“রাস্তায় হেঁটে যাওয়ার পথে কেউ
আমার দিকে কাদা ছুড়ে মারলে,
আমি আস্তে করে নিজের শরীর
থেকে কাদাটুকু মুছে নিজের
রাস্তায় হেঁটে চলে যাই …
চাইলে কাদা ছোড়ার
বিপরীতে পাল্টা কাদা ছোড়া যায় …
কিন্তু তাতে শুধুই নোংরা হওয়ার
পরিমাণটা বেড়ে যায় !!
সময়, অ্যাটেনশন আর প্রায়োরিটি খুব
মূল্যবান জিনিস … এগুলা খুব
বুঝে শুনে খরচ করতে হয় … সবাই তোমার
প্রায়োরিটি ডিজার্ভ করে না …
সবাই তোমার অ্যাটেনশন পাওয়ার
যোগ্য না … সবার পিছনে সময় খরচ
করলে তোমারই ক্ষতি … তাই
বরং ভাবো … চিন্তা করো !!
নোংরামি কে পাত্তা দেয়াই
উচিত না … যে যাই বলুক … পথের
প্রতিটা ঘেউ ঘেউ
করতে থাকা কুকুরের
দিকে ফিরে তুমি যদি ঢিল
ছুড়তে থাকো, তাহলে তুমি কখনোই
তোমার
গন্তব্যে পৌছাইতে পারবা না !!
মাঝে মাঝে চুপচাপ SKIP করাটাই
বুদ্ধিমানের কাজ … অন্যরা বলবে,
তুমি কাপুরুষ … কিন্তু
ভেতরে ভেতরে তুমি জানো, তুমিই
জিতলা … ঐটুকুই যথেষ্ট!!
২১টি মন্তব্য
হৃদয়ের স্পন্দন
নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা সত্যি যথেষ্ট
মারজানা ফেরদৌস রুবা
সময়, অ্যাটেনশন আর প্রায়োরিটি
খুব মূল্যবান জিনিস
এগুলা খুব বুঝে শুনে খরচ করতে হয় …
সবাই তোমার
প্রায়োরিটি ডিজার্ভ করে না …এক্কেবারে উচিৎ কথা বটে।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
প্রথম লেখা থেকে আপনার চিন্তা ধারা জানলাম।
চিনলাম আপনাকে।
উচিৎ কথা বহমান থাকুক।
আপনার দুইটা লেখা দেখেছিলাম, একটি শিওর মডুরা খসড়ায় রেখে দিয়েছেন।
সোনেলার মডুরা খুবই খ্রাপ।
এক পোষ্ট থেকে অন্য পোষ্টের সময়ের ব্যবধান ২৪ ঘন্টা না হলেই লেখা খসড়ায় নিয়ে নেয়।
আমারটাও নিছে প্রথম দিকে।
নীতিমালায় লেখা আছে, ২৪ ঘন্টায় এক পোষ্ট।
মেনে নিয়েছি , কি আর করা 🙂
লিখুন নিয়মিত
শুভ কামনা।
সঞ্জয় কুমার
এমন থাকতে পারলে খারাপ না । কিন্তু অনেক সময় ক্ষমা করাকে দূর্বলতা হিসেবে দেখা হয় ।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে।
বেশ সুন্দর করে অতি প্রয়োজনীয় কথা বলেছেন।
পড়ুন ও লিখুন নিয়মিত।
শান্তনু শান্ত
🙂 আপনাদের মূল্যবান মতামতের জন্যে ধন্যবাদ!!
জিসান শা ইকরাম
প্রতিটি মন্তব্যের নীচে ‘ জবাব ‘ লেখা আছে। ওটায় ক্লিক করে মন্তব্যের জবাব দিন। তাহলে যার মন্তব্য তাকে জবাব দিতে পারবেন। এটা আলাদা বক্স হয়ে যায়। যেমন আপনার মন্তব্যের উত্তর দিলাম আমি। মোবাইলে লিখলে জানান এখানে। আমি না থাকলেও কেউ উত্তর দিবে আপনার।
শান্তনু শান্ত
ওকে ধন্যবাদ।। 🙂
জিসান শা ইকরাম
এইতো হয়েছে 🙂 -{@
অরণ্য
হে কবি, ফুঁসে উঠুন। এত জয় দিয়ে কি হবে? মাঝে মাঝে হারতে হয়। নইলে জেতার মজা পাবেন কোত্থেকে? সবকিছু স্কিপ করে জয়ের নেশায় দৌড় – ঠিক নয় সব সময়। তাকান স্ট্রেইট – চোখে চোখ রাখুন, আপনি সলিড হলে শত্রুও হিসু করে দিতে পারে, কাদা ছোড়া তো পরের কথা!
স্বাগত এ সোনেলা বাগানে। -{@ আচ্ছা, পরিবার লিখতে গিয়ে বাগান লিখে ফেললাম কেন? আসলে এটি বাগানই মনে হয় আমার কাছে। ভাল লিখেছেন।
শান্তনু শান্ত
ধন্যবাদ অরন্য 🙂
moti miya
জ্বি অবশ্যই।আপনার পয়েন্ট গুলো যথার্থই ছিলো। ভাল লিখেছেন এবং আশা করি এভাবেই ‘উচিৎ কথা’ দিয়ে মানবিক ছোট্ট ভুল গুলো কে দেখিয়ে দিতে পারবেন আঙ্গুল তুলে।
শান্তনু শান্ত
দোয়া করবেন moti miya 🙂
ব্লগার সজীব
উচিৎ কথার ভাত নেই :p
শান্তনু শান্ত
ভাই ভুল কইলেন মনে হয়!!
ব্লগার সজীব
ভুল নয় এই কথা।আপনি বাসায় উচিৎ কথা বললে ভাত নাও পেতে পারেন।আপনার সম্পর্কে একটি উচিৎ কথা বলি।আপনি অন্যের লেখা পড়েন না। এমন হলে কেউ আপনার লেখাও পড়বেনা। সব লেখকের লেখা তার কাছে মুল্যবান,লেখার মান যাই হোকনা কেনো।এটি হচ্ছে ব্লগীয় উচিৎ কথা 🙂
শান্তনু শান্ত
:c আপনার যুক্তির কাছে আমি হার মানলম।। 🙂
মিথুন
একদম উচিৎ কথা বললেন———- 🙂
শান্তনু শান্ত
-{@ থ্যাংকস
শুন্য শুন্যালয়
অন্যায়ের প্রতিবাদ না করাও সুফল বয়ে আনেনা।
আপনার কথাও ঠিক আবার উল্টোটাও ঠিক।
ভালো লিখেছেন। সোনেলা পরিবারে স্বাগতম জানাচ্ছি ভাইয়া।
শান্তনু শান্ত
ধন্যবাদ ভাইয়া 🙂