পশ্চিমাকাশে চাঁদ দেখা গেছে শুনে প্রত্যেকের মনে যেন আনন্দের হিড়িক পড়ে যায়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সকলের চোখে মুখে দেখা মিলে বিশাল এক প্রাপ্তির ছোয়া।
কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন “করোনা ভাইরাস ও সাইক্লোন আম্পান” তান্ডবে অদৃশ্য শত্রুর দৃশ্যমান যুদ্ধে ঈদ আনন্দ অনেক টাই বিলীন।
তবুও ঈদের আনন্দ যেন ছোট বড় সকল শ্রেণির মানুষের রক্তে মিশে গিয়েছে।
যদিও ঈদ উল ফিতর ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কিন্তু অসাম্প্রদায়িক সম্প্রতির এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপভোগ করে।
তাই বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সকলে সচেতন হোন।ঘরে থাকুন,সুস্থ থাকুন।
সকল শুভানুধ্যায়ীকে জানাই
“ঈদ মোবারক ”
সেই সাথে যারা সামর্থ্যবান আছেন তাদের বর্তমান করোনা পরিস্থিতিতে প্রতিবেশীদের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।
১৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম সেই পালন করুক। আপনি কোথায় ডুবে যান? ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।
সৈকত দে
পরিস্থিতির কারণে অনেক দিন আসা হয়নি।ভালো থাকুন, সুস্থ থাকুন।
ফয়জুল মহী
পড়ে অভিভূত হলাম
সৈকত দে
দোয়া করবেন।ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“ঈদ মোবারক ”
সেই সাথে যারা সামর্থ্যবান আছেন তাদের বর্তমান করোনা পরিস্থিতিতে প্রতিবেশীদের পাশে দাড়ানোর আহবান জানাচ্ছি।”
ঈদ মুবারক ! ভাল থাকবেন। নিরাপদে থাকবেন।
সৈকত দে
ধন্যবাদ দাদা।ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন,সুস্থ থাকুন।
তৌহিদ
ঈদ মোবারক দাদা। ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।
ভালো থাকুন সবসময়।
সৈকত দে
ধন্যবাদ বড় ভাই। ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
জিসান শা ইকরাম
করোনা এবার স্তব্দ করে দিয়েছে ঈদের আনন্দ।
ঈদে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মুবারক।
সৈকত দে
ধন্যবাদ বড় ভাই। ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
সঞ্জয় মালাকার
সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম সেই পালন করুক।
ঈদ মুবারক।
সৈকত দে
ধন্যবাদ দাদা। ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।
শামীম চৌধুরী
ইদ মুবারক ভাই।
সৈকত দে
ধন্যবাদ। সুস্থ থাকুন সবসময়।
কামাল উদ্দিন
পবিত্র ইদের শুভেচ্ছা জানবেন দাদা।
সৈকত দে
সার্বিক পরিস্থিতিতে অনেক দিন বল্গে আসি নাই,আপনাকে অসংখ্য ধন্যবাদ।