হাজারো কথার জমানো মেঘ
না হয় , একটু সোনা বৃষ্টি হয়েই ঝরুক।
অঝোরে বৃষ্টি না ই বা হলো , ঝিরি ঝিরি
হয়েই না হয় পড়ুক ।
দমকা হাওয়ায় হোক না এলোমেলো
বাতাসে ফুলের মায়াবী রেণু ;
মৌ গন্ধে মেতে উঠুক , মোদের মেলা;
ঈদে , শিউলি বকুলের এই সোনেলা ।
উৎসর্গঃ সোনেলা কে ।
………………………………………………………………………………………
কবি প্রবরবৃন্দ , কবিতা ভেবে আঁশবঁটি নিয়ে তেড়ে আসবেন না যেন আবার ।
৪৮টি মন্তব্য
মিথুন
ঝিরিঝিরি বৃস্টি আর মৌ গন্ধের এই উপহার এর জন্য অনেক ধন্যবাদ আপু।
ঈদের দিনটি প্রিয় মানুষদের নিয়ে অনেক আনন্দে কাটুক । -{@
বনলতা সেন
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগল ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা । মহানন্দে কাটুক সময় আপনার ।
আদিব আদ্নান
সোনেলাকে উৎসর্গ করে কোন লেখা মনে হয় এই প্রথম দেখলাম ।
সোনেলার প্রতি আপনার টান বোঝা যাচ্ছে । আপনি এত সহজেও লিখতে পারেন আগে দেখিনি ।
ঈদের শুভেচ্ছা আপনাকেও ।
বনলতা সেন
অন্য কেউ সোনেলাকে উৎসর্গ করেছে কী না তা জানিনে । প্রথম থেকেই যেহেতু এখানে আছি তাই
হৃদসম্পর্ক অনুভব করি । এই আনন্দের দিনে আরও ।
সহজ করে লিখেই ফেললাম । কেমন করে তা জানিনে ।
ঈদ আনন্দময় হোক আপনার ।
শুন্য শুন্যালয়
তাইতো, এতো সহজ করেও লিখতে পারে বনলতা দি !!!! হাজার কথাগুলো শুধু বৃস্টি না হয়ে শিশির হয়েও না হয় ঝড়ুক কোথাও কোথাও। এত্তোগুলো ঈদের শুভেচ্ছা বনলতা দি কেও। -{@ -{@ -{@
বনলতা সেন
লজ্জা দিচ্ছেন কেন ? আমিতো আপনার লেখা দেখেই শিখি । সত্যি বলছি কী করে এমন লিখলাম
আমি নিজেও জানি না । হীরক দ্যুতির শিশির হলে আরও ভাল । সোনা বৃষ্টিতেও যখন মন ভরছে না ।
ঈদময়তা জুড়ে থাক আপনার সারা বছর । এ কামনা আমার ।
শুন্য শুন্যালয়
বলে কি? 😮 আমাকে দেখে শিখছে… চুপচাপ আপনার লেখা পড়ি সেইটা যদি জানতেন, সব রহস্য নাটোরের/অনাটোরের বনলতা সেন এর মধ্যে। 🙂
বনলতা সেন
আমি আপনার লেখা দেখে শিখব না তো কার লেখা দেখে শিখব ?
আপনার লেখা কই ?
ঈদে আমাদের খোঁজ নিলেন না কেন কেন ?
সবই নাটোর রহস্য !
শুন্য শুন্যালয়
ঈদের দিনটি আসতে পারিনি 🙁
তবে উইশ করেছি সবার দিনটি যেন অনেক ভালো যায়। গিয়েছে কিনা বলুন? 🙂
বনলতা সেন
অনুভব অনুরণনের সে শুভেচ্ছা পৌঁছেছে যথাসময়ে । না পৌঁছানোর কোন কারণ
নেই । আপনার শুভেচ্ছা বলে কথা ।
লেখা লেখা ? কই ? কই ?
শুন্য শুন্যালয়
আমিও খুজতেছি 😀
বনলতা সেন
খুঁজতে হবে না । আবার বেশি বেশি খোঁজা ঠক না । লেখা দিয়ে দিন ।
বনলতা সেন
মডুদের বলে লেখাটি নামিয়ে দিতে বলুন , আমি আর স্টিকি চাই না ।
শুন্য শুন্যালয়
মডুরা কেউ থাকলে আওয়াজ দিন। এই লেখাটি আরো কিছুদিন রাখার সুপারিশ করছি। এ কেমন আপনি বলুন তো, ঈদ যেতে না যেতেই তাকে ভুলে গেলেন? এই সোনাবৃস্টি আরো কিছুদিন সোনেলায় ঝড়ুক।
বনলতা সেন
ভাইরে , একটি লেখা স্টিকি হলে তখন সে লেখাটি শুধু লেখক/লেখিকার নয় ।
সেটি সবার লেখা । ব্লগের নিজের লেখা । তাই সেখানে সবার অংশগ্রহণ প্রয়োজন ।
কিন্তু আমারা তা দেখতে পাই না । আমরা খুব ই অদ্ভুত আচরণ করি ।
তবুও সোনেলা সোনেলাই ।
শুন্য শুন্যালয়
হ্যাঁ এটা ঠিক। সোনেলা সোনেলাই -{@
জিসান শা ইকরাম
অঝোরে বৃষ্টি না ই বা হলো , ঝিরি ঝিরি
হয়েই না হয় পড়ুক । — বৃষ্টি এভাবেই ঝিরি ঝিরি হয়েই পড়ছে সোনেলার ভুমিতে।
অসাধারন , খুবই সুন্দর
ঈদ মুবারক আপনাকেও ।
বনলতা সেন
এখনতো সোনেলাতে সোনা বৃষ্টি ঝরছে ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা অনেক ।
থার্ড পার্সন পুরাল
বাক্যচয়ন খুবই ভাল লেগেছে ।আপনাকে ও ঈদের শুভেচ্ছা ।বৃষ্টি হয়ে না ঝড়লে ও এক ফোঁটা সোনা রোদে ঝড়ে পড়োক ঈদের আনন্দ ।
বনলতা সেন
আমরা সবাই চাইলে অবশ্যই সোনা রোদ উঠবে।
পড়ার জন্য ধন্যবাদ । ঈদ মোবারক ।
ছাইরাছ হেলাল
আপনি আপনারা আছেন বলেই শুধু শিউলি বকুলের সোনেলা নয় আরও অনেক অনেক নাম জানা না জানা
ফুলের সৌরব আমরা পাচ্ছি , সেই প্রথম থেকেই । কত সহজ শব্দে সাবলীল ভাবে সত্যি সোনা বৃষ্টি ঝরালেন ।
আঁশবঁটি তো ভাল লুকিয়ে নাপতে চাকু নিয়েও কেউ এ মুখো হবে না এ নিশ্চয়তা আমি দিচ্ছি আপনাকে ।
সোনেলা এই প্রথম তার উৎসর্গ পেল যোগ্যতম জনের কাছ থেকেই ।
অবশ্যই ঈদের শুভেচ্ছা অনেক আপনাকেই । আনন্দে কাটুক আপনার ঈদ এই লেখার মতই উচ্ছলতা নিয়ে ।
বনলতা সেন
আমি শুধুই আমার আন্তরিকতা প্রকাশের চেষ্টা করেছি মাত্র । আসলে আমি নই আমাদের এই
ছোট্ট পরিবারের সবার একান্ত আপন মনোচিন্তাই আমাদের শক্তি । আমাদের এগিয়ে চলার প্রেরণা ।
যোগ্য বা অযোগ্যতার প্রশ্ন এখানে নেই ।
আচ্ছা ছুরি চাকু নিয়ে কেউ না আসলেই ভাল ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা ।
সিনথিয়া খোন্দকার
বনলতা আপুকে ঈদের শুভেচ্ছে।
সাথে সোনেলা পরিবারের সাথে আমার প্রথম ঈদে সোনেলার সবাইকে ঈদ মোবারক।
🙂
বনলতা সেন
আপনাকেও ঈদের শুভেচ্ছা এই প্রথমবারে সোনেলা পরিবারের এক জন হিসাবে ।
আনন্দে কাটুক এ ঈদ আপনার ।
লীলাবতী
আমরা তাহলে সোনা হয়ে ঝরছি সোনেলায় ? সুন্দর বলেছেন বনলতাদি। ঈদের শুভেচ্ছা আপনাকেও ।
বনলতা সেন
আপনি শুধু সোনা হয়ে নয় , আপনি এই সোনেলায় হীরক খণ্ডের ন্যায় দ্যুতি ছড়াচ্ছেন ।
ঈদের আনন্দ বয়ে যাক আপনার প্রাণেও ।
ব্লগার সজীব
কবিতাটি পড়ে মন ভালো হয়ে গেলো। সোনেলাকে ভালো বাসেন । ভালোবাসায় জড়িয়ে আছি আমরাও। ঈদ মুবারক ।
বনলতা সেন
আমরা যে একই পরিবারের সদস্য । তাই সবার প্রতি সহমর্মিতা ।
ঈদ মুবারক আপনাকেও ।
প্রজন্ম ৭১
সোনা হয়ে আছি কিনা জানিনা, তবে ছিলাম, আছি এবং থাকবো সোনেলার সাথে। কবিতায় লাইক আনলিমিটেড । উৎসর্গ ভালো লেগেছে। ঈদ মোবারক।
বনলতা সেন
কেন ! সোনা হলে সমস্যা কী ? আমিও আপনার মতই আছি থাকব ও ।
এ জন্যই সোনেলাকে উৎসর্গ । ঈদের শুভেচ্ছা আপনাকেও ।
ওয়ালিনা চৌধুরী অভি
ঈদ মোবারক। সোনা না হলেও কাদা মাটি জল হয়ে আছি কিন্তু সোনেলার সাথে 🙂 আপনি খুব ভালো লেখেন।
বনলতা সেন
আপনি কিছুতেই কাদা মাটি বা জল নয় , আপনিও সোনা সোনা হয়েই আমাদের এক জন ।
ঈদ মুবারক আপনাকেও ।
আগুন রঙের শিমুল
কপিবর বলতে নিয়া কবিপ্রবর কৈলেন নিকি ;?
যাউজ্ঞা , ঈদ মোবারক
বনলতা সেন
না না কপিবর নয় কবি প্রবর বলছি । যেহেতু কবিতা লিখতে পারিনা , তাই কবিদের ভয় পাই ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা ।
অলিভার
ধূলিকণা হয়ে সোনা ঝরা সেই বৃষ্টিদের সাথেই আছি আপনাদের মাঝে।
চমৎকার কবিতাটা উপহার দেবার জন্যে অনেক ধন্যবাদ 🙂
বনলতা সেন
ধূলিকণা হবেন কেন ? নিয়মিত হয়ে সোনা ঝরা বৃষ্টি কণা হয়েই আমাদের মাঝে আপনিও একজন
হয়েই থাকবেন । লেখা পেতে দেরি হচ্ছে যে আপনার ।
প্রশংসার জন্য ধন্যবাদ । ঈদ মুবারক আপনাকে ।
যাযাবর
ঈদ মোবারক 🙂 সোনেলাকে নিয়ে লেখা কবিতা সুন্দর হয়েছে -{@
বনলতা সেন
আপনাকেও ঈদ মুবারক । সোনেলারও ঈদ । তাই সোনেলাকেই নিয়ে লিখলাম ।
সঞ্জয় কুমার
সূর্যের সোনালি আলোয় আলোকিত হোক সোনেলা ।
সুন্দর হয়েছে দিদি ।
বনলতা সেন
অবশ্যই আলোকিত হবে সবাইকে নিয়ে ।
শুভেচ্ছা আপনাকেও ।
সাতকাহন
দেখলুম, পড়লুম, বুঝলুম, ভালো লাগলো বলেই আপনাকে ধন্যবাদ দিলুম।
বনলতা সেন
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য ।
মশাই
ঈদের শুভেচছা এতো দেরিতে কেন করলেন?
থাক দেরি হলেও সমস্যা দেখছিনা, ঈদ মোবারক।
বনলতা সেন
এ লেখাটি ঈদের আগেই দেয়া । আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন ।
ঈদ মুবারক আপনাকেও ।
মশাই
প্রশ্নটা আসলে নিজেকেই নিজে করা, সোনেলার স্টিকি পোষ্ট এড়িয়ে যেতে পারবে না কখনো….
বনলতা সেন
এড়ানো কোন ব্যাপার না । খুব সহজ । আর এটি কোন আহামরি ব্লগ না ।
তুলনামূলক ভাবে ।
স্বপ্ন
ঈদ মোবারক । সোনেলার জন্য এমন লেখায় ধন্যবাদ আপনাকে। আমিও সোনা তাহলে ?
বনলতা সেন
কেন নয় ? আপনিও আমাদের একজন । সোনায় সোনা ।
ঈদ মোবারক আপনাকেও ।