উচিৎ কথা!

শান ২৯ ডিসেম্বর ২০১৪, সোমবার, ০২:২৭:৫১অপরাহ্ন বিবিধ ২১ মন্তব্য

“রাস্তায় হেঁটে যাওয়ার পথে কেউ
আমার দিকে কাদা ছুড়ে মারলে,
আমি আস্তে করে নিজের শরীর
থেকে কাদাটুকু মুছে নিজের
রাস্তায় হেঁটে চলে যাই …
চাইলে কাদা ছোড়ার
বিপরীতে পাল্টা কাদা ছোড়া যায় …
কিন্তু তাতে শুধুই নোংরা হওয়ার
পরিমাণটা বেড়ে যায় !!

সময়, অ্যাটেনশন আর প্রায়োরিটি খুব
মূল্যবান জিনিস … এগুলা খুব
বুঝে শুনে খরচ করতে হয় … সবাই তোমার
প্রায়োরিটি ডিজার্ভ করে না …
সবাই তোমার অ্যাটেনশন পাওয়ার
যোগ্য না … সবার পিছনে সময় খরচ
করলে তোমারই ক্ষতি … তাই
বরং ভাবো … চিন্তা করো !!

নোংরামি কে পাত্তা দেয়াই
উচিত না … যে যাই বলুক … পথের
প্রতিটা ঘেউ ঘেউ
করতে থাকা কুকুরের
দিকে ফিরে তুমি যদি ঢিল
ছুড়তে থাকো, তাহলে তুমি কখনোই
তোমার
গন্তব্যে পৌছাইতে পারবা না !!

মাঝে মাঝে চুপচাপ SKIP করাটাই
বুদ্ধিমানের কাজ … অন্যরা বলবে,
তুমি কাপুরুষ … কিন্তু
ভেতরে ভেতরে তুমি জানো, তুমিই
জিতলা … ঐটুকুই যথেষ্ট!!

২৬২১জন ২৬১৩জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ