ঈদ বৃষ্টি

বনলতা সেন ২৮ জুলাই ২০১৪, সোমবার, ১২:২১:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৮ মন্তব্য

হাজারো কথার জমানো মেঘ
না হয় , একটু সোনা বৃষ্টি হয়েই ঝরুক।
অঝোরে বৃষ্টি না ই বা হলো , ঝিরি ঝিরি
হয়েই না হয় পড়ুক ।
দমকা হাওয়ায় হোক না এলোমেলো
বাতাসে ফুলের মায়াবী রেণু ;
মৌ গন্ধে মেতে উঠুক , মোদের মেলা;
ঈদে , শিউলি বকুলের এই সোনেলা ।

উৎসর্গঃ সোনেলা কে ।
………………………………………………………………………………………
কবি প্রবরবৃন্দ , কবিতা ভেবে আঁশবঁটি নিয়ে তেড়ে আসবেন না যেন আবার ।

৮৪৭জন ৮৪২জন
0 Shares

৪৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ