বলিনি কখনও,
ভাবনাদের তারে মেলে দিয়ে,চোখ দুটো রাস্তায়
ফেলে রাখো,
দিনরাত এক করে ,থালার ভাতে মাছি বসিয়ে
না খেয়ে থাকো,
দাঁড়িপাল্লা তুলে ফোনে রক্ত আনো, কখনও একটুও বলিনি…
একবারও এটাও কিন্তু বলিনি,
টিকিট কাঊন্টারে গিয়ে লাইনে দাঁড়াও,পাশের সিটে এসে পায়ে পা রাখো,
চোখে বসে গোপন- মানচিত্র আঁকো, আর এক জমি ত্রিশবার মাপো,
চলকে যাক আসমুদ্র হিমাচল, একবারের জন্যেও বলিনি…
এ যাবৎ এও বলিনি,
এককাপ চা মুখের কাছে এনে দিয়ে পাশে এসে বসো, প্রতিবেশীর গল্প বলো,
আর সাদাকাগজ গুলো লাল আগুনে জ্বলুক,বাগিচা সমেত চাষি পুড়ে যাক! বলিনি এ যাবৎ…
নতজানু হয়ে অখন্ড হৃদয়ে,
সকাল সন্ধ্যায় কায়ার ছায়ার দিকে
মুখ ফিরিয়ে আমি বলেছি,
তুমি-ই এক ও অদ্বিতীয়!
@ বাড়ি,
তারিখ-০৩/০৮/১৩
সময়-২ঃ৫১ দুপুর
৫টি মন্তব্য
শিশির কনা
ভালো লিখেছেন ।
জিসান শা ইকরাম
নতজানু হয়ে অখন্ড হৃদয়ে,
সকাল সন্ধ্যায় কায়ার ছায়ার দিকে
মুখ ফিরিয়ে আমি বলেছি,
তুমি-ই এক ও অদ্বিতীয়!—— সুন্দর
আদিব আদ্নান
হায় প্রেম !
অনেক সুন্দর ।
ছাইরাছ হেলাল
ইদানিং আপানার লেখা কবিতাগুলো আমাকে বিশেষ ভাবে টানছে ।
অনেকবার করে পড়ি ।
ব্লগার সজীব
পরিপক্ক লেখা । লাইক দিলাম ।