর বিয়ে কাকে করবো ? মেয়ে আছে তোর কাছে ? চাকরী কিসের ঘটকালি ডট কম-এ নাকি ? তাহলে শোন মেয়ে দেখিস যাতে চোখে কম দেখে । আর কানে কম শোনে । আমি কিন্তু মোটেও দুষ্টুমী করে লিখছি না । খুব সিরিয়াস ।
আর তুই কি চাইবি সেটা আমি জানি , তবু শুনতে চাই । সেটা তোকে চিঠি পাবার সাথে সাথে ফোন দিয়ে জানিয়ে দেবো । তবুও লিখছি যা তুই চাইবি সেটা তুই পাবি । নিশ্চিন্ত থাক ।
তোর অহম
হ্যামিল্টন , কানাডা
২৯ জুলাই , ২০১৩ ইং ।
ক্রমশ প্রকাশ্য
উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম…( প্রথম ভাগ )
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
অনেকদিন পর এত্ত এত্ত চিঠি নিয়ে হাজির হয়ে ভালই করেছেন ।
পারলাম জানলাম , ভালও লাগল ।
একটু নিয়মিত হলে মন্দ হত না ।
নীলাঞ্জনা নীলা
প্রায় নিয়মিত আমি :p
জিসান শা ইকরাম
চিঠির মাঝে কাহিনী নিয়ে এগিয়ে যাওয়া অনেক কঠিন।
ভালো লাগছে এমন আন্তরিক চিঠি।
নীলাঞ্জনা নীলা
ভালো লেগেছে জেনে ভালো লাগলো 🙂
সীমান্ত উন্মাদ
চিঠিতে অনেক অনেক ভালোলাগা। শুভকামনা জানিবেন নিরন্তর।
নীলাঞ্জনা নীলা
আপনার জন্যও নিরন্তর শুভকামনা
নীহারিকা
অনেক বছর কাগজে চিঠি লিখি না। চিঠিগুলো পড়ে খুব ভালো লাগলো।
নীলাঞ্জনা নীলা
লিখে আমার ঠিকানায় পোস্ট করুন 🙂
রিমি রুম্মান
বাহ্ চিঠির মাঝে ভিন্নতর উপস্থাপনা…! সুন্দর। -{@
নীলাঞ্জনা নীলা
আপনিও বেশ সুন্দর লেখেন রিমি -{@
শুন্য শুন্যালয়
ইচ্ছে করছে এমন করে কেউ যদি চিঠি লিখতো … অনেক ভালো লাগা প্রথমটা ফেলে আসায় ঢুকতে গেলাম, কিন্তু লিঙ্ক ওপেন হয়না।। তবু যেভাবেই হোক পড়েই ছাড়বো ।। শুভ কামনা…
নীলাঞ্জনা নীলা
ঠিকানা দিন , আমি লিখে পোস্ট করি 🙂
খসড়া
বাহ নতুন ধারার লেখা। ভাল লাগলো।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ খসড়া ভাইয়া -{@
ঘুমন্ত আমি
আহ এখানে সবাই কি দারুন লিখে! দারুন লেখা ভিন্ন ধরনের আইডিয়া সুন্দর লেখাল মেলবন্ধন।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ ঘুমন্ত ভাই । আপনি জেগে উঠে একখানা লেখা দিন , দেখি আপনি কেমন লিখেন :p
আফ্রি আয়েশা
দারুণ চিঠি- গল্প লিখছেন
পরের পার্ট তাড়াতাড়ি পোস্ট করুন, আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি 🙂
নীলাঞ্জনা নীলা
খুব তাড়াতাড়িই পোষ্ট করবো । একটু সময় যে চাই…তিরি আর অহমের ঘটনা আমারও জানার বড়ো ইচ্ছে যে !
রাসেল হাসান
চিঠি পড়লাম। অনেক ভালো লাগা রইলো। 🙂
নীলাঞ্জনা নীলা
ভালো লাগাটুকু যত্নে রেখে দিলাম… 🙂